G পৃষ্ঠা ২০
- English Word gobbledygook Bengali definition [গব্ল্ডিগূক্] (noun) [uncountable noun] অর্থহীন লম্বা চওড়া কথা; বাগাড়ম্বর; বিশেষজ্ঞের ব্যবহৃত দুর্বোধ্য বা চটকদার ভাষা।
- English Word gobbler Bengali definition [গব্লা(র্)] (noun) (America(n)) বড় মোরগবিশেষ।
- English Word goblet Bengali definition [গব্লিট্] (noun) হাতলছাড়া পানপাত্রবিশেষ।
- English Word goblin Bengali definition [গব্লিন্] (noun) অপদেবতা; কদাকার ভূত।
- English Word god Bengali definition [গড্] (noun) (১) দেবতা; উপাস্য বিগ্রহ: the blind god (অথবা god of love), কামদেব (Cupid/কিউপিড্); the god of the sea, সমুদ্রদেবতা (Neptune/নেপ্টিউন) a feast/sight for the gods অসাধারণ বা অপরূপ কোনো কিছু। (২) God আল্লাহ্; বিশ্বব্রহ্মাণ্ডের স্রষ্টা; পরমেশ্বর। God (almighty)! Good God! (interjection) (কথ্য) আকস্মিক বেদনা; বিস্ময়; আঘাত ইত্যাদি সূচক উক্তি। God willing পরিস্থিতি অনুকূল থাকলে; খোদা চাহে তো। God knows =goodness knows, দ্রষ্টব্যgoodness (৩). (৩) প্রগাঢ় ভক্তি ও শ্রদ্ধার পাত্র, অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি; যে বস্তুর প্রতি অতিরিক্ত মনোযোগ দেওয়া হয়: make a god of one’s money, টাকাপয়সা নিয়ে অতিরিক্ত ভাবা। a (little) tin god যে ব্যক্তি (কর্মকর্তা) মাত্রাতিরিক্ত সমীহ দাবি করে। (৪) (নাট্যজগৎ) the gods গ্যালারির আসন (এতে উপবিষ্ট দর্শকবৃন্দ)। (৫) (যৌগশব্দ) godchild, goddaughter, godson (noun(s)) ধর্মসন্তান; ধর্মকন্যা; ধর্মপুত্র। goddamn(ed); (America(n)) goddam [গ্যাম্] (adjective), (adverb) (নিষেধ) (অপশব্দ intensive) অত্যন্ত; খুব; যারপর নেই। godfather, godmother, godparent (noun(s)) ধর্মপিতা; ধর্মমাতা; ধর্মপিতা বা ধর্মমাতা। godfearing (adjective) ধর্মভীরু। godforsaken (adjective) (স্থান) হতচ্ছাড়া; গুমোট; নিরানন্দ; নিষ্করণ। God’s acre (noun) (প্রাচীন প্রয়োগ) গির্জাপ্রাঙ্গণ। godsend [গড্সেন্ড্] (noun) দৈববর; প্রয়োজনের মুহূর্তে লগ্ন; পরমোপকারী বস্তু। godspeed (noun) bid/wish somebody god speed যাত্রা শুভ হোক-এই কামনা করা।
- English Word goddess Bengali definition [গডিস্] (noun) দেবী।
- English Word godhead Bengali definition [গড্হেড্] (noun) [uncountable noun] পরমেশ্বরত্ব বা দেবত্ব, স্বর্গীয় প্রকৃতি। the Godhead পরমেশ্বর; আল্লাহ্-তা আলা।
- English Word godless Bengali definition [গড্লিস্] (adjective) অধার্মিক; নাস্তিক। godlessness (noun)
- English Word godlike Bengali definition [গড্লাইক্] (adjective) ঈশ্বরতুল্য; দেবোপম।
- English Word godly Bengali definition [গড্লি] (adjective) ঈশ্বরপ্রেমী; গভীরভাবে ধার্মিক। godliness (noun)
- English Word godown Bengali definition [গোউডাউন্] (noun) (প্রাচ্যে) যেখানে পণ্যসামগ্রী ও অন্যান্য দ্রব্য মজুদ রাখা হয়; গুদাম। =a warehouse.
