স পৃষ্ঠা ৫৫
- Bengali Word সাতাশ English definition [শাতাশ্] (বিশেষ্য) (বিশেষণ) ২৭ সংখ্যা বা সংখ্যক। সাতাশে (বিশেষ্য) (বিশেষণ) মাসের ২৭ তারিখ বা তারিখের। {(তৎসম বা সংস্কৃত) সপ্তবিংশতি>}
- Bengali Word সাতাশি, সাতাশী English definition [শাতাশি] (বিশেষ্য) (বিশেষণ) ৮৭ সংখ্যা বা সংখ্যক। {(তৎসম বা সংস্কৃত) সপ্তাশীতি>}
- Bengali Word সাতিশয় English definition [শাতিশয়্] (বিশেষণ) অত্যন্ত; অধিক; খুব বেশি (নগরপাল রাজমহিষীর সাতিশয় প্রিয়পাত্র ছিল-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(তৎসম বা সংস্কৃত) স+অতিশয়}
- Bengali Word সাতুই English definition ⇒ সাত
- Bengali Word সাতোয়াঁ English definition [শাতোয়া] (বিশেষণ) সপ্তম (রাত্রির বিষাদ ভরা স্বপ্নাচ্ছন্ন সাতোয়াঁ আকাশে-ফররুখ আহমদ)। {(তৎসম বা সংস্কৃত) সপ্ত>}
- Bengali Word সাত্তা English definition [শাত্তা] (বিশেষণ) সাত সংখ্যা (তিন সাত্তা একুশ, চার সাত্তা ইত্যাদি)। {(তৎসম বা সংস্কৃত) সপ্ত>}
- Bengali Word সাত্ত্বিক English definition [শাত্তিক্] (বিশেষণ) ১ সত্ত্বগুণ সম্পর্কিত। ২ সত্ত্বগুণ সম্পন্ন (সাত্ত্বিক লোক)। ৩ ফলাকাঙ্ক্ষাশূন্য; কামনাশূন্য। ৪ সাধু; সৎ (লোকটি সাত্ত্বিক)। □ (বিশেষ্য) ব্রহ্মা। সাত্ত্বিক ভাব (বিশেষ্য) স্তম্ভ, স্বেদ, রোমাঞ্চ, স্বরভঙ্গ, কম্প, বিবর্ণতা, অশ্রু, ও মূর্ছা-এই আট প্রকার ভাব। {(তৎসম বা সংস্কৃত) সত্ত্ব+ইক(ঠঞ্)}
- Bengali Word সাথ English definition [শাথ্] (বিশেষ্য) ১ সঙ্গ (সাথ নেওয়া, সাথের মানুষ)। □ (অব্যয়) ১ সঙ্গে; সাথে (তার সাথে যাও, সাথ সাথ যাওয়া)। ২ একত্রে (এক সাথ রওয়ানা করা)। {(তৎসম বা সংস্কৃত) সহিত}
- Bengali Word সাথি, সাথী English definition [শাথি] (বিশেষ্য) সহচর; সহগামী; সঙ্গী (সঙ্গচ্যুত সাথীকে ঊর্ধ্বস্বরে ডাক পাড়িতেছে-রবীন্দ্রনাথ ঠাকুর)। {সাথ+ই, ঈ}
- Bengali Word সাথুয়া, সেথুয়া, সেথো English definition [শাথুয়া, শেথুয়া, শেথো] (বিশেষ্য) (বিশেষণ) সঙ্গী; সহযাত্রী; সঙ্গের; সহচর (সাথুয়া তাহার পাড়ার দুষ্ট ছেলে)। {(বাংলা) সাথ+উয়া,>ও}
- Bengali Word সাথে English definition [শাথে] (অব্যয়) সঙ্গে; সাথে (সাথে সাথে চল)। {(তৎসম বা সংস্কৃত) সারথ>+এ}
- Bengali Word সাদ ১ English definition [শাদ্] (বিশেষ্য) ১ অবসন্নতা; আলস্য। ২ বিশুদ্ধতা। ৩ হিংসা; স্পর্ধা (এত বড় তার সাদ তোমা সনে করে বাদ-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(তৎসম বা সংস্কৃত) √সদ্+অ(ঘঞ্)}
