G পৃষ্ঠা ২৬
- English Word grape Bengali definition [গ্রেইপ্] (noun) আঙুর। sour grapes; the grapes are sour আঙুর ফল টক; আকাঙ্ক্ষিত বস্তু না-পয়ে কেউ যখন তার অবমূল্যায়ন করে কথা বলে; তখন এ কথা বলা হয়। grape-shot (noun) [uncountable noun] (ইতিহাস) কামান থেকে গুচ্ছে গুচ্ছে নিক্ষিপ্ত লোহার ক্ষুদ্রাকার গোলা; ছটরা-গুলি। দ্রষ্টব্যshrapnel. grape-sugar (noun) পাকা আঙুর ও কতিপয় অন্যান্য ফল থেকে প্রাপ্ত একপ্রকার চিনি, ডেকসট্রেজ বা গ্লুকোজ। grape-vine (noun) (ক) আঙুরলতা। (লাক্ষণিক)(খ) যে সূত্রে কোনো খবর ছড়ায়: I heard on the grape-vine that he is going to get married.
- English Word grapefruit Bengali definition [গ্রেইপফ্রুট্] (noun) [countable noun] স্বাদে টক; বড় কমলাজাতীয় ফল; শরবতি লেবু; মোসাম্বি লেবু।
- English Word graph Bengali definition [গ্রাফ্ America(n) গ্র্যাফ্] (adjective) নকশা; চিত্রলেখা; গ্রাফ। grape paper গ্রাফ অঙ্কনে সম-আয়তনের বর্গ-অঙ্কিত কাগজ।
- English Word graphic Bengali definition [গ্র্যাফিক্] (adjective) (১) চিত্রলেখাবিষয়ক; (অক্ষর চিত্রন, নকশা, ডায়াগ্রাম): a graphic artist; the graphic arts. (২) (বর্ণনা) চিত্রময়; জীবন্ত: a graphic account of an event. □ (noun) (plural) graphics অক্ষর চিত্রণ; নকশা প্রভৃতি। graphically [গ্র্যাফিক্লি] (adverb) লেখার বা নকশার দ্বারা; (লাক্ষণিক) চিত্রময় বা জীবন্তরূপে।
- English Word graphite Bengali definition [গ্রাফাইট্] (noun) নরম কৃষ্ণবর্ণ কার্বনজাতীয় পদার্থ।
- English Word grapnel Bengali definition [গ্র্যাপ্নাল্] (noun) (১) এক প্রকার নোঙর; লোহার আঁকশিবিশেষ। (২) আগেকার দিনে জলযুদ্ধে শত্রুজাহাজ ধরে রাখার জন্য ব্যবহৃত আঁকশিজাতীয় বস্তু।
- English Word grapple Bengali definition [গ্র্যাপ্ল্] (verb intransitive) grapple (with) শক্ত করে ধরা; আঁকড়ে ধরা; কারো/কোনো কিছুর সঙ্গে জাপটাজাপটি করা; (লাক্ষণিক) (সমস্যা ইত্যাদি) সমাধানের চেষ্টা করা: grapple with the enemy; grapple with a problem. grappling-iron লোহার আঁকশি।
- English Word grasp Bengali definition [গ্রা:স্প্ America(n) গ্র্যাস্] (verb transitive), (verb intransitive) (১) হাত দিয়ে শক্ত করে ধরা; আঁকড়ে ধরা; উপলব্ধি করা: grasp somebody’s hand; grasp an argument. (২) grasp at আঁকড়ে ধরতে চেষ্টা করা; সাত তাড়াতাড়ি লুফে নেওয়া: grasp at an opportunity. □ (noun) (সাধারণত singular) দৃঢ়মুষ্টি; কবজা; আয়ত্তি; উপলব্ধি: in the grasp of a cruel enemy. The meaning of the poem is beyond my grasp, আমার বুদ্ধির অতীত। grasping (adjective) আঁকড়ে ধরার জন্য উদ্গ্রীব; (টাকাপয়সা ইত্যাদির জন্য) লালায়িত: a grasp man.
