B পৃষ্ঠা ২৭
- English Word between 1 Bengali definition [বিটুয়িন] (adverb) মধ্যে; মধ্যবর্তী স্থানে; The contract is between you and me. It’s a matter to be discussed between ourselves. few and far between দীর্ঘ বিরতিতে; অনেক ফাঁক ফাঁক স্থানে। between whiles মধ্যবর্তী সময়ে।
- English Word between 2 Bengali definition [বিটুয়িন] (preposition(al)) (১) মধ্যে; (স্থান): Comilla is between Dhaka and Chittagong. (২) (পদ, মর্যাদা) A Joint Secretary ranks between a Deputy Secretary and an Additional Secretary. (৩) (সময়): between the two world wars; between 1 O’clock and 2 O’clock; between youth and middle age. (৪) (দূরত্ব পরিমাণ): between ten and eleven miles; between fifty and sixty tons. (৫) (গতিবিধি) এদিক-ওদিক: This liner sails between Chittagong and Dhaka Ports. (৬) (সংযোগ): After all there has been between us (আমাদের আগের বন্ধুত্ব, অভিজ্ঞতা ইত্যাদির আলোকে)। (৭) (দুজনের মধ্যে ভাগাভাগি বোঝাতে): Share the money between you/between ourselves. (৮) (দুই বা দুজনের অধিক ব্যক্তির মধ্যে সমন্বয় বোঝাতে): The first five batsmen scored 273 runs between them. (৯) between something and something: My time is fully taken up between writing and reading. (১০) (সম্পর্ক): The relation between father and son; between right and wrong.
- English Word betwixt Bengali definition [বিটুয়িক্স্ট্] (preposition(al)), (adverb) মধ্যে (প্রাচীন প্রয়োগ): betwixt and between (কথ্য) অনির্দিষ্ট; এটাও হয় ওটাও হয় এমন।
- English Word bevel Bengali definition [বেভ্ল্] (noun) ঢাল; ঢালু। bevel gear দাঁতালো উপরিতলের দুটি গিয়ারের কোনো একটি। □(verb transitive) ঢালু করা।
- English Word beverage Bengali definition [বেভারিজ্] (noun) [Countable noun] (আনুষ্ঠানিক) সুরাবিশেষ; পানি বাদে দুধ, চা, মদ, বিয়ার প্রভৃতি যেকোনো ধরনের পানীয়।
- English Word bevy Bengali definition [বেভি] (noun) সম্মিলন; সমবেত সভা; (পাখির) ঝাঁক।
- English Word bewail Bengali definition [বিওয়েইল্] (verb transitive) (কাব্যিক) শোক জানানো; বিলাপ করা (প্রধানত মৃতের জন্য)।
- English Word beware Bengali definition [বিওয়্যা(র্)] (verb transitive), (verb intransitive) সতর্ক হওয়া: beware of dogs; beware of pick pockets in the bus.
- English Word bewilder Bengali definition [বিউইলডা(র্)] (verb transitive) হতভম্ব করা; বিভ্রান্ত করা: I felt simply bewildered at the extremity of the situation. bewildering (adjective) bewilderingly (adverb) bewilderment (noun)
- English Word bewitch Bengali definition [বিউইচ্] (verb transitive) (past tense, past participle bewitched) জাদু দ্বারা বশ করা; সম্মোহিত করা; মুগ্ধ করা; মোহনীয়ভাবে আকর্ষণ করা: The young woman has a bewitching charm. bewitching সম্মোহক। bewitchingly (adverb) bewitchment (noun)
- English Word bey Bengali definition [বেই] (noun) প্রশাসক (তুর্কি শব্দ): Bey of Tunis.
- English Word beyond 1 Bengali definition [বিয়ন্ড্] (adverb) পেরিয়ে; কোনো বিশেষ দুরত্বের চেয়ে আরও দূরে: Traveller travelling beyond Jessore must change at Ishurdi.
- English Word beyond 2 Bengali definition [বিয়ন্ড্] (preposition(al)) ধারে; পেছনে; দূরে; পার হয়ে যেতে হয় এমন: It is beyond the station; সময়সীমা বোঝাতে: You must not hold it beyond 15th of this month; অতিক্রম করে: This perversity is beyond condemnation; You should not expend beyond what you earn; নেতিবাচক অর্থে: He has nothing beyond his family name.
- English Word bezique Bengali definition [বিজীক্] (noun) দুজন বা চারজন খেলে এমন বিশেষ রকমের তাস খেলা।
- English Word bhadralok Bengali definition [ভদ্রোলোক্] [Countable noun] (পুরাতনী) উনিশ-বিশ শতকের বাংলাদেশে শিক্ষিত ও সচ্ছল ব্যক্তি। bhadramahila [ভদ্রোমোহিলা] (noun) সম্ভ্রান্ত নারী; ভদ্রমহিলা।
- English Word Bhagavatgita Bengali definition [ভগোবত্গীতা] (অপিচ Gita [গীতা]): (noun) (singular) মহাভারতের অংশবিশেষ, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে ধর্মোপদেশ দিয়েছেন; ভগবদগীতা– স্বতন্ত্র গ্রন্থরূপে এটি হিন্দুদের কাছে পবিত্র বিবেচিত।
- English Word Bhagwan Bengali definition [ভগোআন্/বান্] (noun) (১) ঈশ্বর; ভগবান। (২) অবতার বা ধর্মগুরুর উপাধি: Bhagwan Sree Krishna.
- English Word bhakti Bengali definition [ভোকতি্] [Uncountable noun] (হিন্দুধর্মে) গভীর মনোযোগের সঙ্গে ধর্মীয় বিধিনিষেধ পালন; ভক্তি। the bhakti movement (noun) মধ্যযুগে ভারতবর্ষে উদ্ভূত মতবাদ, যে মতবাদে বর্ণবৈষম্যের অসারতা এবং প্রার্থনার গুরুত্ব স্বীকৃত। bhaktiyoga [Uncountable noun] ভক্তির উপর গুরুত্বারোপ করা আধ্যাত্মিক সাধনা।
- English Word bhang Bengali definition [ভাঙ্] [Uncountable noun] শণজাতীয় গাছের পাতা, যা মাদকরুপে খাওয়া যায়: সিদ্ধি; ভাং; ভাংয়ের শরবত।
- English Word Bharat Bengali definition [ভারোত্] (noun) ভারত। Bharatmata (noun) মাতৃরুপীভারত। Bharat Ratna (noun) ভারত সরকার প্রদত্ত সর্বোচ্চ সম্মানজনক খেতাব।