স পৃষ্ঠা ৫৮
- Bengali Word সান্ত্রি, সান্ত্রী English definition [শান্ত্রি] (বিশেষ্য) প্রহরী; রক্ষী; যে সৈনিক পাহারার কাজ করে (যত সান্ত্রী দাঁড়ায়ে দ্বারে-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(ইংরেজি) sentry}
- Bengali Word সান্দ্র English definition [শান্দ্রো] (বিশেষ্য) ১ বন। □ (বিশেষণ) ১ ঘন; নিবিড় (সান্দ্র বনানী)। ২ প্রগাঢ় (পুঞ্জিত নিঃশব্দ প্রশান্ত দুঃখের মতো সান্দ্র সুনিবিড় অন্ধকার-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {স+√অন্দ্+র(রক্)}
- Bengali Word সান্ধা English definition [শান্ধা] (ক্রিয়া) প্রবেশ করা (অগ্নিজিহ্বা নাম ধর রাবণের চর তেলাপোকা রূপে আসি সান্ধাইল ঘর-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) সম্+√ধা=সন্ধা>}
- Bengali Word সান্ধিবিগ্রহিক English definition [শান্ধিবিগ্গ্রোহিক্] (বিশেষ্য) সন্ধি ও যুদ্ধ বিষয়ে জ্ঞানসম্পন্ন ও তজ্জন্য নিয়োজিত মন্ত্রী; Defence Minister। {(তৎসম বা সংস্কৃত) সন্ধিবিগ্রহ+ইক(ঠঞ্)}
- Bengali Word সান্ধ্য English definition [শান্ধো] (বিশেষণ) ১ সন্ধ্যাকালীন; সন্ধ্যাবেলার। ২ সন্ধ্যাসম্পর্কিত। {(তৎসম বা সংস্কৃত) সন্ধ্যা+অ(অণ্)}
- Bengali Word সান্নিধ্য English definition [শান্নিধ্ধো] (বিশেষ্য) সামীপ্য; নৈকট্য; নিকটবর্তিতা। {(তৎসম বা সংস্কৃত) সন্নিধি+য(ষ্যঞ্)}
- Bengali Word সান্নিপাতিক English definition ⇒ সন্নিপাত
- Bengali Word সান্বয় English definition [শান্নয়্] (বিশেষণ) ১ অন্বয়ের সাথে; অন্বয়যুক্ত (সান্বয় টীকা)। ২ সম্পর্কিত; সম্পর্কযুক্ত। {(তৎসম বা সংস্কৃত) স+অন্বয়}
- Bengali Word সাপ English definition [শাপ্] (বিশেষ্য) একপ্রাকর সরীসৃপ; সর্প; নাগ; অহি; উরগ। সাপিনী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) ১ স্ত্রী সাপ (এই ফুলের ঝাঁপিতে লোভের সাপিনী আছে-কাজী নজরুল ইসলাম)। ২ সাপ নিয়ে খেলা করে যে নারী (সাপিনী যোগিনী এল ত্বরা করে)। সাপও মরে লাঠিও না ভাঙে (আলঙ্কারিক) বিপদ এড়িয়ে কার্যসিদ্ধি করা। সাপে-নেউলে (বিশেষ্য) অহি-নকুল সম্পর্ক; (আলঙ্কারিক) চিরশত্রুতা। সাপের ছুঁচো গেলা (আলঙ্কারিক) নিজের নির্বুদ্ধিতার ফলে বাধ্য হয়ে অনভিপ্রেত কাজে জড়িয়ে পড়া; উভয় সঙ্কটে পড়া (ইঁদুর ভ্রমে দুর্গন্ধময় ছুঁচা গিলতে শুরু করে দাঁতের বক্রতাহেতু বমনে অক্ষমতার জন্য সাপের তা বাধ্য হয়ে গেলা)। সাপের পাঁচ পা দেখা (আলঙ্কারিক) অত্যন্ত স্পর্ধার ফলে অহেতুক বাড়াবাড়ি করা। সাপের লেজে পা দেওয়া (আলঙ্কারিক) দুর্দান্ত লোককে ক্ষেপিয়ে দিয়ে বিপদ সৃষ্টি করা। সাপের হাঁচি বেদেয় চেনে (আলঙ্কারিক) অভিজ্ঞ ব্যক্তি লক্ষণ দেখে বস্তু চিনতে ভুল করে না; অভিজ্ঞ ব্যক্তিকে ফাঁকি দেওয়া যায় না; দুষ্ট লোকের গতিবিধি বুদ্ধিমান ব্যক্তির বুঝতে অসুবিধা হয় না। সাপের হাঁড়ি (আলঙ্কারিক) অতিশয় কোপনস্বভাব নারী (স্ত্রী নয় তো যেন সাক্ষাৎ সাপের হাঁড়ি)। {(তৎসম বা সংস্কৃত) সর্প>}
- Bengali Word সাপট, সাপোট English definition [শাপোট্] (বিশেষ্য) ১ আস্ফালন; লম্ফঝম্ফ (মুখের সাপটে দড় বিপদে অজ্ঞান-হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়)। ২ তাড়ন; ঝাপট; তেজ (গলায় তোমার নাগের নিবীত ঢেউয়ের মেলায় সাপের সাপট-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) সাটোপ (বর্ণবিপর্যয়ে)>}
- Bengali Word সাপটা English definition [শাপ্টা] (বিশেষণ) যাতে ইতরবিশেষ নেই; ভালোমন্দ সব একত্রে (ক্রমে বরযাত্রী সাপটা জলপান করে বিদেয় হলেন-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। সাপটা দরে কেনা (ক্রিয়া) একদমে একসঙ্গে সমস্ত কেনা (সাপটা দরে সাৎ করিলে খেতাব সিএসআই-হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়)। সাপটা রান্না (বিশেষণ) সকলের জন্য এক ধরনে রান্না। {সবটা>}
- Bengali Word সাপত্ন, সাপত্ন্য English definition [শপোত্নো] (বিশেষ্য) ১ সপত্নী-পুত্র; সতিনের ছেলে। ২ শত্রু। ৩ শত্রুতা; বৈরিতা। ৪ সপত্নীজাত। □ (বিশেষণ) সপত্নী সম্বন্ধীয়। {(তৎসম বা সংস্কৃত) সপত্ন+অ(অণ্), য(ষ্যঞ্)}
- Bengali Word সাপমাসি, সাপমাসী English definition [শাপ্মাশি] (বিশেষ্য) সুবজ রঙের পক্ষবিশিষ্ট সর্পাকৃতি ফড়িংবিশেষ (ডানা তুলে সাপমাসী উড়ে যায় আপন মনে-জীবনানন্দ দাশ)। {সাপ+মাসি, মাসী}
- Bengali Word সাপলা English definition ⇒ শাপলা
- Bengali Word সাপাটানো English definition [শাপ্টানো] (ক্রিয়া) ১ জড়িয়ে ধরা; জাপটে ধরা; জাপটানো। ২ জড়িয়ে বা মুড়িয়ে রাখা। □ (বিশেষ্য) উক্ত উভয় অর্থে। {(তৎসম বা সংস্কৃত) সম্পুট>সাপটা; ক্রিয়ারূপ-সাপটাই, সাপটাও, সাপটায়, সাপটাস, সাপটান; (অসমাপিকা ক্রিয়া) -সাপটিয়ে, সাপটালে, সাপটাতে, সাপটে ইত্যাদি}
- Bengali Word সাপুড়া English definition [শাপুড়া] (বিশেষ্য) (মধ্যযুগীয় বাংলা) কৌটা (কিনে বীর সাপুড়া-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) সম্পুট>}
