G পৃষ্ঠা ২৩
- English Word gossamer Bengali definition [গসামা(র্)] (noun) (১) [countable noun, uncountable noun] মাকড়সার সুতা বা জাল। (২) [uncountable noun] (মাকড়সার সুতার মতো) নরম, হালকা, মিহি পদার্থ: as light as gossamer.
- English Word gossip Bengali definition [গসিপ্] (noun) (১) [uncountable noun] পরচর্চা; রটনা: fond of gossip. (২) [uncountable noun] চুটকি রচনা: the gossip column, (সংবাদপত্রের) চুটকির পাতা। (৩) [countable noun] চুটকি; খোশগল্প: good gossip with someone. (৪) [countable noun] খোশগল্পপ্রিয় বা পরচর্চাকারী ব্যক্তি; She is an old gossip. □ (verb intransitive) পরচর্চা করা; খোশগল্প করা; চুটকি রচনা করা।
- English Word got Bengali definition [গট্] get-এর past tense, past participle
- English Word Gothic Bengali definition [গথিক্] (adjective) (১) দ্বাদশ থেকে ষোড়শ শতাব্দী পর্যন্ত পশ্চিম ইউরোপে প্রচলিত স্থাপত্যরীতির অন্তর্গত। (২) অষ্টাদশ শতকের ভৌতিক রোমান্টিক সাহিত্যরীতির অন্তর্গত: a Gothic novel. (৩) (মুদ্রাক্ষর) মোটা বা ভারী। □ (noun) গথিক স্থাপত্য; গথিক মুদ্রাক্ষর।
- English Word gotta Bengali definition [গটা] (America(n)-এ) =have got to.
- English Word gotten Bengali definition (America(n)-এ) get-এর past participle
- English Word gouache Bengali definition [গুআ:শ্] (noun) [uncountable noun] চিত্রকর্মে ব্যবহৃত জল রংবিশেষ; এই রং ব্যবহার করা চিত্ররীতি।
- English Word gouge Bengali definition [গোউজ্] (noun) এক ধরনের বাটালি। □ (verb transitive) gouge (out) বাটালি দিয়ে কাটা; বাটালি দিয়ে তৈরি করা; বাটালি দিয়ে বের করে আনা: gouge out the stone from a horseshoe.
- English Word gourd Bengali definition [গুআড্] (noun) লাউ, লাউগাছ, লাউয়ের শুকনা খোলস দিয়ে তৈরি পাত্র।
- English Word gourmand Bengali definition [গুআমান্ড্] (noun) ভোজনবিলাসী ব্যক্তি।
- English Word gourmet Bengali definition [গুআমেই] (noun) পান ও ভোজনরসিক ব্যক্তি।
- English Word gout Bengali definition [গোউট্] (noun) [uncountable noun] গেঁটেবাত। gouty (adjective) গেঁটেবাতগ্রস্ত।
- English Word govern Bengali definition [গাভন্] (verb transitive), (verb intransitive) (১) (দেশ ইত্যাদি) শাসন করা; পরিচালনা করা: The country is governed by elected representatives of the people. (২) নিয়ন্ত্রণ করা; সংযত করা: Try to govern your passions. (৩) (সাধারণত passive) নির্ধারণ করা; প্রভাবিত করা: He is too easily governed by the opinions of his friends. (৪) (ব্যাকরণ) কারক নির্ণয় করা। governing (adjective) নিয়ন্ত্রণ বা পরিচালনার ক্ষমতা বা কর্তৃত্বের অধিকারী; নির্ধারক: The governing body of a school.
