অ পৃষ্ঠা ২০
- Bengali Word অতল English definition [অতল্] ক্রিয়া পাতাল; সপ্ত পাতালের অন্যতম (অতলের শয্যাতল ছাড়ি-রবীন্দ্রনাথ ঠাকুর)। (বিশেষণ) ১ গভীর; অগাধ; অথৈ (স্বচ্ছ অতল স্নিগ্ধ নীলিমা-রবীন্দ্রনাথ ঠাকুর; অথই অতল)। ২ অনধিগম্য (অতল রহস্য যেন চাহে বলিবারে-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+√তল্+অ; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অতলন্ত English definition ⇒ অতলান্ত
- Bengali Word অতলস্পর্শ English definition [অতলোস্পরশো] (বিশেষণ) তলদেশ স্পর্শ করা যায় না এমন; অতি গভীর। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+তল+স্পর্শ; (বহুব্রীহি সমাস) }
- Bengali Word অতলান্ত, অতলন্ত English definition [অতলান্তো, অতলন্তো] (বিশেষণ) অগাধ; গভীর(অতলন্ত সিন্ধু-হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়)। {ই Atlantic Ocean; নেই তল ও অন্ত যার- (বহুব্রীহি সমাস) }
- Bengali Word অতশত English definition ⇒ অত
- Bengali Word অতসী English definition [অতোশি] (বিশেষ্য) ১ পীতবর্ণ ফুলবিশেষ(অতসী অপরাজিতায় ভূষিত দেহ-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ তিসি; মসিনা(অতসীর শাখা হয়ে দূর তারকার জন্য আকুঁপাকুঁ-অচিন্ত্য কুমার সেনগুপ্ত)। ৩ শণগাছ। {(তৎসম বা সংস্কৃত)অত+অস(অসচ্)+ঈ(ঙীষ্)}
- Bengali Word অতি English definition [ওতি] অব্যয় অধিক অনুচিত অতিক্রান্ত প্রভৃতি অর্থে ব্যবহৃত উপসর্গবিশেষ (অতিমাত্র, অত্যাচার)। (বিশেষ্য) আতিশয্য; অন্যায্য পরিমাণ (কোনো কিছুর অতি ভালো নয়। (বিশেষণ) ১ অসঙ্গত; অনুচিত; অতিরিক্ত (অতিমান, অতিবাড়, অতিশয়)। ২ (ব্র.) উৎকৃষ্ট। (বিশেষণ)–(বিশেষণ) অতিশয় (কৃষ্ণকান্ত অতি প্রশান্ত-রবীন্দ্রনাথ ঠাকুর)। অতিকথা (বিশেষ্য) অতিশয়োক্তি, বাজে কথা। অতিকায় (বিশেষণ) প্রকাণ্ড দেহবিশিষ্ট (অতিকায় রথী-মাইকেল মধুসূদন দত্ত)। অতিক্রম, অতিক্রমণ (বিশেষ্য) পার হওয়া; লঙ্ঘন; ডিঙানো। অতিক্রমণীয়, অতিক্রম্য (বিশেষণ) ডিঙানো যায় এমন; লঙ্ঘনসাধ্য। অতিক্রান্ত (বিশেষণ) ১ অতীত; গত। ২ লঙ্ঘিত; ডিঙানো হয়েছে এমন। অতিক্ষনিক (বিশেষণ) স্বল্পকালস্থায়ী (তাহার অতিক্ষণিক জন্মগৃহবাসের স্নেহময় স্মৃতিচিহ্ন-রবীন্দ্রনাথ ঠাকুর)। অতিঘরন্তী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) গৃহকর্মে সুনিপণা; ঘরসংসারস্বর্বস্বা। অতিজীবিত (বিশেষণ) দীর্ঘকালস্থায়ী (মধ্যযুগের অতিজীবিত সমাজ ব্যবস্থা–সুদ)। অতিজীবন (বিশেষ্য) । অতিতর (বিশেষণ) অতি বেশি; অত্যধিক(দুহেঁ প্রেম অতিতর-ভারতচন্দ্র রায় গুণাকর)। অতিদর্প (বিশেষ্য) অত্যধিক অহঙ্কার। অতিদৈব (বিশেষণ) অলৌকিক; অতিজাগতিক(গরুড়ের এইরুপ অতিদৈব কর্ম দেখিয়া-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। অতিপরিপক্ব (বিশেষণ) ইঁচড়ে পাকা; অতি পাকা (অতি পরিপক্ক চোদ্দর মতো দেখাইত-রবীন্দ্রনাথ ঠাকুর)। অতিপাত (বিশেষ্য) যাপন; অতিক্রমণ (কালাতিপাত)।