I পৃষ্ঠা ১৪
- English Word incertitude Bengali definition [ইন্সাটিটিউড্ America(n) [ইন্সাটিটূড্] (noun) [uncountable noun] (আনুষ্ঠানিক) অনিশ্চয়; অনিশ্চয়তা।
- English Word incessant Bengali definition [ইন্সেস্ন্ট্] (adjective) অবিরাম; অবিরত; অনবরত; নিরন্তর; অবিরল; অবিশ্রান্ত; বিরামহীন: a week of incessant rain. incessantly (adverb) অবিরাম, অবিশ্রান্তভাবে।
- English Word incest Bengali definition [ইনসেস্ট্] (noun) [uncountable noun] নিকটাত্মীয়ের মধ্যে, যেমন ভাইবোন কিংবা পিতাকন্যার মধ্যে যৌনসংসর্গ; অজাচার। incestuous [ইনসেস্টিউআস্] (adjective) অজাচারী; অজাচারমূলক; অগম্যাগামী; অগম্যগামিনী।
- English Word inch Bengali definition [ইন্চ্] (noun) (১) ইঞ্চি। পরি. ৫ দ্রষ্টব্য। (২) অল্প পরিমাণ। inch by inch ক্রমশ; ক্রমে ক্রমে। by inches (ক) অল্পের জন্য: The stone misses him by inches. (খ) অল্প; ক্রমশ। every inch পুরোপুরি: He’s every inch a poet. within an inch of খুব নিকটে; প্রায়: I came within an inch of being hit by a stray bullet. not yield an inch আদৌ হার না-মানা; একটুও না-হটা; সূচ্যগ্রপরিমাণ স্থানও ছেড়ে না-দেওয়া। □ (verb transitive), (verb intransitive): inch one’s way forward.
- English Word inchoate Bengali definition [ইন্কোউএইট] (adjective) (আনুষ্ঠানিক) সদ্য আরব্ধ; প্রারব্ধ; অপরিণত অর্ধগঠিত রূপবিশিষ্ট; অপূর্ণগঠিত। inchoative [ইনকোউআটিভ্] (adjective) প্রারম্ভিক: (ব্যাকরণ) inchoative verbs প্রারম্ভিক ক্রিয়া, যেমন, get dark -এ get.
- English Word incidence Bengali definition [ইনাসিডান্স্] (noun) কোনো বস্তু অন্য কিছুর উপর ক্রিয়াশীল হলে সেই ক্রিয়ার ধরন; আপতন; প্রকোপ; প্রাদুর্ভাব: the incidence of a disease, রোগের বিস্তার, আক্রান্ত ব্যক্তিদের সংখ্যা, শ্রেণি ইত্যাদি; the incidence of a tax, যেভাবে কোনো-কোনো শ্রেণির মানুষের উপর এই করের ভার আপতিত হয়।
- English Word incident 1 Bengali definition [ইনসিডান্ট্] (adjective) incident to (আনুষ্ঠানিক) স্বাভাবিক বা প্রত্যাশিত অংশস্বরূপ; স্বাভাবিকভাবে সম্পর্কিত: the risks incident to the life of a test pilot.
- English Word incident 2 Bengali definition [ইন্সিডান্ট্] (noun) (১) (বিশেষত অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ) ঘটনা: frontier incidents, যেমন সংঘর্ষ। (২) সর্বসাধারণের দৃষ্টি-আকর্ষণ করে এমন ঘটনা। (৩) (আধুনিক প্রয়োগ) যেসব ঘটনা-যেমন, বোমা-বিস্ফোরণ, বিদ্রোহ, যুদ্ধ-নানাবিধ কারণে কর্তৃপক্ষ যথাযথভাবে বর্ণনা করতে চান না। (৪) (নাটক বা কাব্যে) ঘটনা; উপাখ্যান।
- English Word incidental Bengali definition [ইন্সিডেন্টা্ল্] (adjective) incidental (to) (১) অনুগামী তবে আবশ্যিক অংশ নয়; প্রাসঙ্গিক: incidental music to a play. (২) অল্প এবং অপেক্ষাকৃতলঘু; নৈমিত্তিক; আনুষঙ্গিক: sufferings incidental to living an honest life. incidentally [ইন্সিডেন্টা্লি] (adverb) প্রসঙ্গক্রমে; দৈবাৎ।
- English Word incinerate Bengali definition [ইন্সিনারেইট্] (verb transitive) ভস্মীভূত করা। incinerator [ইন্সিনাটা(র্)] (noun) জঞ্জাল পোড়ানোর জন্য চুল্লি; দাহনযন্ত্র। incineration [ইন্সিনারেইশ্ন্] (noun) [uncountable noun] ভস্মসাৎকরণ।
- English Word incipient Bengali definition [ইন্সিপিআন্ট্] (adjective) আদ্য; প্রাথমিক স্তরবর্তী; উপক্রমিক: incipient decay of the teeth.
