F পৃষ্ঠা ৪৪
- English Word frostjack Bengali definition [ফ্রসট্জ্যাক্ America(n) ফ্রোসটজ্যাক্] verb (কথ্য) ('frost' আর 'hijack' মিলে তৈরি) বরফ তাড়াতে ইনজিন চালু অবস্থায় গাড়ি চুরি করা: The Manchester United veteran was frost jacked leaving him short of one multi-purpose car. □ (noun) frost jacking [countable noun, uncountable noun] এই ধরনের গাড়ি যিনি চুরি করেন। frostjacker (noun)
- English Word frosty Bengali definition [ফ্রস্টি America(n) ফ্রোস্টি] (adjective) (১) হিমশীতল: frosty weather; a frosty morning. (২) (লাক্ষণিক) অবন্ধুসুলভ; নিরুত্তাপ; হিমশীতল: frosty smiles; a frosty welcome.
- English Word froth Bengali definition [ফ্রথ্] [noun] [uncountable noun] (১) ফেনা; গাঁজলা। (২) হালকা; তুচ্ছ কথাবার্তা বা চিন্তাভাবনা; গাঁজলা; গাঁজানি। □ (verb intransitive) ফেনা/ গাঁজলা ওঠা; (মুখে) ফেনা ঝরা। frothy (adjective) (frothier, frothiest) ফেনিল; ফেনানো; ফেনায়িত; সফেন; গাঁজযুক্ত: frothy beer/conversation. frothily [ফ্রথ্টিলি] (adverb) ফেনায়িত/ফেনিল করে। frothiness (noun) ফেনিলতা।
- English Word froward Bengali definition [ফ্রৌওয়ার্ড] (adjective) (পুরাতনী) বিকৃতরুচি; উচ্ছৃঙ্খল বিকৃতবুদ্ধি; অবাধ্য; একগুঁয়ে। frowardly (adverb) উচ্ছৃঙ্খলভাবে ইত্যাদি। frowardness (noun) উচ্ছৃঙ্খলতা; বুদ্ধিবিকার।
- English Word frown Bengali definition [ফ্রাউন্] (verb intransitive) ভুরু কোঁচকানো; ভ্রুকুটি করা: frown at somebody. frown on/upon অনুমোদন না-করা; বরদাস্ত না-করা। □ [countable noun] ভ্রুকুটি; ভ্রুকুঞ্চন; ভ্রুসংকোচ। frowningly (adverb) ভ্রুকুটিসহকারে।
- English Word frowsty Bengali definition [ফ্রৌস্টি] (adjective) (ঘরের আবহাওয়া) ভেপসা; গুমসা।
- English Word frowzy Bengali definition [ফ্রাউজি] (adjective) (১) পূতিগন্ধময়; গুমসা। (২) আলুথালু; যত্নহীন; অপরিপাটি।
- English Word froze, frozen Bengali definition দ্রষ্টব্যfreeze.
- English Word fructify Bengali definition [ফ্রাক্টিফাই] (verb transitive), (verb intransitive) (past tense, past participle fructified) (আনুষ্ঠানিক) ফলবান/ফলবতী/উর্বর করা বা হওয়া। fructification [ফ্রাক্টিফিকেইশ্ন্] (noun) ফলাগম; ফলোৎপাদন; ফলপ্রসূতা।
- English Word fructose Bengali definition [ফ্রাক্টোউস] [noun] [uncountable noun] (জীববিদ্যা) বহু ফলে ও মধুতে যে ধরনের চিনি পাওয়া যায়; ফলশর্করা।
- English Word frugal Bengali definition [ফ্রূগ্ল্] (adjective) frugal (of) (বিশেষত খাদ্য, ব্যয় ইত্যাদি) সাবধান; মিতব্যয়ী; হিসাবি; সামান্য মূল্যের: a frugal meal; a frugal housekeeper. frugally [ফ্রূগালি] (adverb) মিতব্যয়িতার সঙ্গে; হিসাব করে। frugality [ফূগ্যালিটি] [noun] [uncountable noun, countable noun] মিতব্যয়িতা।
