অ পৃষ্ঠা ৩২
- Bengali Word অনম্বয় English definition [অনম্বর্] (বিশেষণ) বস্ত্রহীন; নগ্ন; উলঙ্গ। □ (বিশেষ্য) ১ আকাশ (অনম্বরপথে চলিল কনকরথ-মাইকেল মধুসূদন দত্ত)। ২ বৌদ্ধ সন্ন্যাসীবিশেষ। অনম্বরা (বিশেষণ) স্ত্রী. বস্ত্রহীনা ; নগ্না, উলঙ্গিনী (অনম্বরা অনাসক্তা চির একাকিনী-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) অন্(নঞ্)+ অম্বর; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অনর্গল English definition [অনর্গল্] (ক্রিয়াবিশেষণ) ক্রমাগত; অবিরাম; অনবরত (মাঝে মাঝে দাড়াঁয় বেঁকে নিন্দা শুনে অনর্গল-সত্যেন্দ্রনাথ দত্ত; অনর্গল আরবীতে কি বকছে-মুহাম্মদ আবদুল হাই)। □ (বিশেষণ) বাধাবন্ধহীন; উদ্দাম। {(তৎসম বা সংস্কৃত) অন্(নঞ্)+অর্গল; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অনর্ঘ English definition [অনর্ঘো] (বিশেষণ) নির্দিষ্ট মূল্য নেই এমন; অমূল্য। {(তৎসম বা সংস্কৃত) অন্(নঞ্)+অর্ঘ}
- Bengali Word অনর্থ English definition [অনর্থো] (বিশেষ্য) ১ অনিষ্ট; অমঙ্গল; অশুভ। ২ অঘটন; বিপত্তি (দশটায় পৌঁছুতে না পারলে মহা অনর্থ ঘটবে-রাজিয়া খান)। ৩ ভুল অর্থ; কদর্থ (কত-না অর্থ কত অনর্থ-রবীন্দ্রনাথ ঠাকুর)। □ (বিশেষণ) নিরর্থক; ব্যর্থ; নিস্ফল (অর্থ সাধনের নিমিত্ত অনর্থ প্রয়াস পাইয়াছেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। অনর্থকর বিন অমঙ্গল ঘটায় এমন; অনিষ্টজনক। অনর্থকরী স্ত্রী.। অনর্থদর্শী (বিশেষণ) দুঃখবাদী; সবর্ত্র অমঙ্গল দর্শনকারী। অনর্থদর্শিনী (বিশেষণ) স্ত্রী. অশুভদর্শিনী; অনিষ্ট লক্ষ্যকারিণী (বুদ্ধি যেন অনর্থদর্শিনী না হয়-রাজশেখর বসু (পরশু))। অনর্থপাত (বিশেষ্য) অশুভ ঘটনা; বিপদ (কিছুই দিবেন না; দিলেই অনর্থপাত হইবে-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(তৎসম বা সংস্কৃত) অন্(নঞ্)+অর্থ; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অনর্থক English definition [অনর্থক্] (বিশেষণ) ১ ব্যর্থ; নিস্ফল (অনর্থক চেষ্টা)। ২ অকারণ; অহেতুক (অনর্থক বিলম্ব)। □ ক্রিবিন শুধু শুধু; বৃথা (অনর্থক বকা)। {(তৎসম বা সংস্কৃত) অন্(নঞ্)+অর্থ+ক(কন্); (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অনল English definition [অনল্/অনোল্] (বিশেষ্য) অগ্নি; আগুন। {(তৎসম বা সংস্কৃত)√অন্+অল(কলচ্)}
- Bengali Word অনলস English definition [অনলশ্] (বিশেষণ) আলস্যহীন; পরিশ্রমী। {(তৎসম বা সংস্কৃত) অন্(নঞ্)+অলস; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অনল্প English definition [অনল্পো] (বিশেষণ) অধিক; বেশি। {(তৎসম বা সংস্কৃত) অন্(নঞ্)+ অল্প; বহু; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অনশন English definition [অনশন্/অনোশন্] (বিশেষ্য) উপবাস; অনাহার। অনশনক্লিষ্ট (বিশেষণ) উপবাসপিড়ীত; অনাহারে কাতর। অনশনব্রত (বিশেষ্য) উপবাসের দৃঢ়সঙ্কল্প; অনাহার প্রতিজ্ঞা। অনশনা (বিশেষ্য) স্ত্রী. উপবাসিনী; অনাহারিণী (মাতঙ্গিনী অনশনা রহিলেন-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) অন্(নঞ্)+অশন; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অনশ্বর