F পৃষ্ঠা ৪৫
- English Word fuchsine Bengali definition [ফূক্সিন্] (noun) ম্যাজেন্টার দানা।
- English Word fuck Bengali definition [ফাক্] (verb transitive), (verb intransitive) (নিষেধ) (অপশব্দ) (কারো সঙ্গে) যৌনসংসর্গ করা; রমণ করা; উপগত হওয়া। fuck (it)! (interjection, বিরক্তি, ক্রোধ ইত্যাদি সূচক) লাথি মার। fuck off (বিশেষত imperative) দূর হওয়া। fuck something (up) পণ্ড/ভণ্ডুল করা; বারোটা বাজানো। সুতরাং, fucked (up) ভণ্ডলীকৃত। fuck-all (noun) কিছু না; ঢু ঢু; ফক্কিকার। fucker (noun) গণ্ডমূর্খ; হাঁদারাম। fucking (adjective) (বিরক্তি ইত্যাদি প্রকাশের জন্য ব্যবহৃত হয়, তবে প্রায়ই অর্থহীন) দূর ছাই! fucking well নির্ঘাত।
- English Word fuddle Bengali definition [ফাড্ল্] (verb transitive) (বিশেষত সুরাজাতীয় পানীয় দিয়ে) বিভ্রান্ত করা; (মাথা) ঘুলিয়ে দেওয়া।
- English Word fuddy-duddy Bengali definition [ফাডি ডাডি] (noun) (plural fuddy-duddies) (কথ্য) অস্থিরচিত্ত সেকেলে লোক; ব্যস্তবাগীশ।
- English Word fudge Bengali definition [ফাজ্] (noun) [uncountable noun] দুধ, চিনি, চকোলেট ইত্যাদি দিয়ে তৈরি নরম মিঠাইবিশেষ। □ (verb transitive) (১) কোনোকিছু অগোছালোভাবে বা অপর্যাপ্তভাবে করা; জোড়াতালি/গোঁজামিল দেওয়া: Being unable to answer correctly she fudged a reply. (২) প্রশ্নের মূল দিকগুলি এড়িয়ে যাওয়া; অপব্যাখ্যা করা; গোঁজামিল দেওয়া: to fudge the issues.
- English Word fuel Bengali definition [ফিঊআল্] (noun) [uncountable noun, countable noun] জ্বালানি; (লাক্ষণিক) ইন্ধন। add fuel to the flames আগুনে ঘৃতাহুতি দেওয়া; ক্রোধ ইত্যাদি উসকে দেওয়া। □ (verb transitive), (verb intransitive) (fuelled, fuelling, fuels, us অপিচ fueled, fueling, fuels ) জ্বালানি/ইন্ধন সরবরাহ বা সংগ্রহ করা: a power station fuelled by natural gas; a fueling station, জ্বালানি কেন্দ্র (যেখান থেকে তেল, কয়লা ইত্যাদি সংগ্রহ করা যায়)।
- English Word fug Bengali definition [ফাগ্] (noun) (কথ্য) গুমট; গুমসানি। fuggy (adjective) গুমসা; ভেপসা।
- English Word fugacious Bengali definition [ফিঊগেইশাস] (adjective) পলায়নপর; অধরা; চপল; ক্ষণস্থায়ী; ক্ষণিক।
- English Word fugitive Bengali definition [ফিঊজাটিভ] (noun) fugitive (from) পলাতক; ফেরারি: fugitives from an invaded country; fugitives from justice; (attributive(ly)) a fugitive prisoner. □ (adjective) (attributive(ly)) ক্ষণস্থায়ী; সাময়িক; ক্ষণকালীন; ক্ষণধ্বংসী; অচিরস্থায়ী; ক্ষণভোগ্য: fugitive verses.
