G পৃষ্ঠা ১৭
- English Word glazier Bengali definition [গ্লেইজিআ(র্) America(n) গ্লেইজা(র্)] (noun) জানালা; দরজা ইত্যাদিতে কাচ লাগানোর কারিগর।
- English Word gleam Bengali definition [গ্লীম্] (noun) [countable noun] (১) (বিশেষত আসে যায় এমন) মৃদু দীপ্তি: the gleam of the distant stars. (২) (লাক্ষণিক) কোনো আবেগ বা গুণের ক্ষণিক প্রকাশ: an occasional gleam of humour; a gleam of hope. □ (verb intransitive) দীপ্তি বিচ্ছুরিত করা; জ্বলজ্বল করা: The cat’s eyes gleamed in the dark.
- English Word glean Bengali definition [গ্লীন্] (verb intransitive), (verb transitive) ফসল তোলার পর মাঠে পড়ে থাকা শস্যদানা খুঁটে তোলা; ফসল কুড়ানো: glean a field; glean corn; (লাক্ষণিক) টুকরো খবর সংগ্রহ করা: glean news. gleaner (noun) (ফসল/খবর) কুড়ানি। gleanings (noun) (plural) (সাধারণত লাক্ষণিক) বিভিন্ন উৎস থেকে আহরিত টুকরা জ্ঞানের কথা।
- English Word glee Bengali definition [গ্লী] (noun) (১) [uncountable noun] উল্লাস: shout with glee. (২) [countable noun] বৃন্দসংগীতে তিন বা চার কণ্ঠে একেক অংশ একেক জনে সুর করার জন্য গান। gleeful [গ্লীফুল্] (adjective) উল্লসিত। gleefully [গ্লীফুলি] (adverb)
- English Word glen Bengali definition [গ্লেন] (noun) সংকীর্ণ উপত্যকা।
- English Word glib Bengali definition [গ্লিব্] (adjective) (ব্যক্তি, তার কথা বা তার বলার ধরন) অতি তৎপর; অতি মসৃণ কিন্তু আন্তরিক নয়: glib excuse; have a glib tongue. glibly (adverb) glibness (noun)
- English Word glide Bengali definition [গ্লাইড্] (verb intransitive) ক্রমাগত মসৃণ গতিতে ভেসে চলা বা বয়ে চলা বা এগিয়ে চলা: The boat glided down the river. □ (noun) এরূপ গতি। glider [গ্লাইডা(র্)] (noun) ইনজিনবিহীন বিমান। gliding ইনজিনবিহীন বিমানে করে উড়ার খেলা।
- English Word glimmer Bengali definition [গ্লিমা(র্)] (verb intransitive) ক্ষীণ আলো দেওয়া; নিবুনিবু করে জ্বলা: lights glimmering in the distance. □ (noun) ক্ষীণ আলো: a glimmer of light through a window; (লাক্ষণিক) a glimmer of hope.
- English Word glimpse Bengali definition [গ্লিম্প্স্] (noun) (কারো বা কোনোকিছুর গতি) ক্ষণিক দৃষ্টি। get/catch a glimpse of somebody/something কাউকে/কোনোকিছুকে এক নজর দেখতে পাওয়া। □ (verb transitive) একজন দেখা।
- English Word glint Bengali definition [গ্লিন্ট্] (verb intransitive) ঝলকে ওঠা; জ্বলজ্বল করা। □ (noun) ঝলক; দৃপ্তি।
- English Word glissando Bengali definition [গ্লিস্যান্ডোউ] (adverb), (adjective) (সংগীত) স্বরসপ্তকের দ্রুত ওঠানামা।
- English Word glisten Bengali definition [গ্লিস্ন্] (verb intransitive) (বিশেষত ভেজা বা চকচক উপরিভাগ, জলভরা চোখ) চিকচিক করা: The wet leaves glistened in the morning sun; eyes glistening with tears.
- English Word glitter Bengali definition [গ্লিটা(র্)] (verb intransitive) ঝলমল আলো: stars glittering in the sky. □ (noun) [uncountable noun] উজ্জ্বল ঝলমলে আলো: the glitter of diamond. glittering (adjective) উজ্জ্বল; আকর্ষণীয়: glittering jewels.
- English Word glitz Bengali definition [গ্লিট্স্] (noun) অপ্রয়োজনীয় জাঁকজমক বা আড়ম্বর: But today the high-tech glitz is often a cover for a void of imagination. glitzy (adjective) অনাবশ্যক ব্যয়বহুল, অরুচিকর বাহুল্যযুক্ত। glitzly (adverb)
- English Word gloat Bengali definition [গ্লোউট] (verb intransitive) gloat (over something) সংকীর্ণ আত্মতৃপ্তিতে তাকিয়ে থাকা: gloat over one’s gold. gloatingly (adverb)
- English Word global Bengali definition [গ্লোউব্ল্] (adjective) পৃথিবীব্যাপী; সর্বব্যাপী।
- English Word global warming Bengali definition [গ্লোউব্ল্ ওঅমিঙ্] (noun) বৈশ্বিক উষ্ণায়ন; নগরায়ণ ও শিল্পায়ন হেতু বায়ুমণ্ডলে বিপুল পরিমাণে কার্বন-ডাই অক্সাইড গ্যাসের সংযুক্তির কারণে বিশ্বের তাপমাত্রার ক্রমবৃদ্ধি: Global warming posses a great danger.
- English Word globe Bengali definition [গ্লোউব্] (noun) (১) গোলাকার বস্তু; পৃথিবীর ছাঁচ বা আদল; গ্লোব; ভূগোলক বা খগোলক। the globe পৃথিবী; ভূমণ্ডল। (২) গোলাকার কাচের পাত্র. বিশেষত বাতির ঢাকনা বা মাছের পাত্র। globefish (noun) পোটকা মাছ। globe-trot (verb intransitive) বহু দেশের ভিতর দিয়ে দ্রুত ভ্রমণ করা। globetrotter (noun) পৃথিবী-পর্যটক।
- English Word globule Bengali definition [গ্লবিউল্] (noun) (বিশেষত তরল পদার্থের) ক্ষুদ্র বিন্দু বা ফোঁটা; বড়ি, বটিকা। globular [গ্লবিউলা(র্)] (adjective) বটিকাকার; বটিকানির্মিত।
- English Word glockenspiel Bengali definition [গ্লকান্স্পীল্] (noun) বাদ্যযন্ত্রবিশেষ।