Skip to main content
Search Section
  • English Word access 1 Bengali definition [অ্যাক্‌সেস্‌] (noun) (১) [Uncountable noun] প্রবেশ; (attributive(ly)) good access roads. access road (America(n) slip-road, দ্রষ্টব্য slip 2 (৮). (2) [Uncountable noun] (কম্পিউটার) কম্পিউটার ফাইলে তথ্য নিবিষ্ট করার বা ফাইল থেকে তথ্য উদ্ধারের প্রক্রিয়া(৩) access to প্রবেশাধিকার; কাছে যাওয়ার অধিকার, সুযোগ বা সামর্থ্য; প্রবেশগম্যতা: All citizens should have access to the ministers. accessible [আক্‌সেসাব্‌ল্] (adjective) access (to) অভিগম্য; কোনো কিছুর দ্বারা প্রভাবিত করার উপযোগী: The day will come when computers will be accessible to most students. accessibility [আক্‌সেসাবিলাটি] [Uncountable noun] অভিগম্যতা।
  • English Word access 2 Bengali definition [অ্যাক্‌সেস্] (verb transitive) (কম্পিউটার) কম্পিউটার ফাইলে তথ্য নিবেশিত করা বা ফাইল থেকে তথ্য উদ্ধার করা: Branch officials can access the central data bank.
  • English Word accessary Bengali definition [আক্‌সেসারি] (noun) (plural accessaries), (predicatively adjective) (=America(n) accessary (১)) (আইন সম্বন্ধীয়) যে কোনো কাজে, বিশেষত অপরাধে সহায়তাদানকারীaccessary before/after the fact, দ্রষ্টব্য fact (১).
  • English Word accession Bengali definition [অ্যাক্‌সেশ্‌ন্‌] (noun) accession to ১ [Uncountable noun] কোনো পদ, পদমর্যাদা বা অবস্থায় আরোহণ: accession to the throne. [Uncountable noun, Countable noun] বৃদ্ধি; সংযোজন: new accessions to the library.
  • English Word accessory Bengali definition [আক্‌সেসারি] (noun) (plural accessories) (১) অপরাধের সহযোগী(২) সহায়ক বস্তু; আনুষঙ্গিক উপকরণ: I shall buy only the sewing machine, not it’s accessories.

More about the word "Access" | শব্দটির আরো অর্থ এবং বাক্যের সাথে এর ব্যবহার

  • access 1 [অ্যাক্‌সেস্‌] (noun) ১ [Uncountable noun] প্রবেশ; (attributive(ly)) good access roads. access road (America(n) slip-road, দ্রষ্টব্য slip 2 (৮). 2 [Uncountable noun] (কম্পিউটার) কম্পিউটার ফাইলে তথ্য নিবিষ্ট করার বা ফাইল থেকে তথ্য উদ্ধারের প্রক্রিয়া। ৩ access to প্রবেশাধিকার; কাছে যাওয়ার অধিকার, সুযোগ বা সামর্থ্য; প্রবেশগম্যতা: All citizens should have access to the ministers. accessible [আক্‌সেসাব্‌ল্] (adjective) access (to) অভিগম্য; কোনো কিছুর দ্বারা প্রভাবিত করার উপযোগী: The day will come when computers will be accessible to most students. accessibility [আক্‌সেসাবিলাটি] [Uncountable noun] অভিগম্যতা।
  • access 2 [অ্যাক্‌সেস্] (verb transitive) (কম্পিউটার) কম্পিউটার ফাইলে তথ্য নিবেশিত করা বা ফাইল থেকে তথ্য উদ্ধার করা: Branch officials can access the central data bank.
  • videoconferencing [ভিডিওউকন্‌ফারেনসিঙ] (noun) [countable noun] এমন কনফারেন্সিং ব্যবস্থা যেখানে অংশগ্রহণকারীরা পর্দায় পরস্পরকে দেখে আলোচনায় অংশ নিতে পারেন; ভিডিওকনফারেন্সিং: The hotel offers the convenience of wireless broadband internet access, videoconferencing and webcast capabilities. videoconference (noun) ভিডিওকনফারেন্স; যেখানে বিভিন্ন এলাকা থেকে আগত অংশগ্রহণকারীরা পরস্পরের কথা শুনতে ও পরস্পরকে দেখতে পান। এটা ভিডিওটেলিফোনি নামেও পরিচিত।
  • digital divide [ডিজিটাল্ ডিভাইড্] (noun) প্রযুক্তিগত ব্যবধান; ডিজিটাল প্রযুক্তি যেমন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের সুযোগ-সুবিধা ভোগকারী এবং এসব সুযোগ হতে বঞ্চিত কিংবা কম সুবিধা ভোগকারী লোকদের মধ্যকার ব্যবধানই ডিজিটাল ডিভাইড; এটা এখন তথ্যপ্রযুক্তি খাতে প্রবেশাধিকারে কোনো নির্দিষ্ট অঞ্চল বা এলাকার অর্থনৈতিক ও সামাজিক অসাম্য নির্দেশ করে: To struggle with the digital divide, we must address access, content and commerce issues.
