অ পৃষ্ঠা ২৯
- Bengali Word অনক্ষর English definition [অনক্খর্, অনক্খোর্] (বিশেষণ) ১ বর্ণজ্ঞানহীন মূর্খ; নিরক্ষর। ২ অক্ষরশূন্য; লুপ্ত অক্ষর (হ’ল কাব্য অনক্ষর-নবীনচন্দ্র সেন)। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+অক্ষর; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অনঘ English definition [অনঘ্] (বিশেষণ) ১ পবিত্র; নিষ্পাপ। ২ দুঃখরহিত; বিপদ-শূন্য। ৩ মনোজ্ঞ; মনোরম। {(তৎসম বা সংস্কৃত) অন্(নঞ্)+অঘ;(বহুব্রীহি সমাস)}
- Bengali Word অনঙ্গ English definition [অনঙ্গো] (বিশেষ্য) ১ মদন; কন্দর্প (গিরিশ তোমার রূপে, মোহিলা অনঙ্গকোপে-ক্ষেমানন্দ দাস)। ২ কামভাব; কামরিপু(গুরুজন লঙ্ঘিলা যে দুরন্ত অনঙ্গে –ভবানন্দ)। ৩ দেহহীন; অঙ্গহীন। অনঙ্গকলা (বিশেষ্য) কামভাব(চাতুরী সুভেষ বালা জাগায় অনঙ্গ-কলা -দৌলত উজির বাহরাম খান)। {(তৎসম বা সংস্কৃত)অন্(নঞ্)+অঙ্গ; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অনচ্ছ English definition [অনচ্ছো] (বিশেষণ) অস্বচ্ছ; অনির্মল (অনচ্ছ আলোকে-মোহিতলাল মজুমদার) {(তৎসম বা সংস্কৃত)অন্(নঞ্)+অচ্ছ; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অনটন English definition [অনোটন্] (বিশেষ্য) অভাব; টানাটানি; অপ্রতুল। {(তৎসম বা সংস্কৃত)অন্(নঞ্)+অটন; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অনত English definition [অনতো] (বিশেষণ) গর্বিত; দুর্বিনীত। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+নত}
- Bengali Word অনতহি English definition (মবা.) [অনতহি] অব্যয় অন্যত্র; অন্যস্থানে (অনতহি গমনে এতহি নিহার-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত)অন্যত্র>অনত+ হি(৭মী)}
- Bengali Word অনতি English definition [অনোতি] (বিশেষণ) বেশি নয়; অল্প (অনতিদূর)। অনতিকাল (বিশেষ্য) অল্প সময়; অচিরকাল(ইহার অনতিকাল পরেই-রবীন্দ্রনাথ ঠাকুর)।অনতিদীর্ঘ (বিশেষণ) কিঞ্চিৎ দীর্ঘ; নাতিদীর্ঘ; বেশি লম্বা নয় এমন। অনতিদূর বিন কিয়দ্দূর; খুব দূরে নয় এমন। অনতিদূরে ক্রিবিণ। অনতিপক্ক (বিশেষণ) ১ অল্পবয়স্ক; সুকুমার (সতেরো বৎসর বয়সের সময় তাহাকে অনতিপক্ক সতেরোর অপেক্ষা অতি –পরিপক্ক চৌদ্দর মতো দেখাইত-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ খুব পাকা নয়; অল্প পাকা বা ডাঁসা। অনতিপূর্ব (বিশেষণ) খুব পূর্বের নয়; ক্ষনকাল পূর্বের। অনতিপূর্বে ক্রিবিণ। অনতিবিলম্ব বিন খুব বেশি দেরিতে নয়; শীঘ্র। অনতিবিলম্বে (ক্রিয়াবিশেষণ) (মহাশয়ের অভিপ্রায় অনতিবিলম্বে সফল হইবে-রবীন্দ্রনাথ ঠাকুর)। অনতিব্যক্ত (বিশেষণ) খুব স্পষ্ট নয় এমন; প্রায় অপ্রকাশিত (একই রকম অনতিব্যক্ত আভাসের আশ্চর্য জাদু আমরা দেখেছি-অচিন্তকুমার সেনগুপ্ত)। অনতিমূল্যবান (বিশেষণ) অধিক মূল্যবান নয় এমন; সাধারণ (তাহারঁ পরিচ্ছদ অনতিমূল্যবান-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। অনতিরিক্ত (বিশেষণ) বেশী নয় এমন; খুব অধিক নয় এমন। অনতিস্ফুট (বিশেষণ) বেশি ফোটেনি এরূপ; অর্ধস্ফুট (অনতিস্ফুট চাপা ফুলটির মতো পেলব-রবীন্দ্রনাথ ঠাকুর)। অনতিক্রম, অনতিক্রমণ (বিশেষ্য) লঙ্ঘন না করা; পার না হওয়া। অনতিক্রমনীয়, অনতিক্রম্য বিন লঙ্ঘন করা উচিত নয় বা করা যায় না এমন (তারই অদম্য অনতিক্রম্য টানে-বুদ্ধদেব বসু)। অনতিক্রান্ত (বিশেষণ) লঙ্ঘিত করা