• Bengali Word prince English definition [প্রিন্‌স্‌] (noun) ১ (বিশেষত ক্ষুদ্র রাষ্ট্রের) রাজা; রাজন্য।
    (২) কোনো রাজপরিবারের পুরুষ সদস্য; বিশেষত (British/Britain) রাজার পুত্র বা পৌত্র; রাজপুত্র; রাজকুমার; কুমার;রাজতনয়। (৩) the prince of darkness অন্ধকারের রাজপুত্র; শয়তান। the Prince of Peace যিশু। Prince Consort রাজ্য শাসনকারিণী রানির স্বামী। princedom [প্রিন্‌স্‌ডাম্] (noun) ক্ষুদ্র রাজ্য; ঐ রকম রাজ্যের রাজার পদমর্যাদা। princely (adjective) (princeier, princeiest) রাজপুত্রতুল্য; রাজপুত্রোচিত; রাজকীয়; রাজোচিত: a princely gift. princess [প্রিন্‌সেস্‌] (noun) রাজপুত্রের স্ত্রী; রাজার কন্যা বা দৌহিত্রী; রাজকুমারী; রাজকন্যা; রাজপুত্রী; রাজতনয়া।