H পৃষ্ঠা ১৭
- English Word hernia Bengali definition [হানিআ] (noun) [uncountable noun, countable noun] ভঙ্গ বা স্কোটর, বিশেষত উদরের মাংসল দেওয়ালের কোনো দুর্বল অংশের ভিতর দিয়ে অন্ত্রের অংশবিশেষ প্রসারিত হওয়ার ফলে সৃষ্ট ভঙ্গ; অন্ত্রবৃদ্ধি; রোগবিশেষ।
- English Word hero Bengali definition [হিআরোউ] (noun) (plural heroes [হিআরোউজ্]) (১) বীর; বীরপুরুষ; শূর। (২) (সাহিত্যে) নায়ক। heroine [হেরোউইন্] (noun) বীরাঙ্গনা; নায়িকা। heroism [হেরোউইজাম্] (noun) [uncountable noun] বীরত্ব; শৌর্য; বীর্য; বিক্রম; পরাক্রম।
- English Word heroic Bengali definition [হেরোউইক্] (adjective) বীরোচিত; বীরত্বপূর্ণ; পরাক্রান্ত; সাহসিক: heroic deeds/tasks; use heroic remedies, ঝুঁকিপূর্ণ হলেও ব্যবহার করে দেখার যোগ্য; দুঃসাহসী প্রতিকার। (২) প্রমাণসই আকারের চেয়ে বড়; সুবিশাল: a statue of heroic size/on a heroic scale. (৩) বীরগাথাবিষয়ক। heroic verse পরপর দুই চরণের মিলযুক্ত দশটি অক্ষর ও পাঁচটি শ্বাসাঘাতসংবলিত পদ্যবিশেষ; বীরবৃত্ত। (৪) (ভাষা) ওজস্বী; ওজোগুণান্বিত; মহাকাব্যিক। heroics (noun) (plural ) তেজোদ্দীপ্ত ভাষণ বা ভাবোচ্ছ্বাস। heroically [হেরোউইক্লি] (adverb) সবিক্রম; বীরোচিতভাবে।
- English Word heroin Bengali definition [হেরোউইন্] (noun) [uncountable noun] আফিমের নির্যাস থেকে প্রস্তুত মাদকদ্রব্যবিশেষ, যা চিকিৎসার প্রয়োজনে নিদ্রাকর্ষণ বা বেদনা উপশমের জন্য ব্যবহৃত হয়, কিংবা নেশার জন্য মাদকাসক্তরা ব্যবহার করে; হেরোইন।
- English Word heron Bengali definition [হেরান্] (noun) সারসজাতীয় পাখিবিশেষ।
- English Word herpes Bengali definition [হাপীজ্] (noun) [uncountable noun] (চিকিৎসাশাস্ত্র) ভাইরাসজনিত চর্মরোগবিশেষ; বিসর্প। genital herpes (noun) যৌন সংসর্গের দ্বারা সংক্রামিত ভাইরাসঘটিত রোগ, এতে জননেন্দ্রিয়কে ঘিরে অত্যন্ত পীড়াদায়ক স্ফোটক উদ্গত হয়। herpes zoster (noun) =shingles, ঘুনশি ঘা।
- English Word Herr Bengali definition [হেআ(র্)] (noun) (plural Herren [ হেরান্]) জার্মান ভদ্রলোক, Mr. এর তুল্যমূল্য; হের্।
- English Word herring Bengali definition [হেরিঙ্] (noun) (plural প্রায়ই অপরিবর্তিত থাকে) সামুদ্রিক মৎস্যবিশেষ; এরা বিশাল ঝাঁক বেঁধে বিচরণ করে; হেরিং। herringbone (noun) [uncountable noun] সেলাই, কাপড়ের বাহারি কাজ ইত্যাদিতে ব্যবহৃত (হেরিং মাছের পৃষ্ঠাস্থি ও কাঁটার মতো) নকশা। redherring, দ্রষ্টব্যred (৩).
- English Word hers Bengali definition [হাজ্] দ্রষ্টব্য her.
