G পৃষ্ঠা ৮
- English Word gaudy 1 Bengali definition [গোডি] (adjective) জমকালো; রুচিহীনভাবে চকচকে। gaudily [গোডিইলি] (adverb)
- English Word gaudy 2 Bengali definition [গোডি] (noun) প্রাক্তন সদস্যদের সম্মানে দেওয়া কলেজের বার্ষিক ভোজ।
- English Word gauge Bengali definition (America(n) অপিচ 'gage') [গেইজ] (noun) (১) [uncountable noun] পরিমাপের মান; মানদণ্ড; মাপ; বিস্তার; ব্যাপ্তি; সীমা: take the gauge of (eg somebody’s character); মূল্যায়নকরণ; বিচারকরণ। (২) [uncountable noun, countable noun] রেললাইনের মধ্যবর্তী ব্যবধান: broad gauge. (৩) [uncountable noun] ধাতব তার বা পাত ইত্যাদির পুরুত; বন্দুকের গুলি ইত্যাদির ব্যাস। (৪) [countable noun] মাপার যন্ত্র। □ (verb transitive) সঠিকভাবে মাপা; (লাক্ষণিক) (চরিত্র, ব্যক্তিত্ব, ক্ষমতা ইত্যাদির) মূল্যায়ন করা।
- English Word gaunt Bengali definition [গোঁট] (adjective) (ব্যক্তি) রোগা; কৃশ; (স্থান) কঠিন; ঊষর; জনশূন্য।
- English Word gauntlet 1 Bengali definition [গোন্ট্লিট্] (noun) (১) মধ্যযুগে যোদ্ধাদের ব্যবহৃত লোহার দস্তানা। throw down/pick up/take up the gauntlet দ্বন্দ্বযুদ্ধে আহ্বান করা/দ্বন্দ্বযুদ্ধের আহ্বান গ্রহণ করা। (২) গাড়ি চালনা, অসিক্রীড়ায় ব্যবহৃত কবজি পর্যন্ত ঢাকা শক্ত দস্তানা।
- English Word gauntlet 2 Bengali definition [গোন্ট্লিট্] (noun) run the gauntlet (কেবল এই বাগ্বিধিতে) এক ধরনের শাস্তি, যাতে দণ্ডিত ব্যক্তিকে দুই সারিতে দাঁড়িয়ে থাকা দণ্ডদাতাদের ভিতর দিয়ে দৌড়ে যেতে হয় এবং দণ্ডদাতারা তাকে যথেচ্ছ প্রহার করে; (লাক্ষণিক) বিরামহীন সমালোচনা, ঝুঁকি, বিপদ ইত্যাদির মুখোমুখি হওয়া: He ran the gauntlet of their criticism/scorn.
- English Word gauze Bengali definition [গোজ্] (noun) [uncountable noun] (চিকিৎসাশাস্ত্র) তুলা বা রেশমের তৈরি কাপড়বিশেষ; (কীটপতঙ্গ নিবারণে জানালায় ব্যবহৃত) মিহি তার দিয়ে তৈরি পরদা বা ঘন জাল। gauzy (adjective)
- English Word gave Bengali definition [গেইভ] give-এর past tense
- English Word gavel Bengali definition [গ্যাভল্] (noun) শৃঙ্খলা নির্দেশের বা মনোযোগ আকর্ষণে ব্যবহৃত নিলামদার বা সভাপতির হাতুড়ি।
- English Word gawk Bengali definition [গক্] (verb transitive) রাখঢাক ছাড়া নির্বোধের মতো তাকানো: □ (noun) আনাড়ি; লজ্জিত ব্যক্তি। gawker (noun) অদক্ষ; অপটু: gawkish (adjective) বেঢপ, বেমানান: Even if he leaned down it would look gawk and awkward. gawky [গোকি] (adjective) (ব্যক্তি) আড়ষ্ট; লাজুক। gawkiness (noun)
- English Word gawp Bengali definition [গোপ্] (verb transitive) gawp (at) বোকার মতো তাকিয়ে থাকা।
- English Word gay Bengali definition [গেই] (adjective) (১) লঘুচেতা; হাসিখুশি; উচ্ছল। (২) আনন্দ ও উচ্ছলতাব্যঞ্জক: gay music. (৩) (কথ্য) সমকামী। □ (noun) [countable noun] (কথ্য) সমকামী ব্যক্তি। gaily [ গেইলি] (adverb) উচ্ছল বা হাসিখুশিভাবে। gayness (noun)
- English Word gaze Bengali definition [গেইজ] (noun) (কেবল 'singular') স্থিরদৃষ্টি। □ (noun) gaze (at) স্থিরদৃষ্টিতে তাকিয়ে থাকা। gaze on/upon (আনুষ্ঠানিক) চোখে পড়া: You are the most beautiful woman I have ever gazed upon.