- English Word incise Bengali definition [ইন্সাইজ্] (verb transitive) ছেদন/বিচ্ছিন্ন করা; খোদাই করা। incision [ইন্সিজ্ন্] (noun) [uncountable noun] ছেদন; কর্তন; [countable noun] চেরা (যেমন অস্ত্রোপচারকালে)।
- English Word incisive Bengali definition [ইন্সাইসিভ] (adjective) (১) ছেদকর; তীক্ষ্ণ। (২) (মন ও মন্তব্য) তীক্ষ্ণ; তীক্ষ্ণবুদ্ধি; কুশাগ্রবুদ্ধি; তীক্ষ্ণধী; সূক্ষ্মবুদ্ধি; কাটা-কাটা: incisive criticism. incisively (adverb) তীক্ষ্ণভাবে ইত্যাদি।
- English Word incisor Bengali definition [ইন্সাইজা(র্)] (noun) (মানুষের ক্ষেত্রে) উপরের ও নিচের মাড়িতে চারটি করে মোট আটটি ধারালো দাঁতের যেকোনো একটি; ছেদকদন্ত।
- English Word incite Bengali definition [ইন্সাইট্] (verb transitive) incite somebody (to something/to do something) প্ররোচিত/উত্তেজিত করা; খ্যাপানো; উস্কানি দেওয়া; উদ্দীপ্ত করা: He was found guilty of inciting his comrades to rebel against the government.
- English Word incivility Bengali definition [ইন্সিভিলাটি] (noun) (আনুষ্ঠানিক) [uncountable noun] অশিষ্টতা; অসভ্যতা; অভব্যতা; [countable noun] (plural incivilities) অশিষ্ট কার্যকলাপ, মন্তব্য ইত্যাদি।
- English Word inclement Bengali definition [ইনক্লেমান্ট্] (adjective) (আনুষ্ঠানিক) (আবহাওয়া বা জলবায়ু সম্বন্ধে) কঠোর, রুক্ষ, নির্মম; ঠাণ্ডা ও ঝোড়ো। inclemency [ইনক্লেমান্সি] (noun) [uncountable noun] কঠোরতা; রুক্ষতা; নির্মমতা।
- English Word inclination Bengali definition [ইন্ক্লিনেইশ্ন্] (noun) (১) [countable noun] নতি; আনতি; নম্রতা; ঢাল; উৎসঙ্গ: an inclination of the head, শিরঃপ্রণতি; মস্তক-আনমন; an inclination of the body, সম্মুখে আনমন। (২) [countable noun, uncountable noun] inclination (to something/to do something) প্রবণতা; ঝোঁক; প্রবৃত্তি; ইচ্ছা-অভিলাষ; আকাঙ্ক্ষা: She is not free to follow her own inclinations, even in the matter of marriage.
- English Word incline 1 Bengali definition [ইন্ক্লাইন্] (verb transitive), (verb intransitive) (১) নত/আনত/অবনত হওয়া বা করা; বাঁকা বা বাঁকানো; ঝোঁকা বা ঝোঁকানো; নোয়া বা নোয়ানো; incline head in prayer. (২) (সাহিত্যিক) বিনিয়ত করা; প্রবর্তিত/প্রবত্ত করা; প্রবৃত্তি দেওয়া। (৩) (সাধারণত passive) মনকে কোনো বিশেষ দিকে পরিচালিত করা; কারো মনে প্রবৃত্তি; প্রবণতা বা ইচ্ছা উদ্রেক করা; প্রবৃত্ত করা; Do you feel inclined to witness the match? তাগিদ বোধ করছেন কি? inclined to be lazy, আলস্য প্রবণ; I am inclined to believe that he is dilly-dallying on purpose, বিশ্বাস করতে ইচ্ছে হচ্ছে। (৪) প্রবণ/ইচ্ছুক হওয়া: I incline to believe his words. incline to/towards something শারীরিক ও মানসিক প্রবণতা থাকা: He inclines towards atheism.
- English Word incline 2 Bengali definition [ইনক্লাইন্] (noun) ঢাল; উৎরাই: descend a steep incline. gradient.