- English Word goggle Bengali definition [গগ্ল্] (verb intransitive) goggle (at) চোখপাকানো; বিস্ফোরিত চোখে তাকিয়ে থাকা: She goggled at him in surprise. goggle-box (noun) (কথ্য) টেলিভিশন যন্ত্র। goggle-eyed (adjective) আয়তচোখবিশিষ্ট।
- English Word goggles Bengali definition [গগ্ল্জ] (noun) ধুলাবালি ইত্যাদি থেকে চোখ রক্ষা করতে বড় গোল চশমাবিশেষ।
- English Word going Bengali definition [গোউইঙ্] (noun) (go 1 শিরোনামে দ্রবষ্টব্য) (১) [uncountable noun] হাঁটা-লার জন্য পথঘাট ইত্যাদির অবস্থা: The going is soft across this dry river-bed. (২) [uncountable noun] কাজের গতি বা পদ্ধতি; ভ্রমণের গতি বা পদ্ধতি: 50 miles an hour in this old car is good going. (৩) (সাধারণত plural) comings and goings (আক্ষরিক অর্থ বা লাক্ষণিক) আগমন; নির্গমন; আনাগোনা: the comings and goings in the corridors of power, রাজা আসে রাজা যায়। while the going is good বাধাদানের পূর্বে কোনো কাজ করা: Let’s go out while the going is good.
- English Word goiter Bengali definition (America(n) = goiter) [গয়টা(র্)] (noun) গলগণ্ড; ঘ্যাগ।
- English Word gold Bengali definition [গোউল্ড্] (noun) [uncountable noun] (১) স্বর্ণ; সোনা। worth one’s weight in gold অমূল্য; অপরিহার্য। (২) মোটা অঙ্কের টাকা; জনসম্পদ। (৩) (লাক্ষণিক) উজ্জ্বল বা অতিমূল্যবান বস্তু; অনন্য গুণ: a heart of gold. (8) সোনালি রং: the gold of the setting sun. (৫) (যৌগশব্দ) gold-beater (noun) যে ব্যক্তি সোনার পাত তৈরি করে। gold-digger (noun) যে ব্যক্তি সোনার সন্ধানে মাটি খোঁড়ে; স্বর্ণসন্ধানী (অপশব্দ) যে নারী পুরুষের কাছ থেকে টাকা আদায়ের জন্য তার রূপ-লাবণ্য ব্যবহার করে। gold-dust (noun) স্বর্ণরেণু। goldfield (noun) স্বর্ণখনি-অঞ্চল। goldfinch (noun) উজ্জ্বল রং ও সোনালি পাখার গায়ক পাখি। goldfish (noun) সোনালি মাছবিশেষ। gold-foil, gold-leaf (noun) [uncountable noun] সোনারপাত। goldmine (noun) সোনার খনি; (লাক্ষণিক) সম্পদের উৎস। gold-plate (noun) [uncountable noun] সোনার বাসনকোসন। gold-rush (noun) সদ্য আবিষ্কৃত সোনার খনির দিকে যৎপরোনাস্তি ছুটে-যাওয়া। goldsmith (noun) স্বর্ণাকার; স্যাকরা। goldstandard দ্রষ্টব্যstandard.
- English Word golden Bengali definition [গোউলডান্] (adjective) (১) স্বর্ণনির্মিত; দামে বা বর্ণে সোনার মাতা; সোনালি; gold hair. (২) অত্যন্ত মূল্যবান; দামি; চমৎকার; গুরুত্বপূর্ণ: a gold opportunity. the goldage (গ্রিক কথ্য-কাহিনিতে) ইতিহাসের সর্বপ্রথম ও সবচেয়ে সুখী অধ্যায়; কোনো জাতির ইতিহাসে শিল্প-সাহিত্যের সবচেয়ে সমৃদ্ধ যুগ; স্বর্ণযুগ। goldhandshake (noun) (ভালো কাজের স্বীকৃতিস্বরূপ) কোনো কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তার অবসরগ্রহণকালে প্রদত্ত মোটা অঙ্কের টাকা। the goldmean মধ্যপন্থা। the gold rule যেকোনো গুরুত্বপূর্ণ আচরণবিধি (বিশেষ খ্রিস্টীয় ধর্মগুরু ম্যাথুসের ৭:১২ সংখ্যক বাণী: Treat others as you would like then to treat you) goldwedding পঞ্চাশতম বিবাহবার্ষিকী।
- English Word golf Bengali definition [গল্ফ] (noun) [uncountable noun] গলফ খেলা। golf-ball (noun) গলফ খেলার বল। golf-club (noun) গলফ খেলার লাঠি। golf-course/links (noun) গলফ খেলার মাঠ। □ (verb intransitive) গলফ খেলা। golfer (noun) গলফ খেলোয়াড়।
- English Word Goliath Bengali definition [গালাইআথ্] (noun) দৈত্য।
- English Word golliwog Bengali definition [গলিওঅগ্] (noun) ঘন খাড়া চুলের কালো পুতুল।