- English Word governance Bengali definition [গাভানান্স্] (noun) [uncountable noun] (আনুষ্ঠানিক) শাসন বা পরিচালনা প্রক্রিয়া; শাসন পদ্ধতি; কর্তৃত্ব; নিয়ন্ত্রণ।
- English Word governess Bengali definition [গাভানিস্] (noun) গৃহশিক্ষিকা।
- English Word government Bengali definition [গাভান্মান্টস্] (noun) (১) [uncountable noun] শাসন; শাসনক্ষমতা। (২) [uncountable noun] শাসনপদ্ধতি। (৩) শাসকবর্ণ; সরকার: The government is keen to improve relations with our neighbours. Government house (প্রাদেশিক) গভর্নরের সরকারি বাসভবন। Government securities সরকারি ঋণপত্র। governmental [গাভন্মেন্ট্ল্] (adjective) সরকারি; শাসনসংক্রান্ত।
- English Word governor Bengali definition [গাভানা(র্)] (noun) (১) Governor প্রদেশের বা উপনিবেশের বা (America(n)) রাজ্যের প্রশাসক, রাজ্যপাল: The Governor of Bengal. Governor-General (noun) (ব্রিটিশ কমনওয়েলথে) রাজা বা রানির প্রতিনিধি। (২) কোনো প্রতিষ্ঠানের পরিচালকমণ্ডলীর সদস্য। (৩) (কথ্য) সর্দার; মালিক; মনিব; পিতা। (৪) যন্ত্রের গতিনিয়ন্ত্রক অংশ বা রেগুলেটার।
- English Word gown Bengali definition [গাউন্] (noun) (১) মহিলাদের পোশাকবিশেষ; গাউন: a night-gown. (২) বিশ্ববিদ্যালয় সদস্য, বিচারক ইত্যাদির পরিহিত আলখাল্লাবিশেষ।
- English Word grab Bengali definition [গ্র্যাব্] (verb transitive), (verb intransitive) grab (at) খপ করে ধরা; আঁকড়ে ধরা; কেড়ে বা ছিনিয়ে নেওয়া: He grabbed the boy by the shoulder; grab at an opportunity,□ (noun) [countable noun] (১) খপ করে ধরা; আঁকড়ে ধরা; কেড়ে নেওয়া: make a grab at something. (২) কোনো বস্তু টেনে তোলার বা স্থানান্তর করার কলবিশেষ। grabber (noun) যে ব্যক্তি (কোনো কিছু) কেড়ে নেয়; অর্থলিপ্সু ব্যক্তি।
- English Word grace Bengali definition [গ্রেইস্] (noun) (১) [uncountable noun, countable noun] গড়নে স্বাভাবিক সৌষ্ঠব; চলনে সাবলীলতা: She walks with grace. (২) [countable noun] (সাধারণত plural) প্রশংসনীয় গুণ; আচরণগত পরিমার্জনা। airs and graces লোকের দৃষ্টি আকর্ষণের উদ্দেশ্যে চর্চা করা বাচন ও আচরণভঙ্গি। (৩) [uncountable noun] অনুগ্রহ; শুভেচ্ছা। an act of grace দয়ার দান। days of grace পাওনা পরিশোধের জন্য নির্ধারিত দিনের পরে দেওয়া সময়। give somebody a day’s/week’s, etc grace be in somebody’s good graces কারো অনুগ্রহ বা আনুকূল্য ভোগ করা। (৪) [uncountable noun] have the grace to do something কোনো কিছুর যথার্থতা হৃদয়ঙ্গম করা ও তা সম্পাদন করা: He had the grace to allow me a share in the money. do something with a good/bad grace কোনো কিছু ইচ্ছায়/অনিচ্ছায় করা। (৫) [uncountable noun, countable noun] খাবার আগে বা পরে আল্লাহর শুকুর আদায় করা; খাবার আগে বা পরে (ঈশ্বরকে নিবেদিত) প্রশংসাজ্ঞাপক সংক্ষিপ্ত প্রার্থনা: say (a) grace. (৬) [uncountable noun] ঐশ্বরিক করুণা, এর প্রভাব ও পরিণতি। in a state of grace ঐশ্বরিক করুণায় সঞ্জীবিত হওয়া; ক্ষমতাপ্রাপ্ত হওয়া; (ধর্মে) দীক্ষাপ্রাপ্ত হওয়া। fall from grace (ঈশ্বরের) করুণাচ্যুত হওয়া; শাপভ্রষ্ট বা নীতিভ্রস্ট হওয়া। (৭) আর্চবিশপ, ডিউক বা ডাচেজ প্রভৃতিকে সম্বোধনের আখ্যাবিশেষ: His/Her/Your grace. (৮) the Graces (গ্রিকপুরাণ) সুখ ও সৌন্দর্যদায়িনী তিন দেবী-ভগিনী। □ (verb transitive) শোভা বাড়ানো; সম্মান বা মর্যাদা প্রদান করা; অলংকৃত করা বা অলংকৃত হওয়া: The function was graced by the presence of the Prime Minister.