B পৃষ্ঠা ২৫
- English Word beseech Bengali definition [বিসীচ্] (verb transitive) (past tense, past participle besought) মিনতি করা; সনির্বন্ধ প্রার্থনা করা: I do hereby beseech your kind attention. beseeching (adjective) সবিনয়; সকাতর। beseechingly (adverb)
- English Word beseem Bengali definition [বিসীম্] (verb transitive), (verb intransitive) শোভন বা উপযুক্ত হওয়া; মানানসই হওয়া: Your conduct does not beseem your position. beseeming (adjective) beseemingly (adverb)
- English Word beset Bengali definition [বিসেট্] (verb transitive) চারদিক থেকে অবরোধ বা ঘেরাও করা: The disaster has beset us with grave difficulties. besetting sin যে পাপ মানুষকে প্রায়ই প্রলুব্ধ করে।
- English Word beside Bengali definition [বিসাইড্] (preposition(al)) পাশে; নিকটে: Our village is beside the river; তুলনীয় অর্থে: I always feel small beside you; সাহায্যকারী অর্থে: Anwar always stood beside me in my days of grief. set beside বিপরীতে: There is no footballer who can be set beside Maradona as a striker. beside the point অসংলগ্ন; অপ্রয়োজনীয়; অবান্তর: The minister’s speech was thoroughly beside the point. beside oneself আত্মহারা; আনন্দে উচ্ছল/ক্রোধে উন্মত্ত।
- English Word besides Bengali definition [বিসাইডজ্] (adverb) তাছাড়া; এতদ্ব্যতীত; অতিরিক্ত; অধিকন্তু: There’re others to help me besides you.You should not smoke for your health, besides it is quite expensive.
- English Word besiege Bengali definition [বিসীজ] (verb transitive) সেনাবাহিনী কর্তৃক ঘিরে ফেলা; অবরোধ করা; চারিদিক থেকে আক্রমণ করা: The city was besieged by enemy forces. besiege with অনুরোধ ও আবদারে অতিষ্ঠ করে তোলা: The artist was besieged with requests from the enthusiastic audience. besieger (noun)
- English Word besmear Bengali definition [বিস্মিআ(র্)] (verb transitive) besmear with তেল ইত্যাদি লেপন করা; দূষিত করা।
- English Word besmirch Bengali definition [বিস্মাচ্] (verb transitive) নোংরা করা; কলুষিত করা।
- English Word besom Bengali definition [বীজাম্] (noun) লম্বা হাতলওয়ালা ঝাঁটা বা ঝাড়ু।
- English Word besotted Bengali definition [বিসটিড্] (adjective) besotted by/with আচ্ছন্ন করা হয়েছে এমন (মদ, প্রেম, মাদক ইত্যাদি দ্বারা); হতবুদ্ধি।
- English Word besought Bengali definition [বিসট্] (past tense), (past participle) =beseech
- English Word bespangled Bengali definition [বিস্প্যাঙ্গল্ড্] (adjective) bespangled with চুমকি বা অনুরূপ উজ্জ্বল বস্তু দ্বারা খচিত বা সজ্জিত।
- English Word bespattered Bengali definition [বিস্প্যাটাড্] (adjective) bespattered with কাদা জাতীয় পদার্থ দিয়ে ঢাকা; (লাক্ষণিক) নিন্দা ইত্যাদি দ্বারা কলঙ্কিত।
- English Word bespoke Bengali definition [বিস্পোউক্] (adjective) নির্দেশমাফিক তৈরি (দ্রব্যাদির ক্ষেত্রে রেডিমেড বা আগে থেকে তৈরি নয়)। bespoke shoemaker/tailor নির্দেশমাফিক যে মুচি/দরজি, জুতা/পোশাক তৈরি করেন। bespoke software নির্দিষ্ট ব্যক্তি বা সংস্থার প্রয়োজনানুযায়ী প্রস্তুত কম্পিউটার কার্যক্রম।
- English Word besprinkle Bengali definition [বিস্প্রিংক্ল্] (verb transitive) দেহের উপর ছিটিয়ে দেওয়া।
- English Word best 1 Bengali definition [বেস্ট্] (adjective) (well ও better-এর superlative) সর্বোত্তম; সর্বোৎকৃষ্ট; সবচেয়ে ভালো; সবার সেরা: the best boy in the class; the best possible solution of the problem; the best part of the novel; the best shampoo available in the market; the best value for your money; the best part of his life was spent abroad. best man বরের সঙ্গী; মিতবর। best maid কনের সঙ্গিনী; মিতকনে। Put one’s best foot forward যথাসম্ভব দ্রুত হাঁটা।
- English Word best 2 Bengali definition [বেস্ট্] (adverb) ('good' ও 'better'এর 'superlative') সবচেয়ে ভালো: Everyone sleeps best in the midnight. He is the best qualified doctor in the locality. as best one/may can যথাসম্ভব উত্তমরুপে কার্য সম্পাদন: She acted her best. best seller (noun) সর্বাধিক বিক্রি: Peter Carey’s book was the best-seller this month.
- English Word best 3 Bengali definition [বেস্ট্] (pronoun) অনেক ব্যক্তি বা বস্তুর মধ্যে অসাধারণ; কোনো বস্তুর সর্বত্তোম অংশ: He is the best of soldiers. We’re the best cadets. all the best শুভকামনা। be/dress in one’s (Sunday) best সবচেয়ে সুন্দর পোশাক পরা। all for the best প্রথমে মঙ্গলকর মনে না-হলেও অবশেষে মঙ্গলময়। best of it ঘটনার সবচেয়ে চমৎকার অংশ। at best সবচেয়ে যতটা ভালো হওয়া সম্ভব। at the best of times সবচেয়ে সুবিধাজনক সময়ে। make the best of a bad job/business যথাসম্ভব করা। make the best of one’s way home নানা বাধাবিপত্তি সত্ত্বেও দ্রুত বাড়ি ফিরে আসা। make the best of things মনঃপূত না-হলেও যথাসম্ভব চেষ্টা করা। to the best of my knowledge যতদূর আমি জানি (যদিও আমার ধারণায় ভ্রান্তি থাকতে পারে)।
- English Word best 4 Bengali definition [বেস্ট্] (verb transitive) (কথ্য) জিতে যাওয়া; পরাস্ত করা।
- English Word bestial Bengali definition [বেস্টিয়াল্] (adjective) পশুবৎ; পাশব; নিষ্ঠুর। bestially (adverb) bestiality (noun)