- English Word fruit Bengali definition [ফ্রূট্] (noun) (১) [uncountable noun, countable noun] (collective noun) ফল। fruit-cake (noun) কিশমিশ, ফলের খোসা ইত্যাদি দিয়ে তৈরি ভারী কেক, ফলের কেক। fruitfly (noun) (plural fruitflies) ছোট মাছিবিশেষ যা পচা ফল খেয়ে বেঁচে থাকে; ফলের মাছি। fruitknife (noun) খাওয়ার সময়ে ফল কাটার জন্য অম্লরোধী ফলাযুক্ত ছুরি; ফল কাটার ছুরি। fruitsalad [noun] [uncountable noun, countable noun] (British/Britain) প্রায়ই মালাইসহ পরিবেশিত নানা জাতের কাটা ফলের মিশ্রণ; (America(n)) ফলের টুকরাসহযোগে তৈরি জেলি; ফলের সালাদ। (২) [countable noun] (উদ্ভিদবিদ্যা) উদ্ভিদের যে অংশে বীজ তৈরি হয়; ফল; ফসল। (৩) the fruits of the earth উদ্ভিদ বা সবজিজাত যা-কিছু খাদ্যরূপে ব্যবহার করা যায়; ধরার ফল-ফসল। (৪) (লাক্ষণিক, প্রায়ই plural) লাভ; (শ্রম, অধ্যবসায়, অধ্যয়ন ইত্যাদির) ফল বা পুরস্কার; ফল: the fruits of industry. (৫) fruitmachine (noun) (British/Britain কথ্য) মুদ্রাচালিত জুয়ার কলবিশেষ। □ (verb intransitive) (গাছপালা, ঝোপঝাড় ইত্যাদি সম্বন্ধে) ফলবান হওয়া; ফলদান করা; ফলা। fruiterer [ফ্রটারা(র্)] (noun) ফলবিক্রেতা; কুঁজড়া। fruitful [ফ্রটফল্] (adjective) ফলপ্রসূ; ফলবান; সফল; ফলবন্ত; সুফলদায়ক; ফলপ্রদ: a fruitful career. fruitfully [ফ্রটফালি] (adverb) ফলপ্রসূভাবে ইত্যাদি। fruitfulness (noun) ফলপ্রসূতা; সফলতা। fruitless (adjective) নিষ্ফল; বন্ধ্য; বিফল; নিরর্থক; পণ্ড: fruitless efforts. fruitlessly (adverb) নিষ্ফলভাবে। fruitlessness (noun) নিষ্ফলতা; বিফলতা। fruity (adjective) (১) স্বাদে বা গন্ধে ফলের মতো। (২) (কথ্য) স্থূল (প্রায়ই অশ্লীল ইঙ্গিতপূর্ণ) রসিকতাপূর্ণ; রগরগে; রসালো: a fruity novel. (৩) (কথ্য) সমৃদ্ধ; সরস; কারুকার্যময়; সুমধুর: a fruity voice.
- English Word fruition Bengali definition [ফ্রূইশ্ন] [noun] [uncountable noun] অভীষ্টসিদ্ধি; ফলপ্রসূতা; সফলতা: aims brought to fruition.
- English Word frumenty Bengali definition [ফ্রূম্যানটি] (noun) খোসা-ছাড়ানো গম, দারুচিনি, চিনি ইত্যাদিসহ দুধে সিদ্ধ করে তৈরি খাদ্যবিশেষ; গমের পায়েস।
- English Word frump Bengali definition [ফ্রাম্প্] (noun) সেকেলে ঢংয়ের বেঢপ পোশাক-পরিহিত ব্যক্তি। frumpish [ফ্রাম্প্পিশ],frumpy (adjective) জবড়জং।
- English Word frustrate Bengali definition [ফ্রাস্ট্রেইট America(n) ফ্রাস্ট্রেইট] (verb transitive) বিফল/ব্যাহত/প্রতিহত করা; ব্যর্থ করা: frustrate an enemy in his plans/the plans of an enemy. frustration [ফ্রাস্ট্রেইশন্](noun)[uncountable noun, countable noun] বিফলীকরণ; বিফলীভবন; আশাভঙ্গ; ব্যর্থতা; নিষ্ফলতা; নৈরাশ্য; হতাশ।
- English Word fry 1 Bengali definition [ফ্রাই] (verb transitive), (verb intransitive) (past tense, past participle fried [ফ্রাইড্]) ফুটন্ত তেল, মাখন ইত্যাদিতে ভাজা বা ভর্জিত হওয়া। frying-pan (noun) (America(n) অপিচ fry-pan) ভাজার জন্য দীর্ঘ হাতলযুক্ত খোলাবিশেষ; ভাজন খোলা; কড়াই। out of the frying-pan into the fire ছোট বিপদ থেকে বড় বিপদে; কড়াই থেকে আগুনে। fryer, frier [ফ্রাইআ(র্)] (noun(s)) ভাজার উপযোগী বাচ্চা মুরগি।
- English Word fry 2 Bengali definition [ফ্রাই] (noun) (plural) মাছের পোনা; চারা মাছ। small fry অর্বাচীন বা তুচ্ছ জীব; চুনোপুঁটি; সামান্য লোক।
- English Word fubsy Bengali definition [ফাব্জি] (adjective) হোঁতকা; হোঁদল।
- English Word fuchsia Bengali definition [ফিঊশা] (noun) গোলাপি, লাল বা বেগুনি রঙের ঘণ্টার মতো আনত ফুলবিশিষ্ট গুল্মবিশেষ।