হয়নি এমন; অনুত্তীর্ণ। {(তৎসম বা সংস্কৃত)অন্(নঞ্)+অতি; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অনতীত English definition [অনোতিত্] (বিশেষণ) গত বা অতিক্রান্ত হয়নি এমন। অনতীতবাল্য (বিশেষণ) বাল্যকাল অতীত হয়নি এমন। {(তৎসম বা সংস্কৃত)অন্(নঞ্)+ অতীত; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অনধিক English definition [অনোধিক্] (বিশেষণ) ১ কিঞ্চিৎ; অল্প। ২ বেশি নয় এমন। ৩ মধ্যে (হাজার টাকার অনধিক)। {(তৎসম বা সংস্কৃত)অন্(নঞ্)+ অধিক; (নঞ্ তৎপুরুষ সমাস);(বহুব্রীহি সমাস)}
- Bengali Word অনধিকার English definition [অনোধিকার্] (বিশেষ্য) স্বত্ব বা অধিকারের অভাব। অনধিকারী (-রিন্) (বিশেষণ) অধিকারহীন; অযোগ্য। অনধিকৃত (বিশেষণ) অনায়ত্ত। অনধিকারচর্চা (বিশেষ্য) যে বিষয়ে জ্ঞান নেই তার আলোচনায় লিপ্ত হওয়া বা হস্তক্ষেপ করা। অনধিকারচর্চী(-র্চিন) বিণ। অনধিকারপ্রবিষ্ট (বিশেষণ) অনুমতি বা অধিকার ছাড়াই প্রবেশ লাভ করেছে এমন। অনধিকার প্রবেশ (বিশেষ্য) বিনা অধিকারে বা অনুমতিতে কোনো স্থানে প্রবেশ। {(তৎসম বা সংস্কৃত)অন্(নঞ্)+অধিকার}
- Bengali Word অনধিগত English definition [অনোধিগতো] (বিশেষণ) ১ অপঠিত; অনধীত; অজ্ঞাত। ২ অলব্ধ; অপ্রাপ্ত। {(তৎসম বা সংস্কৃত)অন্(নঞ্)+অধি+গত; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অনধিগম্য English definition [অনোধিগম্মো] (বিশেষণ) ১ অবোধ্য; জ্ঞানের অতীত (অনধিগম্য রহস্যলীলা)। ২ অগম্য; দুর্গম (অনধিগম্য পর্বতশৃঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত)অন্(নঞ্)+অধি+গম্য; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অনধীত English definition [অনোধিতো] (বিশেষণ) অপঠিত; পড়া হয়নি এমন। {(তৎসম বা সংস্কৃত)অন্(নঞ্)+অধীত; (বহুব্রীহি সমাস); (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অনধ্যায় English definition [অনোদ্ধ্যায়] (বিশেষ্য) পাঠে বিরতি; বিদ্যালয়ের ছুটি। {(তৎসম বা সংস্কৃত)অন্(নঞ্)+অধ্যায়; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অননুকম্পায়ী English definition [অনোনুকম্পায়ি] (বিশেষণ) সহানুভূতিহীন; নির্দয় (অননুকম্পায়ীদের সুরুচি-সুধীন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত)অন্(নঞ্)+ অনুকম্পায়ী; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অননুকরণীয় English definition [অনোনুকরোনিয়ো] (বিশেষণ) অনুকরণের অসাধ্য বা অযোগ্য। {(তৎসম বা সংস্কৃত) অন্(নঞ্)+ অনুকরণীয়; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অননুভবনীয় English definition [অনোনুভবোনিয়ো] (বিশেষণ) অনুভূতির অতীত। {(তৎসম বা সংস্কৃত) অন্(নঞ্)+অনুভবনীয়; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অননুভূতপূর্ব English definition [অনোনুভুতোপুর্বো] (বিশেষণ) আগে অনুভব করা হয়নি এমন। (অননুভূতর্পূব সহায় উপস্থিত হইল-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) অন্(নঞ্)+ অনুভূত+ র্পূব; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অননুমত , অননুমোদিত , অনভিমত English definition [অনোনুমতো, অননুমোদিতো, অনোভিমতো] (বিশেষণ) অনুমতি বা সর্মথন বা অভিমত লাভ করা যায়নি এমন। {(তৎসম বা সংস্কৃত) অন্(নঞ্)+ অনুমত; অনুমোদিত; অভিমত; (বহুব্রীহি সমাস)}