- Bengali Word সাপুড়ে, সাপুড়িয়া English definition [শাপুড়ে, শাপুড়িয়া] (বিশেষ্য) সাপ ধরা বা সাপের খেলা দেখানো যার পেশা (কেহ বলে ডাক দিয়া আন সাপুড়িয়া-ভারতচন্দ্র রায়গুণাকর; বাবুরাম সাপুড়ে কোথা যাস বাপুরে-সুনির্মল)। {সাপ+উড়িয়া>উড়ে}
- Bengali Word সাপেক্ষ English definition [শাপেক্খো] (বিশেষণ) ১ অপেক্ষাকারী; অপেক্ষাযুক্ত; অন্যের উপর নির্ভরতাসম্পন্ন (সম্মতিসাপেক্ষ)। সাপেক্ষানুমান (বিশেষ্য) একাধিক সত্যের পারস্পরিক সম্পর্ক বিচার পূর্বক নূতন তত্ত্ব বা সত্য আবিষ্কার। {(তৎসম বা সংস্কৃত) স+অপেক্ষা}
- Bengali Word সাপোট English definition ⇒ সাপট
- Bengali Word সাফ English definition [সাফ্] (বিশেষণ) ১ পরিস্কার (দোষীর দোষ...হেথায় হয় সাফ-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ পরিস্কৃত (ঘর সাফ করা)। ৩ স্পষ্ট; খোলাখুলি (সাফ বলে দিয়েছে, এসো না)। ৪ কন্টকশূন্য; নির্বাধ (প্রমোশনের পথ সাফ রাখা)। ৫ নিঃসন্দেহ (সাফ ডাকাতি)। ৬ শর্তশূন্য (সাফ কবলা)। ৭ ধ্বংসপ্রাপ্ত; নিঃশেষ (বুজ দিল এ দুশমন সব বিলকুল সাফ হো গিয়া-কাজী নজরুল ইসলাম)। □ (বিশেষ্য) নির্মল (সাফ পানি)। সাফ করা (ক্রিয়া) ১ আবর্জনাশূন্য করা (বদনায় ধুয়ে সাফ করে নিলেন-মীর মশাররফ হোসেন)। ২ নিঃশেষ করা (সামনে পেলেই কাফ টেনে দিয়ে সাফ করতে হয়-কেদারনাথ মজুমদার)। সাফ-সাফাই (বিশেষণ) দায়মুক্ত; পরিস্কার (সাফ-সাফাই হওয়া যায়-মনোজ বসু)। সাফা (বিশেষণ) ১ পরিস্কৃত। □ (বিশেষ্য) মক্কার পাহাড়বিশেষ। সাফাই (বিশেষ্য) ১ পরিস্কারকরণ; দোষমুক্তকরণ (রচনার গোড়াতেই এতখানি ব্যক্তিগত সাফাই হয়তো ঠিক মানানসই হয় না-সৈয়দ মুজতবা আলী)। ২ দোষস্খালন। □ (বিশেষণ) সুদক্ষ (তেছমার খাঁ চারিদিকে নজর করিয়া ছাফাই হাতে অতি ত্রস্তভাবে কাগজগুলি পকেটে রাখিলেন-মীর মশাররফ হোসেন)। সাফাই গাওয়া (ক্রিয়া) নিরপরাধ প্রমাণ বা প্রচার করা। ২ নির্দোষ প্রমাণের জন্য যুক্তি প্রদর্শন করা। সাফসুতরা, সাফশুতরা (বিশেষণ) পরিস্কৃত; আবর্জনাহীন (কলিকাতা ক্রমে ক্রমে সাফশুতরা হওয়াতে পীড়াও ক্রমে ক্রমে কমিয়া গেল-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর); তোমার চিত্তও কিছু সাফসুতরা হলো-মুনীর চৌধুরী)। সাফাইসাক্ষী (বিশেষণ) নির্দোষ প্রমাণকার্যে নিয়োজিত সাক্ষী। হাতসাফাই (বিশেষ্য) হাতের কৌশল; চুরি। {(আরবি) সাফ}