- English Word fugue Bengali definition [ফিঊগ্] (noun) [countable noun] সাংগীতিক রচনাবিশেষ, যাতে বিভিন্ন অংশ বা কণ্ঠের মধ্য দিয়ে পর্যায়ক্রমে এক বা একাধিক বিষয়বীজের অবতারণা করা হয় এবং তারপর সেগুলো একটি জটিল আকল্পের মধ্যে বারবার আবৃত্ত হতে থাকে; ফিউগ।
- English Word fulcrum Bengali definition [ফুলক্রাম্] (noun) (plural fulcrums বা 'fulcra [ফুলক্রা]) যে বিন্দুতে ভর দিয়ে যন্ত্রাদি ঘোরে; অবলম্বনবিন্দু; আলম্ব।
- English Word fulfil Bengali definition (America(n) অপিচ 'fulfill') [ফুলফিল্] (verb transitive) (fulfilled, fulfilling, fulfills also fulfils) পালন/প্রতিপালন করা; সম্পন্ন/নিষ্পন্ন করা; পূরণ/পূর্ণ করা: one’s obligations/duties/somebody’s expectations or hopes. fulfilment (noun) সিদ্ধি; সংসিদ্ধি; পূরণ; পরিতৃপ্তি।
- English Word fulgent Bengali definition [ফাল্জনট্] (adjective) (কাব্যিক, আলংকারিক অর্থ) উজ্জ্বল; দীপ্তিময়; জ্যোতির্ময়; চোখধাঁধানো।
- English Word full Bengali definition [ফুল্] (adjective) (fuller, fullest) (১) full (of) ভরতি; ভরা; পূর্ণ; পরিপূর্ণ; ভরপুর; সংকুল; আকীর্ণ; সমাকীর্ণ; টইটম্বুর। full up (কথ্য) পুরোপুরি ভরতি; টইটম্বুর: The cupboard was full up to overflowing. (২) full of কোনোকিছুর ভাবনায় সম্পূর্ণ মগ্ন: The household was full of the news. বাড়ির সকলের মুখেই ঐ এক খবর; She was full of herself, নিজের কথায় পঞ্চমুখ। (৩) গোলগাল; ভরাট; নধর; হৃষ্টপুষ্ট; ঢলঢল; সুডৌল; সুগোল: a full figure; rather full in the face. (৪) (পোশাক-পরিচ্ছদ) (ক) বড় বড় ভাঁজে বিন্যস্ত করে তৈরি; প্রশস্ত; দরাজ; ঢলঢলে: a full skirt. (খ) ঢিলা: to make dress a little fuller across the back. (৫) স্বাভাবিক বা নির্ধারিত বিস্তার, সীমা, দৈর্ঘ্য ইত্যাদিতে উপনীত; পূর্ণ; পরিপূর্ণ; পুরা: in full blossom, পূর্ণবিকশিত; a full hour; fall full length, চিতপাত হয়ে পড়া। (বিশেষত comparative ও super-এ) পূর্ণ; সম্পূর্ণ; বিস্তৃত: a fuller account; the fullest account of the incident. (৬) (বাক্যাংশ ও যৌগশব্দ) at full speed পূর্ণগতিতে। full of fun যে ব্যক্তি ঠাট্টা বা উপহাসের পাত্র। in ful পুরোপুরি; সম্পূর্ণভাবে: pay a debt in full; write one’s name in full, পুরো নাম লেখা। (৭) in full career অগ্রগতির সর্বোচ্চ গতিতে; চরম অগ্রগতির/উৎকর্ষের সহকারে। to the full পুরোপুরি; সর্বতোভাবে: enjoy oneself to the full. full-back (noun) (ফুটবল ইত্যাদি খেলায়) মধ্যরেখা থেকে সবচেয়ে দূরে অবস্থিত রক্ষণভাগের খেলোয়াড়; ফুলব্যাক। full-blooded (adjective) (ক) তেজস্বী; বলিষ্ঠ; (খ) অবিমিশ্র বংশ বা প্রবংশজাত; শুদ্ধরক্ত; শুদ্ধ শোণিত। full-blown (adjective) (ফুল সম্বন্ধে) পূর্ণপ্রস্ফুটিত। full-dress (noun) [uncountable noun] আনুষ্ঠানিক পোশাক; পূর্ণ পরিচ্ছদ। full-dress (adjective) আনুষ্ঠানিকভাবে সম্পূর্ণ; পূর্ণপরিচ্ছদ: a full-dress rehearsal; a full-dress debate on an important question. full-face (adjective) দর্শকের দিকে মুখ করা; সমক্ষ: a full face portrait, সমক্ষ-প্রতিকৃতি। দ্রষ্টব্যprofile. full-fashioned (adjective) (পোশাকপরিচ্ছদ সম্বন্ধে, বাণিজ্যিক প্রয়োগ) গায়ে সেঁটে থাকে এমন; অঙ্গাঙ্গি; গায়ে-সাঁটা: fashioned stockings/sweaters. full-fledged (adjective) (পাখি সম্বন্ধে) ওড়ার জন্য সব পালক গজিয়েছে এমন; উদ্গতপক্ষ; উড্ডয়নক্ষম; (লাক্ষণিক) প্রশিক্ষণ ইত্যাদি সম্পূর্ণ করেছে এমন; পুরাদস্তুর: a full-fledged advocate. full-grown (adjective) পূর্ণবর্ধিত; পূর্ণাঙ্গ; পূর্ণবয়স্ক। fullhouse (noun)(রঙ্গালয়) পূর্ণ প্রেক্ষালয়। full-length (adjective) (ক) (প্রতিকৃতি) পূর্ণদৈর্ঘ্য; পূর্ণাবয়ব। (খ) প্রায়িক বা প্রমিত দৈর্ঘ্যসম্পন্ন; পূর্ণদৈর্ঘ্য; পূর্ণাঙ্গ: a full length novel. full-marks (noun) (plural) পূর্ণনম্বর। full-moon (noun) পূর্ণচন্দ্র; পূর্ণিমা। full-page (adjective) পুরো একপৃষ্ঠাব্যাপী; পূর্ণপৃষ্ঠা: a full page advertisement in a newspaper. full-scale (adjective) (অঙ্কন, পরিকল্পনা ইত্যাদি) বিষয়বস্তুর সমান মাপের; সমমাপের; (কথ্য) সম্পূর্ণ; পূর্ণাঙ্গ। full-stop পূর্ণচ্ছেদ; পূর্ণযতি (.)। দ্রষ্টব্য পরি. ৮। come to a full stop সম্পূর্ণ থেমে যাওয়া। full-time (noun) ফুটবল প্রভৃতি খেলার পরিসমাপ্তি। full-time (adjective), (adverb) পূর্ণকালীন; সার্বক্ষণিক; সার্বক্ষণিকভাবে: full-time employee; working full. time, দ্রষ্টব্য part 1 (১) ভুক্তিতে part-time. fully [-ফুলি] (adverb) (১) পুরাপুরি; সম্পূর্ণরূপে: fully satisfied. (২) কমপক্ষে; অন্তত: The inspection will take fully three hours. fully fashioned/fledged/grown, উপরে (৭) দ্রষ্টব্য। fullness (noun) [uncountable noun] পরিপূর্ণতা। in the fullness of time যথাসময়ে; শেষ পর্যন্ত।
- English Word fuller Bengali definition [ফুলা(র্)] (noun) সদ্যোবোনা বস্ত্র যে পরিষ্কার ও খাপি করে। fullers earth বস্ত্র শোধন ও খাপি করার কাজে ব্যবহৃত এক ধরনের মাটি; সাজিমাটি।
- English Word fulmar Bengali definition [ফুলমা(র্)] (noun) আকারে প্রায় গাংচিলের সমান সামুদ্রিক পাখিবিশেষ।
- English Word fulminate Bengali definition [ফালমিনেইট America(n) ফুলমিনেইট] (verb intransitive) fulminate (against) উচ্চকণ্ঠে তিক্ততার সঙ্গে প্রতিবাদ করা; তর্জনগর্জন/ফোঁসফোঁস করা; ফুঁসে ওঠা; উষ্মা উদ্গিরণ করা: fulminate against corrupt practices. fulmination [ফালমিনেইশ্ন্ America(n) ফুলমিনেইশ্ন্] (noun) [uncountable noun, countable noun] তর্জনগর্জন।
- English Word fulsome Bengali definition [ফুলসাম্] (adjective) (প্রশংসা, তোষামোদ ইত্যাদি) অত্যধিক এবং কপট; ন্যক্কারজনক; অতিবিগলিত; গদগদ। fulsomely (adverb) ন্যক্কারজনকভাবে; অতিবিগলিতভাবে। fulsomeness (noun) আতিরেক্য; ন্যক্কারজনকতা।
- English Word fulvous Bengali definition [ফালভাস্] (adjective) লালচে-হলুদ; পিঙ্গল; তামাটে।
- English Word fumble Bengali definition [ফাম্ব্ল্] (verb intransitive), (verb transitive) (১) (কিছু খুঁজতে) হাতড়ানো; হাতড়ে বেড়ানো: fumble in the dark. (২) কোনোকিছু অস্থিরভাবে বা আনাড়ির মতো করা; অপটু হাতে করা; fumble a ball, আনাড়ির মতো বল মারা। fumbler [ফামবলা(র্)] (noun) যে ব্যক্তি হাতড়ায়; আনাড়ি।