G পৃষ্ঠা ২৪
- English Word graceful Bengali definition [গেইস্ফ্ল্] (adjective) মাধুর্যময়; সাবলীল; মার্জিত: a graceful dancer; a graceful note of thanks. gracefully [গেইস্ফা্লি] (adverb)
- English Word graceless Bengali definition [গ্রেইস্লিস্] (adjective) অশোভন; যথার্থবোধশূন্য: graceful behaviour. gracefully (adverb)
- English Word gracious Bengali definition [গ্রেশাস্] (adjective) (১) (ব্যক্তি ও ব্যক্তিগত আচরণ) সদয়; উদার; ভদ্র; সৌজন্যময়: his gracious Majesty the King. It was gracious of him to return my call. (২) (ঈশ্বর সম্বন্ধে) করুণাময়। (৩) বিস্ময়সূচক উক্তিতে: Good(ness) Gracious! Gracious me! graciously (adverb) graciousness (noun)
- English Word gradation Bengali definition [গ্রাডেইশ্ন্ America(n) গেইডেইশ্ন্] (noun) [countable noun, uncountable noun] বিকাশের ধাপ, পর্যায়, মাত্রা, ত্রুমবিন্যাস বা মাত্রাবিন্যাস, ক্রমান্বিত রূপান্তর বা অস্বাস্থ্যকর: gracious(s) of colour.
- English Word grade 1 Bengali definition [গেইড্] (noun) [countable noun] (১) পদমর্যাদা; গুণাগুণ; মূল্য ইত্যাদির ধাপ, পর্যায় বা মাত্রা; একই জাতীয় বস্তুর সংখ্যা বা শ্রেণি: The rank of joint-secretary is one grade higher than that of deputy-secretary is one grade higher than that of deputy-secretary. Jute is sold in grades, and Grade A jute is of the finest quality. (২) (America(n)) স্কুলের পাঠবিভাগ বা শ্রেণিবিভাগ; এক বছরের পড়া; এরূপ কোনো বিভাগে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীবৃন্দ: An elementary school in the America(n) has eight grades is called a ‘grade school’. (৩) স্কুলের কাজের জন্য ছাত্রকে প্রদত্ত নম্বর (যথা: ৮০%) বা মান (যথা- ভালো, খুব ভালো)। make the grade (কথ্য) উত্তম মানে পৌঁছানো; প্রয়োজনীয় মান লাভ করা। (৪) (America(n)) সড়ক; রেলপথ ইত্যাদির ঢাল, নতিমাত্রা (British/Britain = gradient) on the up/down grade উঠতি/পড়তি: Business is on the down grade, ব্যবসা পড়ে যাচ্ছে; পড়তি অবস্থায়। grade crossing (America(n)) লেভেল ত্রুসিং।
- English Word grade 2 Bengali definition [গ্রেইড্] (verb transitive) (১) ক্রমানুসারে সাজানো: grade jute; graded by height. (২) (বিশেষত রাস্তার জন্য) ঢাল কমিয়ে এনে মাটি সমান করা। (৩) grade (up) (গবাদি পশুর) উন্নত জাতের সংকর উৎপাদন করা।
- English Word gradient Bengali definition [গ্রেইডিআন্ট্] (noun) ঢালের মাত্রা: a steep gradient.
- English Word gradual Bengali definition [গ্র্যাজুআল্] (adjective) ক্রমে ক্রমে সংঘটিত হচ্ছে এমন; ক্রমান্বয়ে সংঘটিত; ক্রমিক; (ঢাল) খাড়া নয় এমন: a gradual improvement in the weather. gradually [গ্র্যাজুলি] (adverb) ক্রমশ; ক্রমাগত। gradualness (noun)
- English Word graduate 1 Bengali definition [গ্র্যাজুআট] (noun) (১) (British/Britain) বিশ্ববিদ্যালয়ের (বিশেষত স্নাতক) ডিগ্রিধারী ব্যক্তি; স্নাতক: DU graduates; a graduate student. (২) (America(n)) যে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের পড়া শেষ করেছে: high school graduates; a graduate nurse, নার্সিং স্কুল বা নার্সিং কলেজ থেকে শিক্ষাপ্রাপ্ত (British/Britain তে trained nurse).