- English Word gazelle Bengali definition [গাজেল্] (noun) ক্ষুদ্র হরিণবিশেষ; গজলা-হরিণ।
- English Word gazette Bengali definition [গাজেট্] (noun) (১) সরকারি ইশতাহার; গেজেট। (২) (নামের অংশ হিসেবে) সংবাদপত্র: the Bangladesh Gazette. □ (verb transitive) (সাধারণত passive) be gazetted গেজেটে প্রকাশিত হওয়া; (সেনাঅফিসার) be gazetted to a regiment.
- English Word gazetteer Bengali definition [গ্যাজাটিআ(র্)] (noun) (মানচিত্রের বইয়ের শেষে সংযোজিত) ভৌগোলিক নামের সূচি; ভৌগোলিক অভিধান।
- English Word gazump Bengali definition [গাজাম্প্] (verb intransitive), (verb transitive) বিক্রির শর্তাদি স্থির হওয়ার পর দলিল সইয়ের আগে সম্পত্তির দাম বাড়িয়ে ক্রেতাকে প্রতারণা করা।
- English Word gb Bengali definition [জিবি] (noun) এটা গিগাবাইটের সংক্ষেপ, জিবি নামে পরিচিত। এটি ডিজিটাল তথ্য স্টোরেজ ডিভাইসসমূহের ধারণক্ষমতার একক: Yahoo mail users can have a gb too.
- English Word gear Bengali definition [গিআ(র্)] (noun) (১) [countable noun] যন্ত্রের, বিশেষত যান্ত্রিক যানের চালক অংশ; গিয়ার; এরূপ চালক অংশ বা গিয়ারের নির্দিষ্ট অবস্থান: on the first/second/third gear. high/low gear গিয়ারের তুলনামূলকভাবে দ্রুত/মন্থর গতি সৃষ্টিকারী অবস্থান। in/out of gear গিয়ারবদ্ধ/গিয়ারবিচ্ছিন্ন। top/bottom gear উঁচুতম/নিচুতম গিয়ার। gear-box/-case গিয়ারের বাক্স। gearstick/lever/shift গিয়ার চালু বা বন্ধ করা কল। (২) [countable noun] বিশেষ কাজের জন্য প্রস্তুত গিয়ার: the landing gear of an aircraft. (৩) [uncountable noun] (সাধারণত) সরঞ্জাম: hunting gear; (আধুনিক প্রয়োগ কথ্য) সাজপোশাক: Party gear. □ (verb transitive), (verb intransitive) gear up/down (গতিবেগ বাড়াতে/কমাতে) অপেক্ষাকৃত উঁচু/নিচু গিয়ারেদেওয়া। gear to কোনোকিছুকে অন্যকিছুর সঙ্গে সঙ্গতিপূর্ণ করা; নির্ভরশীল করা: Our economy must be geared to the needs of our peasantry.
- English Word gecko Bengali definition [গেকোউ] (noun) টিকটিকি।