B পৃষ্ঠা ২১
- English Word behove Bengali definition [বিহোভ America(n) behoove বিহূভ্] (verb transitive) (impersonal) it behoves one to do something (প্রাচীন আনুষ্ঠানিক প্রয়োগ) যা করা উচিত বা কর্তব্য: It does not behove you to behave this way.
- English Word beige Bengali definition [বেইজ] [Uncountable noun] বাদামি, বাদামিধূসর বা ধূসরাভ হলুদবর্ণ; ধূসরবর্ণের পশমি বস্ত্রবিশেষ।
- English Word being Bengali definition [বীইঙ্] (noun) (১) অস্তিত্ব; সত্তা। bring/call something into being অস্তিত্ব প্রদান করা। come into being অস্তিত্ব লাভ করা। in being অস্তিত্ববান। (২) [Countable noun] জীবন্ত প্রাণী: human being. (৩) the supreme Being আল্লাহ; ঈশ্বর; সর্বশক্তিমান।
- English Word bejewelled Bengali definition (America(n) bejeweled) [বিজূআল্ড্] (participial adjective) রত্নসজ্জিত; মণিখচিত।
- English Word belabour Bengali definition (America(n) belabor) [বিলেইবা(র্)] (verb transitive) (পুরাতনী) ভীষণ প্রহার করা: The robbers belaboured him soundly.
- English Word belated Bengali definition [বিলেইটিড্] (adjective) (১) খুব দেরিতে আসা: Yours is a belated apology/explanation. (২) (প্রাচীন প্রয়োগ) অন্ধকারে নিপতিত: The belated travellers lost their way in the forest. belatedly (adverb)
- English Word belay Bengali definition [বিলেই] (verb transitive) (নৌচালনবিদ্যা ও পর্বত.) ছেয়ে ফেলা; অবরুদ্ধ করা (দড়ির সাহায্যে)। belaying pin যে খিল বা গোঁজ ঢুকিয়ে গতিরোধ করা হয়।
- English Word belch Bengali definition [বেল্চ্] (verb transitive), (verb intransitive) (১) belch (out) উদ্গিরণ করা (অগ্নি, ধুম্র ইত্যাদি): The volcano belches out smoke and ashes. (২) ঢেকুর বা উদ্গার তোলা। □(noun) ঢেকুর বা ঢেকুরের শব্দ।
- English Word beleaguer Bengali definition [বিলীগা(র্)] (verb transitive) অবরোধ করা।
- English Word belfry Bengali definition [বেলফ্রি] (noun) (গির্জা, মন্দির ইত্যাদির) ঘণ্টাঘর।
- English Word belie Bengali definition [বিলাই] (verb transitive) (১) ভ্রান্ত বা অসত্য ধারণা দেওয়া। (২) প্রমাণ করতে বা প্রতিশ্রুতি রক্ষা করতে অসমর্থ হওয়া।
- English Word belief Bengali definition [বিলীফ] (noun) (১) [Uncountable noun] belief (in) বিশ্বাস; আস্থা; প্রত্যয়: The muslims have belief in God. It is my belief that …. in the belief that এই বিশ্বাসে যে; সুনিশ্চিত হয়ে: Talukder went you in the belief that you could do something for him. to the best of my belief আমি প্রকৃতই মনে করি যে, আমার সত্যিকার বিবেচনায়। (২) যা সত্য ও বাস্তব হিসেবে গৃহীত, যেসব বিষয় ধর্মের অংশ হিসেবে শেখানো হয়: the beliefs of the Christian Church.
- English Word believe Bengali definition [বিলীভ] (verb transitive), (verb intransitive) (১) বিশ্বাস করা; আস্থা রাখা: I believe what you have said just now. (২) believe in (ক) আস্থা খুঁজে পাওয়া: I believe in that man. (খ) অস্তিত্ব সম্পর্কে নিশিচত হওয়া: believe in God. (গ) কোনো কিছুর মূল্য বা যথার্থতা সম্পর্কে নিশ্চিত বোধ করা: Mr. Das believes in Homoeopathic remedies. (৩) make believe ভান করা; ভণিতা করা। make-believe (noun) ভান; ভণিতা। believer বিশ্বাসী ব্যক্তি; ইমানদার। believable (adjective) বিশ্বাসযোগ্য।
- English Word belike Bengali definition [বিলাইক্] (adverb) (প্রাচীন প্রয়োগ) সম্ভবত।
- English Word belittle Bengali definition [বিলিট্ল্] (verb transitive) খর্ব করা; মূল্যমান কমানো; মর্যাদাহানি করা: Don’t belittle yourself.
- English Word bell Bengali definition [বেল্] (noun) ঘণ্টা; ধাতুনির্মিত গোলাকার বস্তু যা বাজালে বাজে। as sound as a bell (লাক্ষণিক) খুবই ভালো অবস্থায় আছে এমন। ring a bell (কথ্য) অর্ধবিস্মৃত কোনো বিষয় পুনরায় স্মৃতিতে ফিরে আসা। (২) (নৌচালনবিদ্যা) প্রতি অর্ধঘণ্টাকাল নির্দেশকারী ঘণ্টাধ্বনি। (৩) bellboy, bellhop (America(n)) হোটেল, রেস্তোঁরা ইত্যাদিতে কর্মরত ছোঁকরা চাকর (এদের সাধারণত ঘণ্টা বাজিয়ে ডাকা হয়)। bell-bottoms (noun) যে পাজামার নিচের অংশ খুব ঢোলা বা প্রশস্ত (নাবিকদের কেউ কেউ এই পাজামা পরে)। bell buoy (noun) ঘণ্টাবাঁধা ভাসমান বয়া (যা তরঙ্গের আঘাতে বাজতে থাকে)। bell-flower ঘণ্টাকর্ণ; এক রকম ফুল। bell founder ঘন্টানির্মাতা। bell foundry ঘন্টা নির্মাণের করাখানা। bell-metal কাঁসা; ঘণ্টা নির্মাণে ব্যবহৃত ধাতু। bell push বিদ্যুৎচালিত ঘণ্টা বাজানোর বোতাম। bell ringer চার্চে যিনি ঘণ্টা বাজান। bell tent ঘণ্টা-আকৃতির তাঁবু। bell tower ঘণ্টাঘর। bellwether গলায় ঘণ্টাবাঁধা যে ভেড়া দলের পুরোভাগে থাকে; (লাক্ষণিক) দলের চাঁই। □(verb transitive) bell the cat (প্রবাদ) নিজে বিপদের ঝুঁকি নিয়ে কোনো দুঃসাহসিক কাজ করে অন্যদেরকে রক্ষা করা।
- English Word belladonna Bengali definition [বেলাডনা] (noun) বিষাক্ত ভেষজ বৃক্ষবিশেষ; বিষকাঁটালি।
- English Word belles-letters Bengali definition [বেল্লেট্রা] (noun) (plural) (singular verb-সহ) (ফরাসী) কবিতা, নাটক, উপন্যাস ইত্যাকার সৃজনশীল সাহিত্য।
- English Word bellicose Bengali definition [বেলিকোস্] (adjective) (সাহিত্যিক) যুদ্ধে আগ্রহী; সমরপ্রিয়; মারমুখো।
- English Word belligerency Bengali definition [বিলিজারান্সি] (noun) [Uncountable noun] যুধ্যমান অবস্থা; যুদ্ধে থাকার মতো অবস্থা।