B পৃষ্ঠা ২৪
- English Word benumb Bengali definition [বিনাম] (verb transitive) অসাড় বা শক্তিহীন হওয়া।
- English Word benumbed Bengali definition [বিনাম্ড্] (predicatively adjective) যাকে নিঃসাড় করে দেওয়া হয়েছে; নির্জীব বা অনুভূতিহীন করা হয়েছে এমন: a face benumbed with cold.
- English Word benzedrine Bengali definition [বেনজড্রীন্] (noun) মেদ কমানোর এক ধরনের ওষুধ।
- English Word benzene Bengali definition [বেন্জীন্] [Uncountable noun] বর্ণহীন পেট্রোলিয়ামজাত তরল পদার্থ যা বিভিন্ন রাসায়নিক দ্রব্য তৈরিতে ব্যবহৃত হয়।
- English Word benzine Bengali definition [বেনজীন্] (noun) [Uncountable noun] অশোধিত পেট্রল থেকে প্রাপ্ত তরল দাহ্য পদার্থবিশেষ।
- English Word benzol Bengali definition [বেন্জল্] [Uncountable noun] benzene-এর শব্দান্তর।
- English Word bequeath Bengali definition [বিক্যুঈদ] (verb transitive) উইলের মারফত কাউকে কিছু দান করা: My father bequeathed me his property. (লাক্ষণিক) Tradition always bequeaths various concepts to the succeeding age.
- English Word bequest Bengali definition [বিক্যোয়েস্ট্] [Uncountable noun] উইলমারফত দান; [Countable noun] উইল দ্বারা অর্পিত সম্পত্তি; অর্পিত দায়িত্ব।
- English Word berate Bengali definition [বিরেইট্] (verb transitive) তীব্র ভর্ৎসনা করা।
- English Word bereave Bengali definition [বিরীভ] (verb transitive) (past tense, past participle bereft of bereaved) বঞ্চিত হওয়া/বিছিন্ন হওয়া (বিমূর্ত কোনো কিছু থেকে): I am bereft of all expectations; মৃত্যুর ফলে বিচ্ছিন্ন হওয়া: the bereaved mother. (২) bereavement (noun) [Uncountable noun] মৃত্যু বা তজ্জনিত শোক: All of us share your pain in your bereavement.
- English Word bereft Bengali definition [বিরেফ্ট্] দ্রষ্টব্য bereave.
- English Word beret Bengali definition [বিরেই] (noun) গরম বা সুতি কাপড়ের চ্যাপটা টুপিবিশেষ (খেলাধুলা বা ভ্রমণের সময় ব্যবহৃত হয়, সামরিক বাহিনীর সদস্যরাও পরিধান করে)।
- English Word berg Bengali definition [বাগ্] (noun) দ্রষ্টব্য iceberg.
- English Word beri-beri Bengali definition [বেরিবেরি] [Uncountable noun] শরীরের জন্য অতি প্রয়োজনীয় ভিটামিনের অভাবের ফলে সৃষ্ট শারীরিক ব্যাধি।
- English Word berkelium Bengali definition [বাক্লিআম] [Uncountable noun] (রসায়ন) আমেরিসিয়াম থেকে আহৃত এক ধরনের কৃত্রিম ধাতব পদার্থ।
- English Word berry Bengali definition [বেরি] (noun) (past indefinite berries) (১) ক্ষুদ্র রসালো ফল: black berry; straw berry; rasp berry. (২) কফির বিচি।
- English Word berserk Bengali definition [বাসাক্] (predicatively adjective) নিয়ন্ত্রণবহির্ভূতভাবে উত্তেজিত বা ক্ষিপ্ত। □(noun) নরওয়ে দেশীয় যুদ্ধোন্মাদ সৈনিক। be/go/send somebody berserk অকস্মাৎ ক্ষিপ্ত হওয়া: The dismissed policeman went berserk and killed his children and wife.
- English Word berth Bengali definition [বা:থ] (noun) ট্রেন, জাহাজ বা বিমানে নিদ্রার স্থান; জেটিতে জাহাজ বেঁধে রাখার স্থান। give a wide berth to সান্নিধ্য এড়িয়ে চলা: After that incident I always give a wide berth to Selim. □(Verb transitive) নোঙর ফেলা। find a snug berth সহজ ও মনের মতো কাজ পাওয়া।
- English Word beryl Bengali definition [বেরল্] (noun) মূল্যবান পাথর (সাধারণত সবুজ)।
- English Word berylium Bengali definition [বারিলিআম্] [Uncountable noun] সাদা ধাতব পদার্থ যা মিশ্র ও অধিক শক্তিধর ধাতব পদার্থ তৈরির জন্য ব্যবহৃত হয়।