B পৃষ্ঠা ২৩
- English Word beneath Bengali definition [বিনীথ] (preposition(al)), (adverb) নিচে; নিম্নে; ভিতরে; গভীরে; আড়ালে; অন্তরালে; যোগ্যতা নেই এমন: Te police behaviour in this issue in beneath contempt.
- English Word benedick Bengali definition [বেনিডিক্] (America(n) benedict) (noun) সদ্যবিবাহিত যিনি দীর্ঘদিন অবিবাহিত ছিলেন।
- English Word benedictine Bengali definition [বেনিডিক্টিন্] (adjective) - ৫২৯ খ্রিষ্টাব্দে সাধু বেনেডিক্ট প্রতিষ্ঠিত ধর্মীয় মতের অনুসারী। □(noun) অনুরূপ মতাবলম্বী সন্ন্যাসী বা সন্ন্যাসিনী; এই ধর্মমতে বিশ্বাসী সাধুদের তৈরি মদ।
- English Word benediction Bengali definition [বেনিডিক্শন্] (noun) আশীর্বাদ (প্রধানত চার্চের বিশেষ প্রার্থনাসভা অনুষ্ঠানের পর যে আশীর্বাদ উচ্চারিত হয়): pronounce the benediction.
- English Word benefaction Bengali definition [বেনিফ্যাকশ্ন্] (noun) উপকারসাধন; জনহিতকর দান বা বৃত্তি। benefactor [বেনিফ্যাক্ট(র্)] (noun) জনহিতকারী; দাতা; মহৎ ব্যক্তি। benefactress (feminine)
- English Word benefice Bengali definition [বেনিফিস্] (noun) খ্রিষ্টীয় যাজকের জীবনধারণে নিয়মিত অর্থবৃত্তি দিতে দানকৃত সম্পত্তি। beneficed (adjective)
- English Word beneficence Bengali definition [বেনিফিসন্স] [Countable noun] হিতসাধন; মঙ্গলকরণ; বদান্য। beneficent (adjective)
- English Word beneficial Bengali definition [বেনিফিশ্ল্] (adjective) লাভজনক; মঙ্গলজনক; হিতকর: The holidays may prove beneficial for the progress of the work.
- English Word beneficiary Bengali definition [বেনিফিশারি] [Countable noun] (plural beneficiaries) জমিদারের কাছ থেকে প্রজাস্বত্ববলে জমির অধিকার ভোগকারী ব্যক্তি; যাজকবৃত্তিভোগী; দান বা বৃত্তির প্রাপক; কোনো সূত্র হতে উপকারভোগকারী ব্যক্তি: He is a beneficiary of the new law.
- English Word benefit Bengali definition [বেনিফিট্] (noun) উপকার; লাভ; মঙ্গল; সুবিধা; সুফল: benefit of doubt always goes for the accused. On top of his salary he will receive benefits of different kinds. benefit performance কারো সাহায্যার্থে আয়োজিত অনুষ্ঠান: You will have the benefit of good breeding in future, শুভ প্রক্রিয়া: medical/risk benefit, ভাতা। □ (verb transitive) উপকার করা; মঙ্গল করা: I am benefited by your advice.
- English Word benelux Bengali definition [বিনেলাক্স্] (noun) বেলজিয়াম, নেদারল্যান্ডস ও লুক্সেমবার্গ- এই তিন দেশের সমন্বয়ে জোট।
- English Word benevolence Bengali definition [বিনেভালান্স্] [Uncountable noun] হিতসাধনের ইচ্ছা বা সংকল্প: All the brothers possess the quality of benevolence.
- English Word benevolent Bengali definition [বিনেভালান্ট্] (adjective) benevolent to/towards দয়ালু; সদাশয়। benevolently (adverb)
- English Word Bengali, Bengalee Bengali definition [বেন্গোলি] (adjective) বাংলাদেশ ও বাংলা ভাষাবিষয়ক। (noun) বাঙালি জাতি, বাংলা ভাষা।
- English Word benighted Bengali definition [বিনাইটিড্] (participial adjective) নৈতিকতা বা জ্ঞানের অভাবে অন্ধকারাচ্ছন্ন; (প্রাচীন প্রয়োগ) অন্ধকারে পথহারা পথিক।
- English Word benign Bengali definition [বিনাইন্] (adjective) (১) (ব্যক্তি) সদয়; সহৃদয়; নম্র; ভদ্র। (২) (আবহাওয়া ইত্যাদি) শান্ত; অনুকূল। (৩) (ব্যাধি) বিপজ্জনক বা ঝুঁকিপূর্ণ নয় এমন: a benign tumour. দ্রষ্টব্যmalignant (২). benignly (adverb)
- English Word benignant Bengali definition [বিনিগ্নান্ট] (adjective) দয়াবান; সজ্জন। benignantly (adverb)
- English Word benignity Bengali definition [বিনিগ্নাটি] (noun) (আনুষ্ঠানিক) [Uncountable noun] সহৃদয়তা; মঙ্গলকর কাজ; আনুকূল্য; [Countable noun] সদয় আচরণ; অনুগ্রহ।
- English Word bent 1 Bengali definition [বেন্ট্] (noun) ইচ্ছা; দক্ষতা: Seema has a bent for singing. Follow one’s bent নিজের পছন্দের কাজটি করা। to the top of one’s bent চূড়ান্তরূপে ইচ্ছাপূরণ। bent on কোনো উদ্দেশ্যসাধনে দৃঢ়সংকল্প হওয়া: He is bent on success at any cost.
- English Word bent 2 Bengali definition [বেন্ট্] past tense & past participle of, দ্রষ্টব্য bend (verb transitive), (verb intransitive).