English definition [অনশ্শর] (বিশেষণ) অবিনাশী; চিরস্থায়ী; অক্ষয় (অনশ্বর প্রণয়-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। অনশ্বরতা (বিশেষ্য)। {(তৎসম বা সংস্কৃত)অন্(নঞ্)+নশ্বর; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অনসম্ভবতা English definition [অনসম্ভবোতা] (বিশেষ্য) অসম্ভাব্যতা; অঘটনীয়তা (দেশকালাতীত অনসম্ভবতার ভাণ্ডারে নিহিত ছিল-রবীন্দ্রনাথ ঠাকুর)। অনসম্ভব বিণ। {(তৎসম বা সংস্কৃত) অন্(নঞ্)+অসম্ভবতা; (নঞ্ তৎপুরুষ সমাস)
- Bengali Word অনসূয় English definition [অনোশুয়ো/অনশুয়ো] (বিশেষণ) ঈর্ষাশূন্য; অহিংসুক। অনসূয়া (বিশেষ্য) স্ত্রী. শকুন্তলার এক সখীর নাম। □ (বিশেষণ) স্ত্রী. ঈর্ষাশূন্যা। {(তৎসম বা সংস্কৃত) অন্(নঞ্)+অসূয়; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অনস্বীকার্য English definition [অনোশ্শিকার্জো] (বিশেষণ) অস্বীকার করা যায় না এমন; অবশ্যস্বীকার্য। {(তৎসম বা সংস্কৃত) অন্(নঞ্)+ অস্বীকার্য; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অনহঙ্কার English definition [অনহঙ্কার্] (বিশেষ্য) অহঙ্কারশূন্যতা; অমায়িকতা। অনহঙ্কারী বিণ। {(তৎসম বা সংস্কৃত) অন্(নঞ্)+অহঙ্কার; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অনহেলা English definition [অনহেলা] (বিশেষ্য) উপেক্ষা; অবজ্ঞা; অবহেলা (পরের গলগ্রহ হয়ে অনহেলার ভাত গিলতে হতো-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) অন্(নঞ্)+হেলা; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অনা English definition [অনা] ‘মন্দ’ ‘কুৎসিত’ ‘অভাব’ প্রভৃতি অর্থজ্ঞাপক বাংলা উপসর্গ ‘অনা’ সাধারনত বাংলা শব্দের পূর্বে এবং কখনো কখনো সংস্কৃত ও বিদেশি শব্দের সাথেও ব্যবহৃত হয়ে থাকে। যথা- অনাছিষ্টি, অনাসৃষ্টি, অনারাম ইত্যাদি। {(তৎসম বা সংস্কৃত) অন্(নঞ্)>অনা}
- Bengali Word অনা র্য English definition [অনার্জো] (বিশেষ্য) আর্য নয় এমন জাতি; non Aryan। □ (বিশেষণ) ১ আর্য ভিন্ন অন্য। ২ অভদ্র; অসাধু; দুর্বিনীত। অনা র্যতা (বিশেষ্য) অভদ্রতা; অসাধুতা। অনার্যসুলভ (বিশেষণ) অনার্য জাতির মধ্যে সহজে লভ্য; অভদ্র (অনার্যসুলভ ব্যবহার)। {(তৎসম বা সংস্কৃত) অন্(নঞ্)+আর্য; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অনাকর্ষণীয় English definition [অনাকর্শোনিয়ো] (বিশেষণ) আকর্ষণীয় নয় এমন; অমনোরম। অনাকর্ষণ (বিশেষ্য)। {(তৎসম বা সংস্কৃত) অন্(নঞ্)+আকর্ষণীয়; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অনাকার English definition [অনাকার্] (বিশেষণ) ১ নিরাকার; আকারহীন। ২ জমাট; সূচিভেদ্য (বাইরে অনাকার অন্ধকার-বুদ্ধদেব বসু)। {(তৎসম বা সংস্কৃত) অন্(নঞ্)+আকার; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অনাকুল , অনাকুলিত English definition [অনাকুল্, অনাকুলিতো] (বিশেষণ) দৃঢ়, একাগ্র, অকাতর (অনাকুলিত চিত্তে এই সমস্ত বিদ্যায় কৃতকার্য হইয়াছিলেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(তৎসম বা সংস্কৃত) অন্(নঞ্)+আকুল, আকুলিত; অনাকুল- (নঞ্ তৎপুরুষ সমাস); অনাকুলিত-(বহুব্রীহি সমাস)}