স পৃষ্ঠা ৫৪
- Bengali Word সাজা ২ English definition [শাজা] (ক্রিয়া) ১ সজ্জিত হওয়া; পোশাক-পরিচ্ছদ পরে প্রস্তুত হওয়া (ভ্রমণে যাওয়ার জন্য সাজা)। ২ ভান করা (সাধু সাজা)। ৩ তৈরি করা (তামাক সাজা)। □ (বিশেষ্য) উক্ত সকল অর্থে। □ (বিশেষণ) তৈরি করা; খাওয়ার জন্য তৈরি করা হয়েছে এমন (সাজা পানি)। সাজানো (বিশেষ্য) ১ সজ্জিত করা (কনে সাজানো)। ২ শৃঙ্খলাবদ্ধ করা (সৈন্য সাজানো)। □ (ক্রিয়া) গোছানো (পুস্তক সাজানো)। {সাজ+আ}
- Bengali Word সাজাত্য English definition [শাজ্তো] (বিশেষ্য) সজাতীয়তা; সমজাতিত্ব; একরূপতা। {(তৎসম বা সংস্কৃত) সজাতি+য(ষ্যঞ্)}
- Bengali Word সাজি English definition [শাজি] (বিশেষ্য) ১ টুকরি; চুবড়ি; সংগৃহীত ফুল রাখার ডালবিশেষ (বাম করে লয়ে সাজি-রবীন্দ্রনাথ ঠাকুর)। সাজিমাটি (বিশেষ্য) ক্ষারজাতীয় মাটি; চুনা পাথরবিশেষ (সাজিমাটি দিয়ে কাপড় পরিষ্কার করা)। {(তৎসম বা সংস্কৃত) সর্জি>}
- Bengali Word সাজো, সাজু English definition [শাজো, শাজু] (বিশেষণ) ১ টাটকা; তাজা; আজকের (সাজো মিষ্টি)। ২ পুরাতন বা বাসি নয় এমন (সাজো কথা)। সাজো কাপড় (বিশেষ্য) সদ্য কাচা এবং অব্যবহৃত কাপড় (সাজো কাপড়ে নামাজ পড়া)। সাজোবাসি (বিশেষ্য) এক বেলার মধ্যে কাচা ক্ষারমিশ্রিত পানি দ্বারা সিদ্ধ করা কাপড়চোপড়। {(তৎসম বা সংস্কৃত) সদ্য>}
- Bengali Word সাজোয়াল English definition [শাজোয়াল্] (বিশেষ্য) তহশিলদার; রাজস্ব আদায়কারী; বর্মপরিহিত রাজকর্মচারী। {সাঁজোয়া+আল}
- Bengali Word সাঞ্জোয়া English definition [শান্জোয়া] (বিশেষ্য) বর্ম; অস্ত্রাদি; রণসজ্জা (একশ বাহাত্তুর মণি সাঞ্জোয়া পরিল। সাত শত মণের গদা হাতে করি নিল-হেয়াত মাহমুদ)। {(তৎসম বা সংস্কৃত) সংযোজক>সাঁজোয়া>সাঞ্জোয়া}
- Bengali Word সাট ১ English definition [শাট্] (বিশেষ্য) ১ সমস্ত; সব (পাকা তামা বলি ফিরে দিল সাটে-ভারতচন্দ্র রায়গুণাকর)। ২ সংক্ষেপ। ৩ সংকেত (সাটে লেখা)। {(তৎসম বা সংস্কৃত) সংকেত>}
- Bengali Word সাট ২ English definition [শটা] (বিশেষ্য) ষড়যন্ত্র; গোপন পরামর্শ (সাট করেছ পারার লোকের সাথে। □ (ক্রিয়া) সাটন; সঞ্চালন (তখন দুই বোনে ফুল বাতাসী চার পাখায় সাটু দিয়া সেই নিঝুম রাতের পাড়ি শূন্যে উড়িল-দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার)। {(তৎসম বা সংস্কৃত) ষড়যন্ত্র>ষড়>}
- Bengali Word সাট ৩ English definition [সাট্] (বিশেষ্য) ১ ছাট; ছিটা। ২ অক্ষরের ছাঁচ। {(ইংরেজি) sort}
- Bengali Word সাটাসাটি English definition [শাটাশাটি] (বিশেষ্য) শাসন; তিরস্কার (সরকার সাহেব তাদের বাড়ীর আংগিনায় দাঁড়াইয়া সাটাসাটি করিয়া তাদের বাড়ির বাহির করেন-আবুল মনসুর আহমদ)। {√শাস>}
- Bengali Word সাটি, সাটী, শাটি English definition [শাটি] (বিশেষ্য) পাড়যুক্ত শাড়ি কাপড় (নটী বেহুলার মেথুলা সাটি-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {শাটিকা>}
- Bengali Word সাটিন English definition [শাটিন্] (বিশেষ্য) পুরু চিক্কণ ও মসৃন রেশমি বস্ত্র (পরনে সাটিনের পজামা-সৈয়দ মুজতবা আলী)। {(ইংরেজি) satin}
- Bengali Word সাত English definition [শাত্] (বিশেষ্য) (বিশেষণ) ১ ৭ সংখ্যা বা সংখ্যক (সাত টাকা)। □ (বিশেষণ) বহু; অনেক (সাত শরিকের বাড়ি)। সাতই, সাতুই (বিশেষ্য) সপ্তম দিন; সাত তারিখ (সাতই ভাদ্র)। সাত কথার এক কথা-বহু কথার মধ্যে সার কথা (ক্রিয়া) বহু কটু কথা বা অপ্রিয় কথা শুনানো। সাত কাণ্ড রামায়ণ (বিশেষ্য) ১ সাতটি কাণ্ড অর্থাৎ অধ্যায়ে রচিত রামায়ণগ্রন্থ। ২ (আলঙ্কারিক) বিরাট গল্প; বৃহৎ ব্যাপার। সাত খুন মাপ (আলঙ্কারিক) গুরুতর অপরাধের শাস্তি না হওয়া; সমস্ত অপরাধ বরদাস্তকরণ (ধনীর সন্তানের সাত খুন মাপ)। সাত ঘাটের জল/পানি খাওয়া/খাওয়ানো (ক্রিয়া) বহু বিপদে পড়া বা ফেলা; অত্যন্ত নাকাল হওয়া বা করানো; বিভিন্ন স্থানে চাকরি করা বা করানো। সাত চড়ে রা করে না/বেরোয় না-সমস্ত অত্যাচার মুখ বুজে সহ্য করে অর্থাৎ অত্যন্ত নিরীহ প্রকৃতির লোক। সাত তবক (বিশেষণ) সপ্ততলবিশিষ্ট; সপ্ত স্তর (সাত তবক আশমান পেরিয়ে যায় ভেসে কোন সুদূর দেশে-জসীমউদ্দীন)। সাত তাড়াতাড়ি (বিশেষণ) অতি শীঘ্র (সে রাত্রে আবদুর রহমান আমাকে সাত তাড়াতাড়ি খাইয়ে দিয়ে আপন হাতে বিছানায় শুইয়ে দিল-সৈয়দ মুজতবা আলী)। সাত নকলে আসল খাস্তা-বারে বারে নকল করতে করতে সূচনায় যার নকল করা হয়েছিলো তা সম্পূর্ণ বিকৃত হয়ে যায় (পুরাণ কাহিনীগুলি সাত নকলে আসলে খাস্তা হইয়া ইতিহাসের আলখেল্লা পরিয়া....