• Bengali Word অজ্ঞান English definition [অগ্‌গ্যাঁন] (বিশেষণ) ১ মূর্খ; বির্বোধ; অজ্ঞ (কাঠ না পুড়ায়ে আগুনে জ্বালাবে বলে কোন অজ্ঞান? -কাজী নজরুল ইসলাম)। ২ অচৈতন্য; সংজ্ঞাহীন (অজ্ঞান হইয়া আমি পড়িনু ভূতলে-মাইকেল মধুসূদন দত্ত)।  (বিশেষ্য) ১ অজ্ঞতা; জ্ঞানাভাব (আমাদের অজ্ঞান, আমাদের হৃদয়ের দূর্বলতাই তাহার বল-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ (দর্শন.) মায়া; অবিদ্যা। অজ্ঞানতা বি। অজ্ঞানকৃত (বিশেষণ) না জেনে করা হয়েছে এমন; অজ্ঞতাবশত কৃত (অজ্ঞানকৃত অপরাধ-রবীন্দ্রনাথ ঠাকুর)। অজ্ঞানবাদ, অজ্ঞাবাদ, অজ্ঞেয়বাদ (বিশেষ্য) জগতের প্রকৃত রহস্য অজ্ঞেয় বা অজ্ঞাত-এই মত; ইন্দ্রিয়গ্রাহ্য জগতের বাইরে কিছু থাকলেও তা মানুষের পক্ষে জানা অসাধ্য-এই মত; agnosticism। অজ্ঞানে (ক্রিয়া (বিশেষণ))না জেনে। অজ্ঞানত (ক্রিয়া (বিশেষণ))অজ্ঞতাবশত। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+জ্ঞান; (বহুব্রীহি সমাস) }