অতিপিনদ্ধ (বিশেষণ) অত্যন্ত আঁটসাটঁ; অধিক ঘনসন্নিবদ্ধ (বক্ষে অতিপিনদ্ধ জরির ফুলকাটা কাঁচুলি আবদ্ধ -রবীন্দ্রনাথ ঠাকুর)। অতিপ্রসঙ্গ (বিশেষ্য) অত্যুক্তি, বারংবার উক্তি। অতিপ্রাকৃত, অপ্রাকৃত (বিশেষণ) অলৌকিক, অনৈসর্গিক, supernatural। অতি বড়/বড়ো (বিশেষণ) ১ অতি বৃহৎ ; খুব বড়ো। ২ অত্যন্ত; খুব (অতিবড় বৃদ্ধ পতি-ভারতচন্দ্র রায় গুণাকর)।৩ কঠিনতম(অতিবড়ো দিব্বি)। ৪ (ব্যঙ্গার্থ) বেজায়; বড়োই ভারী(অতি বড়ো দরদি)। অতিবল (বিশেষণ) অত্যন্ত শক্তিশালী; প্রবল। অতিবাড় (বিশেষ্য) বেশি বাড়াবাড়ি; অত্যন্ত বা অতিরিক্ত অহঙ্কার। অতিবাদ (বিশেষ্য) ১ অত্যুক্তি । ২ অপ্রিয় বাক্য; রূঢ়বাক্য। অতিবাহন (বিশেষ্য) অতিক্রমণ; যাপন; পর্যটন (পথ অতিবাহন করেছেন; রাত্রি অতিবাহন করিয়া-রবীন্দ্রনাথ ঠাকুর)। অতিবাহিত (বিশেষণ) অতিক্রান্ত; উদ&যাপিত; অতীত। অতিবিনীত (বিশেষণ) অত্যধিক বিনয়যুক্ত(এক অতিবিনীত সুদীর্ঘ বক্তৃতা পাঠ করিরেন-রবীন্দ্রনাথ ঠাকুর)। অতি বিষম (বিশেষণ) অতিশয় ভীষণ; অত্যন্ত মারাত্মক (ঈদৃশ অতিবিষম বিষম শর-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। অতিভক্তি (বিশেষ্য) ১ মাত্রাতিরিক্ত ভক্তি। ২ (আলঙ্কারিক) কপটভক্তি। অতিভক্ত (বিশেষণ)। অতিমন্দা (বিশেষ্য) পণ্যদ্রব্যের মূল্যের অত্যধিক হ্রাস প্রাপ্তি। অতিমর্ত্য (বিশেষণ) অলৌকিক ; অপার্থিব; স্বর্গীয় (অতিমর্ত্য পদার্থ-সুধীন্দ্রনাথ দত্ত)। অতিমাত্র (বিশেষণ) অধিক; অত্যন্ত; অতিশয়। অতিমান (বিশেষ্য) অনুচিত আত্মগৌরব; অসঙ্গত আত্মমর্যাদাজ্ঞান। অতিমানব, অতিমানুষ (বিশেষ্য) মহাপুরুষ; মহামানব। (বিশেষণ) অলৌকিক; অসাধারণ। অতিমানবিক, অতিমানুষিক (বিশেষণ) অলৌকিক; অপার্থিব; অসাধারণ। অতিমানুষবাদ (বিশেষ্য) উচ্চতর শ্রেণির অসাধারন মানুষের অস্তিত্ব সন্বন্ধীয় মতবাদ (কোরআন…গুরুপূজা ও অতিমানুষবাদের তীব্রতর প্রতিবাদ করিয়াছে-আখাঁ)। অতিরঞ্জন (বিশেষ্য) অত্যুক্তি; বাড়িয়ে বলা (অতিরঞ্জনপটু লেখক)। অতিরঞ্জিত (বিশেষণ) । অতিরিক্ত (বিশেষণ) প্রয়োজনের চেয়ে বেশি; অত্যধিক; বাড়তি। (আজিকার ভিক্ষা মাতা অতিরেক নহে-কাশীরাম দাস)। অতিশয় (বিশেষণ) অত্যন্ত বেশি; অতিরিক্ত। আতিশয্য (বিশেষ্য) । অতিশয়োক্তি (বিশেষ্য) ১ অত্যুক্তি; বাহুল্যবর্ণন। ২(ব্যাকরণ) কাব্যালঙ্কারবিশেষ। অতিসার, অতীসার (বিরল)বি উদরাময়; পেটের পীড়াবিশেষ। {(তৎসম বা সংস্কৃত)√অত্+ই}
- Bengali Word অতিথি, অতিথ English definition (বিরল)[ওতিথি, ওতিথ্] (বিশেষ্য) আগন্তক; অভ্যাগত; মেহমান (ঐ শোন গো অতিথ বুঝি আজ, এল আজ-রবীন্দ্রনাথ ঠাকুর)। অতিথিনী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) আগন্তুকা; অভ্যাগতা (আনন্দ-সুন্দর তনু, স্বপনের অতিথিনী–মোহিতলাল মজুমদার)। অতিথিপরায়ণ, অতিথিপ্রিয়, অতিথিবৎসল, অতিথিসেবক (বিশেষণ) অতিথির সেবা করতে ভালবাসে এমন। ˜অতিথিবৎসল ⇒ অতিথিপরায়ণ। অতিথিসেবক ⇒ অতিথিপরায়ণ। অতিথিপরিচর্যা, অতিথিসৎকার, অতিথিসেবা (বিশেষ্য) অতিথিকে আহার ও আশ্রয়দান এবং তার আরাম আয়েশের ব্যবস্থা। অতিথিপ্রিয়⇒অতিথিপরায়ণ। অতিথি শালা (বিশেষ্য) ১ অতিথিদের থাকার ঘর। ২ পান্থনিবাস। {(তৎসম বা সংস্কৃত)অত্+ইথি}
