G পৃষ্ঠা ২১
- English Word golly Bengali definition [গলি] (interjection) (অপশব্দ) বিস্ময়সূচক শব্দ।
- English Word golosh Bengali definition (noun) দ্রষ্টব্য galosh.
- English Word gondola Bengali definition [গনডালা] (noun) ভেনিস শহরের খালে ব্যবহার করা লম্বা সরু নৌকাবিশেষ। gondolier [গনডালিআ(র্)] (noun) উক্ত নৌকার মাঝি।
- English Word gone Bengali definition [গন্ America(n) গ্যন্] go-এর past participle
- English Word goner Bengali definition [গনা(র্) America(n) গ্যন্] (noun) (অপশব্দ) ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা বস্তু।
- English Word gong Bengali definition [গঙ্] (noun) ধাতুনির্মিত চাকতি আকারের ঘণ্টা।
- English Word gonna Bengali definition [গনা] (America(n) অপশব্দ) =going to. দ্রষ্টব্য go 1
- English Word gonorrhea Bengali definition (অপিচ gonorrhoea) [গনারিআ] (noun) [uncountable noun] যৌনব্যাধিবিশেষ; গনোরিয়া।
- English Word goo Bengali definition [গূ] (noun) [uncountable noun] (অপশব্দ) থলথলে আঠালো বস্তু; ভাবপ্রবণতা। gooey [গূয়ি] (adjective) আঠালো।
- English Word good 1 Bengali definition [গুড্] (adjective) (১) ভালো; তুষ্টিকর: a good weather; a good car. (২) উপকারী; কল্যাণকর; স্বাস্থ্যকর: Milk is good for children. It is good to walk in the open air. (৩) দক্ষ; যোগ্য: a good teacher; good at diving. (৪) সুখকর; মনোরম; সুবিধাজনক: good news. It’s good to be back among childhood friends. It’s always good to have an extra bit of money on you when you are travelling. have a good time উপভোগ করা। এই অর্থে। good-time girl (কথ্য) ভোগবিলাসী মেয়ে! (all) in good time যথাসময়ে। be a good thing অনুমোদনযোগ্য হওয়া: I don’t think a lower voting age would be a good thing. be a good thing that... বরাত ভালো হওয়া: It was a good thing that I didn’t take him on trust, বরাত ভালো যে তার মুখের কথায় বিশ্বাস করিনি। have a good/bad night ভালো ঘুম হওয়া/না-হওয়া। put in/say a good word for somebody কারো অনুকূলে কিছু বলা; কারো জন্য দুটি ভালো কথা বলা। start/arrive/leave in good time সকাল-সকাল শুরু করা/ পৌঁছানো/পরিত্যাগ করা। (৫) দয়ালু; পরোপকারী: It’s good of you to help him. (বিস্ময়, আকস্মিক আঘাত ইত্যাদি সূচক উক্তিতে). Good God!. Good Gracious! ,Good Heavens! হায় আল্লাহ! হায় কপাল! কী সর্বনাশ! ইত্যাদি। (৬) আচ্ছামতো, পুরদস্তুর, পর্যাপ্ত, গভীর যুক্তিসিদ্ধ, গ্রহণযোগ্য: give somebody a good beating; have a good breakfast; find a good excuse. have a good mind (to do something) তীব্র ইচ্ছা অনুভব করা: I have a good mind to turn you out of my office. (৭) সক্ষম; প্রাণোচ্ছ্বল: My grandmother’s eyesight is still good. He was in good spirits. (৮) উপভোগ্য; মজাদার: a good joke. (৯) সজীব; টাটকা; ভোজ্য; নিষ্কলুষ; অমলিন। (১০) নির্ভরযোগ্য; নিরাপদ; নিঃসংশয়: a bicycle with good brakes; good debts, যে ঋণ নিশ্চিতভাবে ফেরত পাওয়া যাবে: He’s a good life, স্বাস্থ্যবান; কাজেই জীবনবিমার জন্য গ্রহণযোগ্য। good for (ক) (উল্লেখিত পরিমাণ অর্থ ইত্যাদি দিয়ে) নিরাপদে