বসিয়াছে-মাওলানা মুহম্মদ আকরম খাঁ)। সাতনরি/সাতনরী হার (বিশেষ্য) সপ্তপেঁচি কণ্ঠহার; যে কন্ঠহারে সাতটি প্যাঁচ আছে (পান্না-মণির সাতনরী হার দোলে-আহমদ শরীফরাফ সিদ্দিকী)। সাত নলা (বিশেষণ) (আলঙ্কারিক) যে বন্দুক দ্বারা সাতটি গুলি একসঙ্গে ছোড়া যায়। সাতপাঁচ, সাতসতের (বিশেষণ) ১ বিবিধ; বহুপ্রকার। □ (বিশেষ্য) নানা কথা; বহুদিক। সাতপুরু (বিশেষণ) সপ্তস্তর উঁচু (সাত পুরু গদির তলায় একগাছি চুল-অবনীন্দ্রনাথ ঠাকুর)। সাত পুরুষে না শোনা (ক্রিয়া) কখনও না শোনা; বংশানুক্রমে অশ্রুত। সাতবাসি, চোদ্দবাসি (বিশেষণ) পচা; খাওয়ার অযোগ্য (রাক্ষসী, সাতবাসী পান্তা চৌদ্দবাসী তেঁতুলের অম্বল খাইয়া অসুখ বানাইয়া বসিল-দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার)। সাতমা (বিশেষ্য) সৎমা; বিমাতা (বর পাইলা চল তু্হ্মি সাত মা-এর পাস-শেখ ফয়জুল্লাহ)। সাত রাজার ধন মানিক (বিশেষ্য) দুষ্পাপ্য; কষ্টার্জিত বহুমূল্য সম্পদ। সাতষট্টি (বিশেষ্য) (বিশেষণ) ৬৭ সংখ্যা বা সংখ্যক। সাত সতিনের ঘর (আলঙ্কারিক) কলহপূর্ণ সংসার (একি সাত সতিনের ঘর যে সারাদিন ছুঁচোর কচকচি লেগেই আছে)। সাত সমুদ্র তের নদীর পার (বিশেষ্য) ১ রূপকথার সপ্ত সাগর তের নদী অতিক্রম করে প্রাপ্য স্থান। ২ বহু দূরবর্তী স্থান। সাতেও নেই পাঁচেও নেই (আলঙ্কারিক) সংশ্রবশূন্য। {(তৎসম বা সংস্কৃত) সপ্ত>}
- Bengali Word সাতকাহন English definition [শাত্কাহোন্] (বিশেষণ) ১ সাত কাহন সংখ্যক অর্থাৎ ৭×১২৮০=৮৯৬০। ২ (আলঙ্কারিক) অসংখ্য; অন্তহীন। {সাত+কাহন}
- Bengali Word সাতত্য English definition [শাতোত্তো] (বিশেষ্য) ১ প্রবহমানতা। ২ নিরন্তরতা। ৩ অবিচ্ছেদ। {(তৎসম বা সংস্কৃত) সতত+য(ষ্যঞ্)}
- Bengali Word সাতনরী, সাতনলা, সাতপাঁচ, সাতপুরুষ, সাতষট্টি, সাতসতের English definition ⇒ সাত
- Bengali Word সাতা English definition [শাতা] (বিশেষ্য) সাত ফোঁটাযুক্ত তাস। {(তৎসম বা সংস্কৃত) সপ্ত> (বাংলা) সাত+ (বাংলা) আ}
- Bengali Word সাতাইশ English definition ⇒ সাতাশ
- Bengali Word সাতাত্তর English definition [শাতাত্তোর্] (বিশেষ্য) (বিশেষণ) ৭৭ সংখ্যা বা সংখ্যক। {(তৎসম বা সংস্কৃত) সপ্তসপ্ততি>}
- Bengali Word সাতান্ন English definition [শাতান্নো] (বিশেষ্য) (বিশেষণ) ৫৭ সংখ্যা বা সংখ্যক। {(তৎসম বা সংস্কৃত) সপ্তপঞ্চাশৎ>}