B পৃষ্ঠা ২৬
- English Word bestiary Bengali definition [বেস্টিআরি America(n) বেস্টিয়েরি] (noun) বিভিন্ন জীবজন্তু সম্পর্কে মধ্যযুগীয় নীতিগল্পের সংকলন।
- English Word bestir Bengali definition [বিস্টার(র্)] (verb transitive) (past tense, past participle bestirred) কর্মতৎপর করা: to bestir oneself.
- English Word bestow Bengali definition [বিস্টোউ] (verb transitive) bestow (on/upon) প্রদান করা; আরোপ করা (সম্মান অর্থে): Fahim was bestowed with an honour. bestowal (noun) প্রদান; স্থাপন।
- English Word bestride Bengali definition [বিস্ট্রাইড্] (verb transitive) (past tense bestrode, past participle bestridden) ঘোড়া, চেয়ার প্রভৃতির দু পাশে দু পা রেখে বসা; ডিঙিয়ে যাওয়া।
- English Word bet Bengali definition [বেট্] (verb transitive), (verb intransitive) বাজি বা পণ রাখা বা ধরা; খেলা বা কোনো বিষয়ে ফলাফল নিয়ে পূর্ব হতে কোনো অভিমত জানিয়ে টাকার বাজি ধরা: He bet that Abahani would win. (কথ্য) I bet, আমি নিশ্চিত। □(noun) [Countable noun] এ ধরনের বাজি। betting বাজি ধরা। an even bet একই ধরনের সম্ভাবনা।
- English Word beta Bengali definition [বীটা] (noun) গ্রীক বর্ণমালার দ্বিতীয় অক্ষর β.
- English Word betake Bengali definition [বিটেইক্] (verb transitive) (past tense, past participle betook, betaken) দায়দায়িত্ব গ্রহণ করানো: He betook the responsibility of his disabled brother.
- English Word betel Bengali definition [বীট্ল্] (noun) পান; যে পাতা সাধারণত প্রাচ্যদেশে সুপারি ও অন্যান্য মসলাযোগে খাওয়া হয়। betel-nut সুপারি।
- English Word bêtenoire Bengali definition [বেইটনোয়া(র্)] (noun) (ফরাসী) কোনো ব্যক্তির খুবই অপ্রিয় বস্তু বা ব্যক্তি।
- English Word betide Bengali definition [বিটাইড্] (noun) ঘটা; (কারও ভাগ্যে): Woe betide him/you, etc. (if…) দুঃখ বা দুর্যোগ আসুক তার ভাগ্যে।
- English Word betimes Bengali definition [বিটাইম্জ্] (adverb) যথাসময়ে: Everybody should get up betimes for picnic; (প্রাচীন প্রয়োগ) প্রত্যুষে; ভোরে।
- English Word betoken Bengali definition [বিটোকান্] (verb transitive) (প্রাচীন প্রয়োগ) সংকেত দেখানো; লক্ষণ প্রকাশ করা: The depression in the bay betokens high winds.
- English Word betook Bengali definition [বিটূক্] দ্রষ্টব্য betake.
- English Word betray Bengali definition [বিট্রেই] (verb transitive) অবাধ্য হওয়া; প্রতারণামূলক আচরণ করা; বিশ্বাস ভঙ্গ করা; বিশ্বাসঘাতকতাপূর্বক পরিত্যাগ করা বা ধরিয়ে দেওয়া; প্রলোভন দেখিয়ে ছলনা করা: One shouldn’t betray one’s friend; অজ্ঞাতসারে সত্য প্রকাশ করা: Your face betrays that you are tired. betrayal (noun) [Uncountable noun] betrayer (noun) [Countable noun] বিশ্বাসঘাতক।
- English Word betroth Bengali definition [বিট্রোদ] (verb transitive) বিয়ের জন্য বাগদান করা। betrothal (noun) বিয়ের জন্যে বাগদান। betrothed (adjective), (noun) বাগদত্ত; বাগদত্তা: Seema was betroth to Rana.
- English Word better 1 Bengali definition [বেটা(র্)] (adjective) ('good' ও 'best' এর 'comparative'): Vegetable is better than meat for your health. Reba is better than Mati. Better than one’s word স্বীয় প্রতিশ্রুতির চেয়ে উদার। (do something) against one’s better judgement সঠিক হবে না জেনেও। no better than একই রকম। the better part of অধিক অংশ: Affection is the better part of love. (to) see better days অপেক্ষাকৃত সচ্ছল হওয়া। one’s better feelings নৈতিক অনুভূতি। better half (কথ্য) স্ত্রী। I feel much better today. পূর্বদিন অপেক্ষা শারীরিক অবস্থা ভালো: better off অপেক্ষাকৃত সচ্ছল।
- English Word better 2 Bengali definition [বেটা(র্)] (adverb) (well ও best-এর comparative): The more you read, the better you understand. You know him better than I do. be better off: I hope to be better off in next July; কোনো বিষয়ে সুনির্দিষ্ট সংশয় প্রকাশ করা: He said he was not responsible, but I know better; সঠিক বিষয়ে মনোযোগ দেওয়া: You had better mind your won business.
- English Word better 3 Bengali definition [বেটা(র্)] (noun) বয়োজ্যেষ্ঠ ব্যক্তি; অধিকতর জ্ঞানী ব্যক্তি: Try to follow what your elders and betters say. get the better of somebody or something জয় করা; পরাস্ত করা: this eloquence got the better of the argument. for better (or) for worse সৌভাগ্যে ও দুর্ভাগ্যে; উভয়ত।
- English Word better 4 Bengali definition [বেটা(র্)] (verb transitive) অধিকতর ভালো করা; অপেক্ষাকৃত উৎকর্ষসাধন করা: The new sewerage system will better the health conditions; This is alright, but try to better it. betterment (noun)
- English Word bettor Bengali definition [বেট্য(র্)] (noun) যে বাজি ধরে (punter অধিকতর প্রচলিত)।