বিশ্বাস করা যায় এমন: His Credit is good for Tk 10,000 (খ) (উল্লেখিত পরিমাণ অর্থ ইত্যাদির জন্য) লিখিত চেক, হুণ্ডি ইত্যাদি: good for Tk 7 5 (গ) প্রয়োজনীয় শক্তি, সামর্থ্য, ইচ্ছা প্রভৃতি আছে এমন: He is certainly good for a couple of years’ more service. I am not good for this long and tedious journey. (ঘ) বলবৎ; বৈধ: This passport is good for five years. good-for-nothing (adjective) (noun) অপদার্থ (ব্যক্তি)। (১১) (বিশেষত বালক বা বালিকা) সুশীল; সুবোধ: Be a good boy. as good as gold নির্ঝঞ্ঝাট। (১২) নীতিবান; সৎ: live a good life. goodworks দরিদ্র, অসুস্থ ইত্যাদির সেবায় নিবেদিত কল্যাণকর কাজ। (১৩) ন্যায়; সঠিক; উপযোগী: I thought it good to give him shelter. (সপ্রশংস অনুমোদনজ্ঞাপক interjection হিসেবে) ‘You will put him up for the night? Good !’ ১৪ সম্ভাষণে ব্যবহার্য: Good morning/evening/night. (১৫) ভদ্র (তবে প্রায়ই বিদ্রূপাত্মক, পিঠ-চাপড়ানো বা ক্রুদ্ধ) সম্ভাষণ হিসেবে: my good sir/man/friend; অথবা ভদ্র (তবে প্রায়ই দাক্ষিণ্য-ঘেঁষা) বর্ণনা হিসেবে: How is your good man (অর্থাৎ আপনার স্বামী)? How is the good lady (অর্থাৎ আপনার স্ত্রী)? the good people পরীকুল। (১৬) প্রশংসাজ্ঞাপক রীতি হিসেবে: good men and true; Good old Smith! That’s a good’un [গুড্ন্] (কথ্য) মজার গপ্পো। (১৭) সংখ্যা, পরিমাণ ইত্যাদির দিক থেকে পর্যাপ্ত বা যথেষ্ট: a good deal of money; a good many people, a good few, যথেষ্টসংখ্যক; He has come a good way, যথেষ্ট দূর। (১৮) কম নয়; বেশি বৈ কম নয়: I waited for a good hour, We had to walk a good five miles to get a rickshaw, পাঁচ মাইলের বেশি বৈ কম হবে না। (১৯) as good as বস্তুতপক্ষে; বলতে গেলে; প্রায়; The harvest is as good as over, বলতে গেলে প্রায় শেষ হয়ে গেছে; He as good as said I was a cheat, প্রায় বলেই ফেলেছিল। (২০) make good কোনোকিছুতে সফলকাম হওয়া বা উন্নতি লাভ করা: He went into business and soon made good. make something good (ক) ক্ষতিপূরণ করা: make good a loss. (খ) (উদ্দেশ্য), সাধন করা: make good one’s escape. (গ) অভিযোগ, বক্তব্য বা বিবৃতি ইত্যাদির সত্যতা প্রমাণ করা। (ঘ) মজবুত অবস্থায় নিয়ে আসা: The wall’s cracked; it will have to be made good before you can move into this room. (২১) (phrase ও যৌগশব্দ) good-fellowship (noun) সমাজ বা সঙ্গপ্রিয়তা; মেলামেশা করার যোগ্যতা। goodhumour (noun) খোশমেজাজ। good-humoured (adjective) খুশি, সৌহার্দ্যময়। goodlooks (noun), (plural) সুন্দর চেহারা। good-looking (adjective) (সাধারণত ব্যক্তি) সুদর্শন। goodmoney (ক) সাচ্চা টাকা। (খ) (কথ্য) মোটা বেতন। throw good money after bad হারানো টাকা উদ্ধার করতে গিয়ে টাকা খোয়ানো। good-natured (adjective) দয়ালু; নিঃস্বার্থভাবে পরোপকারী। good-neighbourliness (noun) সৎপ্রতিবেশীসুলভ বা বন্ধুতাপূর্ণ, আচরণ ও সম্পর্ক। goodsense (noun) [uncountable noun] শুভবুদ্ধি, বিচক্ষণতা। good-tempered (adjective) শান্ত প্রকৃতির; ঠাণ্ডা মেজাজের।