- English Word grass 1 Bengali definition [গ্রা:স্ America(n) গ্র্যাস্] (noun) (১) [uncountable noun] ঘাস। not let the grass grow under one’s feet (লাক্ষণিক) সময় নষ্ট না-করা। (২) [countable noun] যেকোনো জাতের ঘাস। (৩) [uncountable noun] তৃণভূমি; চারণক্ষেত্র: at grass, (গবাদিপশু সম্বন্ধে) চরে খাওয়ারত। put/send/turn animals out to grass চরে খেতে দেওয়া। grassland [গ্রা:স্ল্যান্ড] (noun) বৃক্ষহীন তৃণভূমি। grass roots (noun), (plural) (প্রায়ই attributive(ly)) রাজনৈতিক সিদ্ধান্ত থেকে দূরবর্তী অরাজনৈতিক সাধারণ মানুষ: We must not neglect the grass roots. grasswindow (noun) সাময়িকভাবে পতিবিরহিনী নারী। grassy (adjective) ঘাসে-ঢাকা।
- English Word grass 2 Bengali definition [গ্রা:স্ America(n) গ্র্যাস্] (verb transitive), (verb intransitive) (১) grass (over) ঘাসে ঢেকে দেওয়া; তৃণাচ্ছাদিত করা; (America(n)) ঘাস খাওয়ানো। (২) grass (on somebody) (British/Britain অপশব্দ) গোপনে খবর দেওয়া; বিশ্বাসঘাতকতা করা।
- English Word grasshopper Bengali definition [গ্রাস্:হপা(র্) America(n) গ্র্যাস্হপা(র্)] (noun) ফড়িং।
- English Word grate 1 Bengali definition [গ্রেইট্] (noun) শীতনিবারক উনুন বা ঝাঁজরি।
- English Word grate 2 Bengali definition [গ্রেইট্] (verb transitive), (verb intransitive) (১) সাধারণত খসখসে কোনো কিছুর সঙ্গে ঘষে গুঁড়া গুঁড়া করা; ঘষে গুঁড়া উঠিয়ে ফেলা। (২) grate (on) খরখর আওয়াজ করা; (লাক্ষণিক) পীড়ন করা: The gate grates on its hinges . His swagger grated on my nerves. gratingly (adverb) grater (noun) খাদ্যদ্রব্য ইত্যাদি গুঁড়া করার যন্ত্রবিশেষ।
- English Word grateful Bengali definition [গ্রেইট্ফ্ল্] (adjective) (১) grateful (to somebody) (for something) কৃতজ্ঞ: I am grateful to you for your help. (২) (সাহিত্যিক) মনোরম; আরামদায়ক: We rested under the grateful shade of the tree. gratefully [গ্রেইট্ফালি] (adverb)
- English Word gratify Bengali definition [গ্র্যাটিফাই] (verb transitive) (১) খুশি করা বা সন্তোষবিধান করা: I am gratified with the result. It gratifies me to know that you have read my book. (২) প্রশ্রয় দেওয়া; (বাসনা) চরিতার্থ করা: gratify a child’s whims. gratifying (adjective) It was gratifying to have our efforts rewarded. gratification [গ্র্যাটিফিকেইশ্ন্] (noun) (১) [uncountable noun] সন্তোষলাভ; সন্তোষবিধান; বাসনা পূরণ; He had the gratify of getting it done on time. (২) [countable noun] তুষ্টিকর বা বাসনাপূরক বস্তু।
- English Word grating Bengali definition [গ্রেটিঙ্] (noun) [countable noun] জানালা প্রভৃতির গরাদ।
- English Word gratis Bengali definition [গ্রেইটিস্] (adverb), (adjective) বিনামূল্যে; মাগনা: be admitted to the exhibition gratis. a gratis copy of a book.
- English Word gratitude Bengali definition [গ্র্যাটিটিউড্ America(n) গ্র্যাটিট্যূড্] (noun) [uncountable noun] gratitude (to somebody) (for something) কৃতজ্ঞতা।
- English Word gratuitous Bengali definition [গ্র্যাটিউইটাস্ America(n) গ্র্যাটিউইটূস্] (adjective) (১) বিনামূল্যে প্রদত্ত বা প্রাপ্ত; বিনা পারিশ্রমিকে সম্পাদিত: gratuitous service. (২) অকারণ; ভিত্তিহীন: a gratuitous lie. gratuitously (adverb)
- English Word gratuity Bengali definition [গ্র্র্যটিউআটি America(n) গ্র্র্যটূউআটি] (noun) (১) চাকরি থেকে অবসরগ্রহণকারী ব্যক্তিকে প্রদত্ত (মাইনের অতিরিক্ত) ভাতা বা গ্র্যাজুইটি। (২) পারিতোষিক; বকশিশ।