অ পৃষ্ঠা ২৮
- Bengali Word অধ্যশন English definition [ওদ্ধোশন্] (বিশেষ্য) অতিভোজন; মাত্রাতিরিক্ত আহার (অধ্যশন স্বাস্থ্যের পক্ষে অনিষ্টকর)।{(তৎসম বা সংস্কৃত)অধি+অশন}
- Bengali Word অধ্যাত্ম English definition [ওদ্ধাত্তোঁ] (বিশেষণ) ১ পরমাত্মবিষয়ক; আল্লাহ সন্বন্ধীয়; ঈশ্বরবিষয়ক। ২ আত্না বা চিত্ত বিষয়ক। ৩ শরীর সর্ম্পকীয়। অধ্যাত্মজ্ঞান, অধ্যাত্মতত্ত্ব (বিশেষ্য) ১ আল্লাহ বা ঈশ্বর বিষয়ক জ্ঞান। ২ আত্নবিদ্যা। অধ্যাত্মতত্ত্ববিৎ, অধ্যাত্মতত্ত্ববিদ (বিশেষণ) অধ্যাত্মজ্ঞানসম্পন্ন। অধ্যাত্মবাদ (বিশেষ্য) আল্লাহ বা পরমাত্মাই সকল কিছুর মূল-এই মতবাদ। অধ্যাত্মসধান (বিশেষ্য) খোদা বা পরমাত্মা প্রাপ্তির সাধনা। {(তৎসম বা সংস্কৃত)অধি+ আত্মন্+অ(টচ্); আত্নাকে অধিকার করে-অব্যয়ী.}
- Bengali Word অধ্যাত্মিক English definition ⇒ আধ্যাত্মিক
- Bengali Word অধ্যাপক, অধ্যাপয়িতা English definition ওদ্ধাপোক্,ওদ্ধাপোয়িতা] (বিশেষ্য) শিক্ষক; ওস্তাদ; আচার্য। কলেজ ও বিশ্ববিদ্যালযের শিক্ষকতার পদবিশেষ। অধ্যাপিকা, অধ্যাপয়িত্রী স্ত্রী.। অধ্যাপকি (বিশেষ্য) শিক্ষাদানের পেশা বা বৃত্তি; অধ্যাপনা (অধ্যাপকি করো আর যাই কর, পাঠানত্ব যাবে কোত্থেকে -সৈয়দ মুজতবা আলী)। {(তৎসম বা সংস্কৃত)অধি+√ই+ণিচ্+অক(ণ্বুল), তা (তৃচ্)}
- Bengali Word অধ্যাপন, অধ্যাপনা English definition [ওদ্ধাপোন্, ওদ্ধাপনা] (বিশেষ্য) শিক্ষাদান; অধ্যয়ন করানো। অধ্যাপিত (বিশেষণ) পড়ানো হয়েছে এমন (এই সকল বিদ্যা যে এদেশে অধীত, অধ্যাপিত, আদৃত এবং অনুবাদিত হয়, ইহা সামান্য দুঃখের বিষয় নহে-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত)অধি+√ই+ণিচ্+অন(ল্যুট্)+আ}
- Bengali Word অধ্যাপিত English definition ⇒ অধ্যাপন
- Bengali Word অধ্যাপয়িতা, অধ্যাপয়িত্রী, অধ্যাপিকা English definition ⇒ অধ্যাপক
- Bengali Word অধ্যারূঢ় English definition ⇒ অধিরূঢ়
- Bengali Word অধ্যারোপ English definition ⇒ অধ্যাস
- Bengali Word অধ্যারোপন English definition [ওদ্ধারোপন্] (বিশেষ্য) আরোপ করা; স্থাপন। {(তৎসম বা সংস্কৃত)অধি+আরোপণ}
- Bengali Word অধ্যাস , অধ্যাসন English definition [ওদ্ধাশ্, ওদ্ধাশন্] (বিশেষ্য) সত্তা বা গুণাগুণ আরোপ; এক বস্তুতে অন্য বস্তুর কল্পনা বা জ্ঞান (গৌরীশৃঙ্গ অধ্যাস মরীচিকা-বিষ্ণু দে)। অধ্যাসিত, অধ্যাসীন (বিশেষণ) অধিষ্ঠিত; উপবিষ্ট; আরূঢ়। {(তৎসম বা সংস্কৃত)অধি+ √আস্+ অ(ঘঞ্),অন (ল্যুট্)}
- Bengali Word অধ্যাহরণ , অধ্যাহার English definition [ওদ্ধাহরোন্, ওদ্ধাহার্] (বিশেষ্য) ঊহ্য বাক্য পূরণ; পাদপূরণ। অধ্যাহৃত বিণ। {(তৎসম বা সংস্কৃত)অধি+আ+√হৃ+ অন(ল্যুট্),অ (ঘঞ্)}
- Bengali Word অধ্যায় English definition [ওদ্ধায়্] (বিশেষ্য) পুস্তকের বা পরিচ্ছেদ বা বিভাগ; পর্ব; কাণ্ড; পাঠ; chapter। {(তৎসম বা সংস্কৃত)অধি+√ই+ অ+(ঘঞ্)}
- Bengali Word অধ্যুষিত English definition [ওদ্ধুশিতো] (বিশেষণ) উপনিবিষ্ট; অধিষ্ঠিত। (মোসলেম অধ্যুষিত দেশসমুহে-এ(তৎসম বা সংস্কৃত)ওয়াজেদ আলী)। {(তৎসম বা সংস্কৃত)অধি+√বস্+ত(ক্ত)}
- Bengali Word অধ্যেতব্য English definition [ওদ্ধেতব্বো] (বিশেষণ) অধ্যয়ন করতে হবে এমন। {(তৎসম বা সংস্কৃত)অধি+√ই+তব্য}
- Bengali Word অধ্যেতা English definition [ওদ্ধেতা] (বিশেষ্য) পাঠক; বিদ্যার্থী; ছাত্র। অধ্যেত্রী স্ত্রী.। {(তৎসম বা সংস্কৃত)অধি+√ই+ তৃ (তৃচ্)}
- Bengali Word অধ্যেষণ English definition [ওদ্ধেশন্] (বিশেষ্য) প্রার্থনা; সবিনয় জিজ্ঞাসা; আরজ। {(তৎসম বা সংস্কৃত)অধি+√ইষ্+অন(ল্যুট্)}
- Bengali Word অধ্যয়ন English definition [ওদ্ধয়ন্/ওদ্ধয়োন] (বিশেষ্য) পাঠ; মনোযোগের সঙ্গে পাঠ। অধ্যয়ননিবিষ্ট, অধ্যয়ননিরত, অধ্যয়নরত, অধ্যয়নমগ্ন (বিশেষণ) গভীর মনোযোগের সঙ্গে পাঠ করছে এমন। অধ্যয়নশীল (বিশেষণ) গভীর মনোযোগের সঙ্গে পাঠ করার স্বভাববিশিষ্ট (অধ্যয়নশীল ছাত্রের উন্নতি অনিবার্য)। {(তৎসম বা সংস্কৃত)অধি+√ই+অন(ল্যুট্)}
- Bengali Word অধ্রুব English definition [অধ্রুবো] (বিশেষণ) অনিত্য; পরিবর্তনশীল; অনিশ্চিত। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+ধ্রুব; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অনক্ত English definition [অনক্তো] (বিশেষ্য) অসময় (অনক্তে কি ছেলে ঘরের বার করতে হয়?-মোজাম্মেল হক। {(তৎসম বা সংস্কৃত)অন্(নঞ্)+আ. রাক্ত্}