- English Word good 2 Bengali definition [গুড্] (noun) [uncountable noun] (১) যা কিছু ভালো, যা কিছু ন্যায়, শুভ বা কল্যাণকর; উপকারী; উপযোগী; লাভজনক ইত্যাদি, যা কিছু দরকারি, মূল্যবান। do good উপকার করা: What’s the point in doing good when there’s nobody to appreciate it? (do something) for the good of কল্যাণের জন্য: to work for the good of one’s country. do somebody good কারো উপকার করা: Take some rest, it will do you good. Much good may it do you, (সাধারণত বিদ্রূপাত্মক অর্থে) এটা থেকে কোনো কিছু তুমি পাবে না। be up to no good অপকর্মে রত হওয়া। be no/not much/any/some good (doing something) কোনো কাজে লাগা/না-লাগা; কোনো মানে থাকা/না-থাকা; It’s no good trying to stop him. What good is it? এটা কী কাজে লাগবে? এর কোনো মানে আছে। (২) for good (and all) চিরদিনের জন্য; একবারে: He left the country for good. (৩) to the good পাকা লাভ হিসেবে: He was Tk 50 to the good, খয়খরচা বাদ দিয়ে ৫০ টাকা লাভ হয়েছে। (৪) (plural, noun হিসেবে adjective) সৎ বা চরিত্রবান ব্যক্তিবৃন্দ: Good and bad alike voted for him.
- English Word goodbye Bengali definition [গুড্বাই] (interjection), (noun) (বিদায়; সম্ভাষণ) বিদায় (বলা): ‘ 1 must say goodbye now’, এখন চলি; আমার যাওয়ার সময় হয়েছে।
- English Word goodish Bengali definition [গুডিশ্] (attributive(ly) adjective) বেশ কিছুটা বড়; বেশ খানিকটা দীর্ঘ ইত্যাদি: The medical centre is a goodish step from here, বেশ খানিকটা দূর।
- English Word goodly Bengali definition [গুড্লি] (adjective) বেশ বড়; বড়সড়: a goodish sum of money, বেশ বড় অঙ্কের টাকা।
- English Word goodness Bengali definition [গুড্নিস্] (noun) [uncountable noun] (২) ভালোত্ব; সদ্গুণ: goodness heart. have the goodness to অনুগ্রহ করে: Have the goodness to return the book in time. (২) শক্তি বা সারাংশ: milk with the goodness taken out. (৩) (বিস্ময়সূচক উক্তিতে) God! -এর পরিবর্তে ব্যবহৃত: Goodness Gracious! Thank goodness! I wish to goodness that...., মনেপ্রাণে চাই যে...। Goodness knows (ক) আমি জানি না। (খ) উপরওয়ালা (আল্লাহ/ভগবান) সাক্ষী: Goodness knows I never touched your money.
- English Word goods Bengali definition [গুডজ্] (noun), (plural) (১) অস্থাবর সম্পত্তি; পণ্যদ্রব্য: leather goods; foreign goods. goods and chattles (আইন সম্বন্ধীয়) (ব্যক্তিবিশেষের) যাবতীয় অস্থাবর সম্পত্তি। (২) রেলবাহিত মালামাল: a goodsstation, যে স্টেশনে মালামাল ওঠানো-নামানো হয়। goodstrain (noun) মালগাড়ি। piece of goods (কথ্য) ব্যক্তি: He’s a crazy little piece of goods,পাগল মাল।
- English Word goodwill Bengali definition [গু্ড্উইল্] (noun) [uncountable noun] (১) বন্ধুত্বের মনোভাব: a policy of goodwill; a goodwill visit. (২) লব্ধপ্রতিষ্ঠ ব্যবসায়ের উত্তরাধিকারী হিসেবে ব্যবসা করার সুযোগ; ব্যবসায়িক সুনাম: The business was sold along with its goodwill.
- English Word goody Bengali definition [গুডি] (noun) (কথ্য) মিঠাই; আকাঙ্ক্ষিত বস্তু।
- English Word goody-goody Bengali definition [গুডি গুডি্] (adjective), (noun) ন্যাকামি।
- English Word gooey Bengali definition [গূয়ি] (adjective) দ্রষ্টব্য goo.