- Bengali Word সাদ ২ English definition [শাদ্] (বিশেষ্য) ১ সাধ; ইচ্ছা; অভিলাষ। ২ গর্ভিণীর স্পৃহা। {(তৎসম বা সংস্কৃত) শ্রদ্ধা>সাধ>সাদ}
- Bengali Word সাদন English definition [শাদোন্] (বিশেষ্য) ধ্বংস; বিনাশন; উচ্ছেদ (উৎসাদন)। সাদিত (বিশেষণ) ধ্বংসিত; বিনাশিত। {(তৎসম বা সংস্কৃত) সদ্+ই(ণিচ্)+অন(ল্যুট্)}
- Bengali Word সাদর English definition [শাদোর্] (বিশেষণ) আদরের সঙ্গে; প্রীতিপূর্ণভাবে; সমাদরে (সাদর অভ্যর্থনা)। সাদরে (ক্রিয়াবিশেষণ) আদর পূর্বক; আদর করে। {(তৎসম বা সংস্কৃত) স+আদর}
- Bengali Word সাদা, শাদা English definition [শাদা] (বিশেষণ) ১ সফেদ; শুভ্র (কলঙ্কলেশহীন সাদা মেঘপুঞ্জ-মনোজ বসু)। ২ শ্বেতবর্ণ; শ্বেতকায় (সাদা আদমি, সাদা দেয়াল)। ৩ জড়তাশূন্য; অকুটিল; সরল (ব্যাপারটা নিতান্ত সাদা-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৪ সহজ (সাদা কথা)। ৫ আড়ম্বরহীন; রঙিন নয় এমন (সাদা কাপড়)। ৬ শান্ত; নম্র (সাদা লোক)। ৭ উদার; মহৎ (সাদা দিল; শাদা দয়া-বুদ্ধদেব বসু)। ৮ অলঙ্কারহীন; অনলঙ্কৃত (সাদা হাত)। ৯ অলিখিত; দাগশূন্য (সাদা কাগজ)। সাদাকে কালো এবং কালোকে সাদা করা (আলঙ্কারিক) (ক্রিয়া) সত্য মিথ্যা বানানো কথা; যা নয় তাই বলা বা করা; নির্জলা মিথ্যা ভাষাণ। সাদাটে (বিশেষণ) বিবর্ণ; সাদার ভাব; অল্প সাদা; সাদা সাদা (পাথর চাপা বিবর্ণ সাদাটে ঘাস-আলাউদ্দীন আল আজাদ)। সাদা দিল (বিশেষ্য) সরল প্রাণ (সে বড় সাদাদিলের ছেলে-নীলিমা ইব্রাহীম)। সাদামাঠা, সাদামাটা (বিশেষণ) আড়ম্বরহীন; কারুকার্যশূন্য; নিরাভরণ (কবরটা অত্যন্ত সাদামাটা-সৈয়দ মুজতবা আলী)। সাদার পাতা (বিশেষ্য) তামাকের পাতা যা চিবিয়ে খাওয়া হয় (সাদার পাতা আনেনি তাই বেজার সবার মন-জসীমউদ্দীন)। সাদাসিধা/সাদাসিধে (বিশেষণ) ১ প্রসাধনবিবর্জিত; সরল; শান্ত; নিরীহ (একখানি সাদাসিধে মুখ-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ আড়ম্বরবর্জিত; সাধারণ ধরনের (সাদাসিধা শাড়ি-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(ফারসি) সাদ্হ}
- Bengali Word সাদি ১ English definition ⇒ শাদি
- Bengali Word সাদি ২, সাদী English definition [শাদি] (বিশেষণ) অশ্ব বা গজ বা রথে আরোহণকারী; সারথি (ক্রোধে অন্ধ, কুছলে ভুলিল, লাফে লাফে পৃষ্ঠে দুষ্ট সাদী অমনি চরিল-মাইকেল মধুসূদন দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) সদ্+ই(ইঞ্)}
- Bengali Word সাদিক English definition [সাদিক্] (বিশেষণ) সত্যবাদী; বিশ্বস্ত (সাদিক সত্যবাদী বলে তারা ডাকিত নবীরে ভক্তি ভরে-কাজী নজরুল ইসলাম)। {(আরবি) সাদিক}
- Bengali Word সাদিয়ানা, সাদিনা English definition ⇒ শাদিয়ানা