H পৃষ্ঠা ৭
- English Word harlequin Bengali definition [হা:লিক্যুইন্] (noun) ইতালীয় কমেডিতে আবির্ভূত চরিত্র; নাচগান ভাঁড়ামিপূর্ণ ইংরেজি নাটকবিশেষের (pantomime) মূকচরিত্র; মুখোশ ও বিচিত্রবর্ণ পোশাক পরিহিত এই চরিত্রটি অত্যন্ত প্রাণবন্ত ও কৌতুকময়; এর থেকে, কৌতুকপ্রিয় ব্যক্তি; সং; ভাঁড়। harlequinade [হা:লিক্যুইনেইড্] (noun) উল্লিখিত ইংরেজি নাটকবিশেষের যে অংশে এই চরিত্রটি প্রধান ভূমিকা পালন করে।
- English Word harlot Bengali definition [হা:লাট্] (noun) (প্রাচীন প্রয়োগ বা গালি হিসেবে) বেশ্যা।
- English Word harm Bengali definition [হা:ম্] (noun) [uncountable noun] ক্ষতি; আঘাত: She meant no harm. কারো কোনো ক্ষতি করতে বা কারো অনুভূতিতে আঘাত করতে চায়নি। do somebody harm কারো ক্ষতি করা। out of harm’s way নিরাপদ স্থানে। □ (verb transitive) ক্ষতি করা: It won’t harm you. harmful [হা:ম্ফুল্] (adjective) ক্ষতিকর। Harmfully [হা:ম্ফালি্] (adverb) harmless (adjective) (১) ক্ষতি করে না এমন: harmless snakes. (২) নির্দোষ; নিরীহ: Quite a few harmless men were wounded in yesterday‘s rioting. harmlessly (adverb)
- English Word harmattan Bengali definition [হা:মাট্যান্] (noun) পশ্চিম আফ্রিকায় ডিসেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত প্রবাহিত শুকনো হিমেল উত্তুরে বাতাস।
- English Word harmonic Bengali definition [হা:মনিক্] (noun) (সংগীত) একসুরে বাঁধা ধ্বনি; ঐকতান।
- English Word harmonica Bengali definition [হা:মনিকা] (noun) বাদ্যযন্ত্রবিশেষের নাম; মাউথঅরগ্যান।
- English Word harmonious Bengali definition [হা:মোউনিআস্] (Adjective) (১) সুদৃশ্যভাবে সাজানো: a harmonious group of trees. (২) মিলবিশিষ্ট; বৈরিতামুক্ত: harmonious neighbours. (৩) শ্রুতিমধুর; সুরেলা। harmoniously (adverb)
- English Word harmonium Bengali definition [হা:মউনিআম্] (noun) বাদ্যযন্ত্রবিশেষ; হারমোনিয়াম।
- English Word harmonize, harmonise Bengali definition [হা:মানাইজ্] (verb transitive), (verb intransitive) (১) harmonize (with) সমন্বয়সাধন করা; সাদৃশ্যবিধান করা; (সংগীত) ঐকতান সৃষ্টি করা। (২) harmonize (with) মিল পড়া; খাপ খাওয়া: The colours harmonize well with each other. harmonization, harmonisation [হা:মানাইজে্ইশ্ন্] America(n) হা:মানিজে্ইশ্ন্] (noun)
- English Word harmony Bengali definition [হা:মানি] (noun) (১) [uncountable noun] (অনুভূতি, স্বার্থ, মতামত ইত্যাদির) সাদৃশ্য; মিল: There is a painful lack of harmony in national politics today. be in harmony (with) মিল পড়া; খাপ খাওয়া: Your suggestions are not in harmony with the aims of this projects. (২) [countable noun, uncountable noun] সংগতি; প্রীতিকর সংমিশ্রণ; এরূপ সংগতি বা সংমিশ্রণের দৃষ্টান্ত: the harmony of colour in nature. (৩) [countable noun, uncountable noun] (সংগীত) ঐকতান।
- English Word harness Bengali definition [হা:নিস্] (noun) (collective singular) ঘোড়াকে গাড়ির সঙ্গে জুড়ে দেওয়ার ও তাকে নিয়ন্ত্রণ করার যাবতীয় সরঞ্জাম। in harness (লাক্ষণিক) নিত্যকর্মে রত। die in harness কর্মরত অবস্থায় মারা যাওয়া (অবসরপ্রাপ্ত অবস্থায় নয়)। work/ run in double harness সহযোগী বা স্বামী বা স্ত্রীর সঙ্গে কাজ করা। □ (verb transitive) (১) ঘোড়াকে সাজ পরানো। (২) (বিশেষত বিদ্যুৎ) শক্তি উৎপাদনের জন্য (নদী, জলপ্রপাত ইত্যাদি) ব্যবহার করা।
- English Word harp Bengali definition [হা:প্] (noun) বাদ্যযন্ত্রবিশেষ। □ (verb intransitive) (১) এই বাদ্যযন্ত্র বাজানো। (২) বারবার একই কথা বলা; প্যানপ্যান করা: harp on somebody’s faults. harper, harpist (noun(s)) হার্পবাদক।
- English Word harpoon Bengali definition [হা:পূন্] (noun) তিমি ও অন্যান্য বড় সামুদ্রিক প্রাণী শিকারের জন্য এক জাতের দড়ি-বাঁধা বর্শা; হারপুন। □ (verb transitive) হারপুন দিয়ে বিদ্ধ করা।
- English Word harpsichord Bengali definition [হা:প্সিকোড্] (noun) ষোড়শ থেকে অষ্টাদশ শতক পর্যন্ত ব্যবহৃত পিয়ানোসদৃশ বাদ্যযন্ত্র।
- English Word harpy Bengali definition [হা:পি] (noun) (১) (গ্রিকপুরাণ) নিষ্ঠুর দানবীবিশেষ; যার মুখমণ্ডল নারীর মতো ও দেহের বাকি অংশ পাখির মতো ধারালো নখ ও ডানাসংবলিত। (২) অত্যন্ত নিষ্ঠুর; লোভী; নির্দয় নারী।
- English Word harridan Bengali definition [হ্যারিডান্] (noun) জীর্ণদেহ খিটখিটে বৃদ্ধা।
- English Word harrier Bengali definition [হ্যারিআ(র্)] (noun) (১) খরগোশ শিকারে ব্যবহৃত শিকারি কুকুর; (plural) শিকারিদের সঙ্গে যাওয়া এরকম শিকারি কুকুরের দল। (২) মেঠো দৌড়বিদ।
- English Word harrow Bengali definition [হ্যারোউ] (noun) জমিতে দেওয়ার মই। □(verb transitive) (জমিতে) মই দেওয়া; (লাক্ষণিক) মর্ম বিদীর্ণ করা: a harrowing tale of misfortunes.
- English Word harry Bengali definition [হ্যারি] (verb transitive) (১) বিধ্বস্ত করা ও লুণ্ঠন করা; ঘনঘন আক্রমণ করা। (২) হয়রান বা নাকাল করা: Money lenders are haring their debtors.
- English Word harsh Bengali definition [হা:শ্] (adjective) (১) রূঢ়; কর্কশ: a harsh voice. (২) কঠোর; নিষ্ঠুর: a harsh judgement. harshly (adverb) harshness (noun)