- English Word graduate 2 Bengali definition [গ্র্যাজুএইট্] (verb transitive), (verb intransitive) (১) পরিমাণ নিরূপণে মাত্রাবিভক্ত করা: a scale graduated in both inches and centimetres; a graduated glass, তরল পদার্থের পরিমাণ মাপার জন্য। (২) ক্রম-অনুসারে সাজানো। (৩) কোনো শিক্ষায় তাদের (বিশেষত বিশ্ববিদ্যালয়ের স্নাতক) ডিগ্রি পাওয়া: He graduated from the Dhaka University. (৪) (প্রধানত America(n) -এ) ডিগ্রি বা ডিপ্লোমা দেওয়া: The university graduates nearly a thousand students every year. graduation [গ্র্যাজুএইশ্ন্] (noun) মাত্রাবিভক্তি (স্নাতক) ডিগ্রিপ্রাপ্তি বা প্রদান; (America(n)) ডিগ্রি দেওয়ার অনুষ্ঠান।
- English Word graffito Bengali definition [গ্রাফীটোউ] (noun) (plural graffiti গ্রাফীটী) (সাধারণত plural) দেওয়ালচিত্র; দেওয়াল লিখন।
- English Word graft 1 Bengali definition [গ্রাফ:ট্ America(n) গ্র্যাফট্] (noun) (১) গাছের কলম; জোড়কলম। (২) (শলা.) কোনো জীবন্ত মানুষ বা প্রাণীর দেহে সংযোজিত অন্য (জীবন্ত) দেহের বা একই দেহের ভিন্ন অংশ থেকে দেওয়া চামড়া, হাড় ইত্যাদির টুকরা। □ (verb transitive), (verb intransitive) কলম করা; ভিন্ন দেহের অংশ কোনো দেহে সংযোজন করা: graft one variety on/upon/in/into another; graft new skin.
- English Word graft 2 Bengali definition [গ্রাফ:ট্ (America(n)) গ্র্যাফ্ট্] (noun) [countable noun, uncountable noun] (রাজনৈতিক যোগাযোগের সুযোগ নেওয়া ইত্যাকার) অবৈধ বা অসাধু উপায়ে ব্যবসায়িক সুবিধালাভ; মুনাফা অর্জন ইত্যাদি; এরূপ সুবিধা বা মুনাফা অর্জনের দৃষ্টান্ত। □ (verb intransitive) উল্লিখিত উপায়ে সুবিধা, মুনাফা ইত্যাদি লাভ করা।
- English Word grail Bengali definition [গ্রেইল্] (noun) (সাধারণত the Holy Grail) শেষ নৈশভোজ (the Last Supper) গ্রহণকালে যিশু যে পাত্র ব্যবহার করেছিলেন এবং যে পাত্রে জনৈক শিষ্য ক্রুশবিদ্ধ যিশুর রক্তবিন্দু ধারণ করেছিলেন।
- English Word grain Bengali definition [গ্রেইন্] (noun) (১) [uncountable noun] (collective singular) খাদ্যশস্য: grain import. (২) [countable noun] শস্যকণা: a few grains of rice. (৩) [countable noun] শক্তকণা: grains of stand; (লাক্ষণিক) সামান্য পরিমাণ: a man without a grain of sense; a grain of comfort, এককণা সুখ। (৪) ওজনবিশেয (০.০৬৫ গ্রাম)। (৫) কাঠ কাটার পর কাঠের যে স্বাভাবিক আঁশ-বিন্যাসে বা গঠন দেখা যায়: woods of fine/course grain. be/go aganist the grain (লাক্ষণিক) (কারো) প্রকৃতির বা প্রবণতার বিপরীত হওয়া বা বিপরীতে যাওয়া।
- English Word gram Bengali definition [গ্র্যাম্] (noun) মেট্রিক পদ্ধতির ওজনের মাপবিশেষ।
- English Word grammar Bengali definition [গ্র্যামা(র্)] (noun) (১) [uncountable noun] ব্যাকরণ। (২) [countable noun] ব্যাকরণ বই। grammar school (British/Britain- তে) একশ্রেণীর মাধ্যমিক স্কুল। grammarian [গ্রামেআরিআন্] (noun) ব্যাকরণশাস্ত্রে পণ্ডিত বৈয়াকরণ।
- English Word grammatical Bengali definition [গ্রাম্যাটিক্ল্] (adjective) ব্যাকরণগত; ব্যাকরণের নিয়মমাফিক: a grammatical error/sentence. grammatically [গ্রাম্যাটিক্লি] (adverb)
- English Word gramme Bengali definition [গ্র্যাম্] (noun) =gram.
- English Word gramophone Bengali definition [গ্র্যামাফোউন্] (noun) (America(n) = phonograph) কলের গান; গ্রামাফোন (চলতি শব্দ record-player)।