স পৃষ্ঠা ৫৩
- Bengali Word সাঙ্কর্ষ English definition ⇒ সাংকর্ষ
- Bengali Word সাঙ্কেতিক English definition ⇒ সাংকেতিক
- Bengali Word সাঙ্খ্য English definition ⇒ সাংখ্য
- Bengali Word সাঙ্খ্যিক English definition ⇒ সাংখ্যিক
- Bengali Word সাঙ্গ English definition [শাঙ্গো] (বিশেষণ) ১ খতম; সমাপ্ত (বিধি-অনুষ্ঠান সাঙ্গ করিয়া সে এক নিশ্বাসে আবৃত্তি করিতে লাগিল-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। ২ অঙ্গবিশিষ্ট। ৩ পূর্ণাঙ্গ। সাঙ্গি (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। সাঙ্গতা বি। সাঙ্গরূপক (বিশেষ্য) যেরূপকে উপমান ও উপমেয়ের প্রতি অঙ্গের সঙ্গে প্রতি অসঙ্গের সাদৃশ্য দেখানো হয়। {(তৎসম বা সংস্কৃত) স+অঙ্গ}
- Bengali Word সাঙ্গপাঙ্গ English definition ⇒ সাঙ্গোপাঙ্গ
- Bengali Word সাঙ্গা ১ English definition [শাঙ্গা] (বিশেষ্য) ১ মধ্যযুগীয় হিন্দু সমাজে প্রচলিত এক ধরনের সামিয়ক বিবাহ ((তুলনীয়) নিকাহ)। ২ দলবল; অনুচরবৃন্দ; সঙ্গীরা; অনুবর্তীগণ। {সঙ্গ>}
- Bengali Word সাঙ্গা ২, সাঙা ২ English definition [শাঙ্গা, শাঙা] (বিশেষ্য) বাঁশ ইত্যাদির তৈরি আলনা। {(তৎসম বা সংস্কৃত) সাঙ্গ+ (বাংলা) আ}
- Bengali Word সাঙ্গাত, সাঙাত English definition [শাঙ্গাত্, শাঙাত্] (বিশেষ্য) ১ বন্ধু; সহচর (কি বল ভাই সাঙাত-কাজী নজরুল ইসলাম)। ২ অসৎ কার্যে সহচর বা সহকর্মী। সাঙ্গাতনি, সাঙাতনি (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) সঙ্গত>}
- Bengali Word সাঙ্গাতি, সাঙাতি English definition [শাঙ্গাতি, শাঙাতি] (বিশেষ্য) ১ বন্ধুবান্ধব; মিত্র (পারার সই সাঙাতিদের সঙ্গে মিলিবার জন্যই তখন আমার মন ছুটিত-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ মিত্রতা; বন্ধুত্ব। {সাঙ্গাত+ই}
- Bengali Word সাঙ্গোপাঙ্গ English definition [শাঙ্গোপাঙ্গো] (বিশেষণ) (ক্রিয়াবিশেষণ) অঙ্গপ্রত্যঙ্গ সহ বর্তমান (সাঙ্গোপাঙ্গ অবর্তীণ হন অবনীতে-কৃষ্ণদাস কবিরাজ, নিত্যানন্দ এবং অদ্বৈত অঙ্গ এবং শ্রীবাস আদি ভক্তগণ উপাঙ্গ, এই মিলে সাঙ্গোপাঙ্গ)। সাঙ্গোপাঙ্গ বেদ (বিশেষ্য) ঋক্ যজুঃ এবং সাম অঙ্গ হিসেবে এবং শিক্ষা, কল্প, নিরুক্ত, ছন্দ, ব্যাকরণ, জ্যোতিষ প্রভৃতি উপাঙ্গ হিসেবে বিভক্ত সমগ্র বেদ। {(তৎসম বা সংস্কৃত) স+অঙ্গ+উপাঙ্গ; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word সাঙ্ঘাতিক English definition ⇒ সাংঘাতিক
- Bengali Word সাচন, সাচান English definition [শাচোন্, শাচান্] (বিশেষণ) শ্যেন বা বাজপাখি (সাচন উড়এ জেন গগন উপর-শেখ ফয়জুল্লাহ)। {(তৎসম বা সংস্কৃত) শ্যেন>}
- Bengali Word সাচা English definition [শাচা] (বিশেষ্য) সত্য; অভ্রান্ত। {(হিন্দি) সচ্চা}
- Bengali Word সাচি English definition [মাচি] (অব্যয়) বাঁকা; বক্র; তির্যক। সাচীকৃত (বিশেষণ) বাঁকা করা হয়েছে এমন; বক্রীকৃত। {(তৎসম বা সংস্কৃত) সাচ+ই}
- Bengali Word সাচ্চা English definition [শাচ্চা] (বিশেষণ) সত্য; খাঁটি (ও যে বিশ্বের চির সাচ্চারই বোরহান-কোরআন-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) সত্য>; (হিন্দি) সাচ্চা}
- Bengali Word সাচ্চাই English definition [শাচ্চাই] (বিশেষ্য) সত্যতা; বিশুদ্ধি; সত্যাসত্য প্রমাণ। {(হিন্দি) সাচ্চাঈ}
- Bengali Word সাছ English definition [শাছ্] (বিশেষণ) সত্য; আসল; প্রকৃত (রছুল জানিতে সাছ পাথর করিল গাছ, মুখের বচ অহিক্ষণ-হেয়াত মাহমুদ)। {(হিন্দি) সাচ্চা}
- Bengali Word সাজ English definition [শাজ্] (বিশেষ্য) ১ সজ্জা; পোশাক; পরিচ্ছদ। ২ সরঞ্জাম। ৩ গহনাদি। ৪ আচ্ছাদন; আবরণ (সবুজ আর ধানি রঙের সাজে মোড়া আসর-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ৫ যুদ্ধ বা দাঙ্গা (আগামী রোববার কাসিমপুরের রায়দের সাথে একটা চরের দখল দিয়া আমরার সাজ হইবার কথা আছে-আবুল মনসুর আহমদ)। ৬ ছাঁচ। সাজগোছ, সাজগোজ (বিশেষ্য) সাজসজ্জা; বেশভূষা; পরিধান; পোশাক-পরিচ্ছদের ঘটা বা পারিপাট্য। সাজঘর (বিশেষ্য) অভিনেতাদের সাজার বা পোশাক-পরিচ্ছদ পরার ও মেকআপ (makeup) নেওয়ার ঘর; greenroom। সাজন (বিশেষ্য) বেশভূষা ধারণ; সাজা; সজ্জা গ্রহণ। সাজনি/সাজানী (বিশেষ্য) (বিশেষণ) বেশভূষা ধারিণী; সজ্জা গ্রহণকারী; সজ্জা (সৈন্যের সাজনি করিয়া-রামরাম বসু)। সাজন্ত (বিশেষণ) সাজে এমন; শোভন; উপযুক্ত; মাননসই। সাজসজ্জা (বিশেষ্য) সাজগোজ; বেশভূষা; পরিধান। সাজসরঞ্জাম (বিশেষ্য) সজ্জা ও উপকরণ। {(ফারসি) সাজ}
- Bengali Word সাজা ১ English definition [শাজা] (বিশেষ্য) শাস্তি; দণ্ডবিধান (হেথায় নাহিক সমাজ-শাসন নাহি প্রজা আর সাজা-জসীমউদ্দীন)। {(ফারসি) সাজা}