• Bengali Word ease 1 English definition [ঈজ্‌] [noun] [Uncountable noun] আরাম; শান্তি; বিশ্রাম; আয়াসহীনতা; সহজসাধ্যতা; স্বাচ্ছন্দ্য; উদ্বেগহীনতা: a life of ease.
      ill at ease উদ্বিগ্ন; বিব্রত। stand at ease সামরিক কুচকাওয়াজ (আদেশ) ‘আরামে দাঁড়াও’; দুই পা ফাঁক করে পেছনে হাত বেঁধে দাঁড়ানোর নির্দেশ। take one’s ease কাজ থেকে বিরত হওয়া; নিরুদ্বেগ হওয়া। with ease সহজে; বিনা ক্লেশে।
    • Bengali Word ease 2 English definition [ঈজ্‌] (verb transitive), (verb intransitive) ease (of) ১ আরাম দেওয়া; স্বস্তি বিধান করা; যন্ত্রণা বা উদ্বেগ দূর করা: ease somebody of his pains/troubles.
      (২) আলগা বা ঢিলা করা; শক্তি বা গতি কমানো। (৩) ease (off/out) শান্ত বা সহজ হওয়া: The situation eased off. easeful (adjective) আরামদায়ক; স্বাচ্ছন্দ্যকর। easement (noun) আরাম; আয়েশ; পথ চলার অধিকার।
    • Bengali Word easel English definition [ঈজল্‌] (noun) ছবি আঁকার সময় চিত্রকররা যে ফ্রেমের উপর ছবি রাখে; ব্ল্যাকবোর্ড রাখার কাঠের ফ্রেম।
    • Bengali Word appease English definition [আপীজ্] (verb transitive) শান্ত বা প্রশমিত করা; মেটানো: appease somebody’s anger/hunger.
      appeasement [Uncountable noun] শান্ত বা প্রশমিতকরণ: policy of appease.
    • Bengali Word increase 1 English definition [ইঙ্‌ক্রীস্‌] (noun) [uncountable noun, countable noun] increase in বৃদ্ধি; প্রবৃদ্ধি; উপচয়; বাড়।
      on the increase বর্ধমান; ক্রমবর্ধমান: The population of the country is still on the increase.