- Bengali Word অতিষ্ঠ English definition [অতিশ্ঠো] (বিশেষণ) উত্ত্যক্ত; অস্থির; থাকতে অক্ষম (বিপ্রগণ অতিষ্ঠ হইয়াছেন-রাজশেখর বসু (পরশু))। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+তিষ্ঠ; (বহুব্রীহি সমাস) }
- Bengali Word অতিহুঁ English definition (ব্র.) [অনুরূপ উচ্চারণ] অব্যয় অত্যন্ত; অতিশয়(অতিহুঁ লাজ ভয়-বিদ্যাপতি)।{(তৎসম বা সংস্কৃত)অত+হি>}
- Bengali Word অতীত English definition [ওতিত্] (বিশেষণ) ১ বিগত; হয়েছে বা ঘটে গেছে এমন(অতীত ঘটনা)।২ শেষ; সমাপ্ত (আবশ্যক অতীত হইয়া গেলে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৩ বহিভূত; অগোচর (দৃষ্টির অতীত; ধারণার অতীত)। (বিশেষ্য) বিগতকাল (অসীম অতীতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে-রবীন্দ্রনাথ ঠাকুর)। অতীতবেত্তা (বিশেষ্য) যিনি বিগতকালের বিষয় জানেন। {(তৎসম বা সংস্কৃত) অতি+√ই+ত(ক্ত)}
- Bengali Word অতীন্দ্রিয় English definition [ওতিন্দ্রিয়ো] (বিশেষণ) ইন্দ্রিয়াতীত; চক্ষুকর্ণাদির অগোচর। অতীন্দ্রিয়তা (বিশেষ্য) । {(তৎসম বা সংস্কৃত) অতি +ইন্দ্রিয়}।
- Bengali Word অতীব English definition [ওতিবো] (বিশেষণ) অত্যন্ত; অধিক। অতীবা (বিশেষণ) স্ত্রী; অতিশয়; অতিরিক্তা (অসীমচুম্বনী, তবু চুম্বনের অতীত, অতীবা-বুদ্ধদেব বসু)।{(তৎসম বা সংস্কৃত) অতি+ইব}
- Bengali Word অতীসার English definition ⇒ অতি
- Bengali Word অতুচ্ছ English definition [অতুচ্ছো] (বিশেষণ) তুচ্ছ; অশিক্ষিত লোকের মুখে ব্যবহৃত ‘তুচ্ছ’ শব্দের কথ্যরূপ (এটা বুঝি অতুচ্ছ কথা হলো? –বুদ্ধদেব বসু)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+তুচ্ছ}
- Bengali Word অতুল, অতুলন, অতুলনীয়, অতুলিত, অতুল্য English definition [অতুল্, অতুলন্, অতুলোনিয়ো, অতুলিতো, অতুল্লো] (বিশেষণ) উপমাহীন; সাদৃশ্য খুঁজে পাওয়া যায় না এমন; অদ্বিতীয় (এই অতুল বিভব-মীম; জীবনের অতুলন স্বাদ থেকে গড়া-হাসান হাফিজুর রহমান; অতুলিত দেখি আখিঁ মুখ করতল-সৈয়দ আলাওল)। অতুলনা, অতুলনীয়া, অতুলিতা, অতুল্যা স্ত্রী। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+তুল,তুলন, তুলনীয়,তুলিত,তুল্য; (বহুব্রীহি সমাস) }
- Bengali Word অতুষ্ট English definition [অতুশ্টো] (বিশেষণ) অসন্তুষ্ট; বিরক্ত। অতুষ্টিকর (বিশেষণ) অসন্তোষজনক; বিরক্তিজনক। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+তুষ্ট; (নঞ্ তৎপুরুষ সমাস); (বহুব্রীহি সমাস) }
- Bengali Word অতৃপ্ত English definition [অতৃপ্তো] (বিশেষণ) ১ অসন্তষ্ট; অপরিতুষ্ট। ২ অচরিতার্থ; অসফল(অতৃপ্ত কামনা-রবীন্দ্রনাথ ঠাকুর)। অতৃপ্তি বি। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+√তৃপ্+ত(ক্ত); (নঞ্ তৎপুরুষ সমাস); (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অতৃপ্য English definition [অতৃপ্পো] (বিশেষণ) তৃপ্তি দেওয়া যায় না বা তৃপ্ত হয় না এমন (যে কারিগর এই পরিবর্তনশীল সংসার, আর এই অতৃপ্য নয়ন সৃজন করিয়াছেন-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+তৃপ্য; (বহুব্রীহি সমাস) }
- Bengali Word অতেব English definition ⇒ অতএব