  • easy [ঈজি] (adjective) (easier, easiest) ১ অনায়াস; সহজ; স্বচ্ছন্দ; অবাধ। ২ আরামদায়ক; যন্ত্রণা; ঝঞ্ঝাট বা উদ্বেগ থেকে মুক্ত; স্বস্তিপূর্ণ ও শান্তিপূর্ণ। an easy chair আরামকেদারা। on easy terms সহজ শর্তে; (কোনো দ্রব্য ক্রয়ের ক্ষেত্রে) কিস্তিতে মূল্য পরিশোধের শর্তে। easy of access সহজে প্রবেশাধিকার লাভ করা যায় এমন। easy on the ear/eye শুনতে বা দেখতে প্রীতিকর। easy come, easy go (অর্থ বা টাকা-পয়সা) সহজে অর্জিত; সহজে ব্যয়িত। easy going (ব্যক্তি) অলস, শান্ত, ধীর; যেমন চলছে তাতেই সন্তুষ্ট। easy manners সহজ আচরণ বা চালচলন। ৩ (বাণিজ্য) (পণ্যদ্রব্য ও অর্থঋণ) সহজলভ্য। □(adverb) সহজভাবে। take it easy (আদেশ) বেশি পরিশ্রম বা তাড়াহুড়া কোরো না। go easy on/with অতিরিক্ত ব্যয় না করা। Easier said than done (প্রবাদ) বলা সহজ কিন্তু করা কঠিন। stand easy! (কুচকাওয়াজ আদেশ), দ্রষ্টব্য ease 1; ‘আরামে দাঁড়াও’ অবস্থার চেয়ে বেশি নড়াচড়া করা যায় এমনভাবে দাঁড়ানোর আদেশ। easily [ঈজালি] (adverb) ১ সহজে; আয়াসহীনভাবে। ২ নিঃসন্দেহে: Bushra is easily the prettiest girl in the class. ৩ সম্ভবত: That may easily be the case.
  • slip 2 [স্লিপ্‌] (verb intransitive), (verb transitive) দেহের ভারসাম্য হারিয়ে ফেলা; পা পিছলে পড়া; পদস্খলিত হওয়া: I slipped on the muddy road and broke my leg. ২ দ্রুত, নীরবে বা অলক্ষ্যে চলে যাওয়া: He slipped out without being seen. ৩ শক্ত করে না ধরার বা ধরতে না পারার কারণে ফসকে বা পিছলে যাওয়া: The eel slipped out of his hand.let something slip (ক) কোনোকিছু হাতছাড়া হতে দেওয়া: He let opportunity slip.(খ) হঠাৎ (কোনো রহস্য বা গোপন কথা) ফাঁস করে দেওয়া: let slip a secret. slip through one’s fingers (আক্ষরিক অর্থ বা লাক্ষণিক) ধরতে বা ধরে রাখতে না- পারা; আঙুলের ফাঁক গলে বেরিয়ে যাওয়া; বুঝতে বা ধারণ করতে না-পারা। slip one’s mind (ব্যস্ততা, তাড়াহুড়া ইত্যাদির কারণে নাম, ঠিকানা, বার্তা ইত্যাদি) মনে রাখতে না- পারা। ৪ দ্রুত কিন্তু সহজ গতিতে পরিধান করা বা খুলে ফেলা; গলে বা ঢুকে যাওয়া; গলিয়ে বা ঢুকিয়ে দেওয়া: slip into a dress. ৫ অসাবধানতাবশত ছোটখাটো ভুল হতে দেওয়া: remove errors that slipped into the text; ছোটখাটো ভুল করা। slip up (কথ্য) ভুল করা। এর থেকে, slip-up (noun) [countable noun] ভুল। ৬ স্বচ্ছন্দগতিতে চলা: The boat slipped through the water. ৭ মুক্ত হওয়া; বন্ধন খুলে দেওয়া: slip anchor, জাহাজের নোঙর খুলে দেওয়া; (গাভী) সময় পূর্ণ হওয়ার আগেই বাচ্চা দেওয়া: slip her calf. ৮ (যৌগশব্দ) slip-carriage/-coach রেলগাড়ির শেষে জুড়ে দেওয়া যে বগি গাড়ি না-থামিয়েও বিচ্ছিন্ন করা যায়। slip-cover (noun) আসবাবের ঢাকনা। slip-knot (noun) (ক) দড়ির ফসকা গেরো। (খ) দড়ির বিষ গেরো। slip-road (noun) মোটরপথের সংযোগকারী রাস্তা (America(n)= access-road); স্থানীয় উপপথ। slip-stream (noun) বিমানের জেট ইনজিন বা প্রপেলার থেকে নির্গত বায়ুস্রোত। slipon/over (noun) যে জুতা বা জামা কোনো কিছুর উপরে বা উপর দিয়ে সহজে পরা যায়।