- English Word herself Bengali definition [হাসেল্ফ্; দুর্বল রূপ: আসেল্ফ্] স্ত্রীবাচক (reflexive emphatic pronoun) (১) (reflexive) নিজে; নিজেকে; নিজের; স্বয়ং; She hurt herself, সে/তিনি (নিজে) ব্যথা পেয়েছে (ন); She felt proud of herself, নিজের সম্বন্ধে গর্ববোধ করল। (all) by herself (ক) একাকী। (খ) কারো সাহায্য ছাড়া: She did by herself, নিজ চেষ্টায়/একলা করেছে। (২) (emphatic) নিজে; নিজেই; স্বয়ং: She herself came to see me. (৩) She’s not quite herself today, পুরোপুরি সুস্থ/প্রকৃতিস্থ নয়; She has come to herself, এখন প্রকৃতিস্থ হয়েছে। (তুলনীয় She has come to, তার জ্ঞান ফিরেছে)।
- English Word hertz Bengali definition [হা:ট্স্] (noun) (প্রতীক Hz) পৌনঃপুন্যের একক- প্রতি সেকেন্ডে এক চক্রের সমান; হার্ৎস।
- English Word hertzian Bengali definition [হাট্সিআন্] (adjective) hertzian waves বিদ্যুৎচুম্বক তরঙ্গ, যা বেতারবার্তা প্রেরণে ব্যবহৃত হয়; হার্জীয় তরঙ্গ।
- English Word hesitant Bengali definition [হেজিটান্ট্] (adjective) দ্বিধান্বিত; চলচিত্ত; দ্বিধাগ্রস্ত; দোলায়মানচিত্ত। hesitantly (adverb) দ্বিধার সঙ্গে; দোলায়মানচিত্তে। hesitance [হেজিটান্স্], hesitancy [হেজিটান্সি] (noun(s)) [uncountable noun] (আনুষ্ঠানিক) দ্বিধা; সংশয়; চলচিত্ততা; দোলায়মানচিত্ততা।
- English Word hesitate Bengali definition [হেজিটেইট্] (verb intransitive) দ্বিধা/ইতস্তত করা। hesitatingly (adverb) দ্বিধার সঙ্গে; দ্বিধান্বিতভাবে।
- English Word hesitation Bengali definition [হেজিটেইশ্ন্] (noun) [uncountable noun, countable noun] দ্বিধা; চলচিত্ততা।
- English Word hessian Bengali definition [হেসিআন্ America(n) হেশ্ন্] (noun) [uncountable noun] শণ বা পাটের মোটা মজবুত কাপড়; চট।
- English Word het-up Bengali definition [হেট্আপ্] (adjective) উত্তেজিত; উদ্বেজিত।
- English Word heterodox Bengali definition [হেটারাডক্স্] (adjective) (বিশেষত ধর্মে) প্রচলিত মত থেকে আলাদা মতালম্বী; ভিন্নমতালম্বী; বৈধর্মিক। heterodoxy [হেটারাডক্সি] (noun) [countable noun] ভিন্নমতালম্বন; বিধর্ম।
- English Word heterogeneous Bengali definition [হেটারাজীনিআস্] (adjective) বিভিন্ন উপাদানে গঠিত; অসমসত্ত; বিষমসত্ত; বিষমজাতীয়: the heterogeneous population of the USA. দ্রষ্টব্যhomogeneous. heterogeneity [হেটারাজীনেইটি] (noun) অসমসত্বতা; বিষমজাতীয়তা।
- English Word heterosexual Bengali definition [হেটারাসেকশুআল্] (adjective) বিপরীতলিঙ্গ ব্যক্তির প্রতি আসক্ত; বিষমকামী; বিষমগামী। □ (noun) বিষমকামী ব্যক্তি। heterosexuality [হেটারাসেক্শুঅ্যালাটি] (noun) [uncountable noun] বিষমকাম; বিষমকামিতা; বিষমগমন; বিষমগামিতা।