স পৃষ্ঠা ১৮
- Bengali Word সত্বর English definition [শত্তর্] (ক্রিয়াবিশেষণ) ১ শীঘ্র; ত্বরায়; জলদি (কোকিলা ডাকিলে তিনি আসেন সত্বরে-মাইকেল মধুসূদন দত্ত)। ২ সতর্ক (সত্বর হইয়া রাহি থাক মাঝ নাও-চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) স(সহ)+ত্বরা; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word সত্বর ২ (মধ্যযুগীয় বাংলা) English definition [শত্তর্] (বিশেষণ) সাবধান; সতর্ক (সত্বর আঁ রাহি থাক-বড়ু চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) স(সহ)+ত্বরা; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word সত্য, সত্যি English definition [শোত্তো, শোত্তি] (বিশেষণ) অমিথ্যা; যথার্থ; বাস্তব; নির্ভুল; সাচ্চা। □ (বিশেষ্য) ১ অনশ্বরত্ব; নিত্যতা। ২ সত্তা; বিদ্যমানতা। ৩ প্রতিজ্ঞা; শপথ; দিব্য (তিন সত্য করা)। ৪ হিন্দু মতে চার যুগের প্রথম যুগ। ৫ যথার্থ জ্ঞান। ৬ সপ্তলোক বা ভুবনের উপস্থিত লোক (সত্যলোক)। □ (অব্যয়) নিশ্চয়। সত্যনারায়ণ (বিশেষ্য) হিন্দু দেবতাবিশেষ; সত্যপীর নামক লৌকিক দেবতা। সত্যনিষ্ঠ, সত্যপরায়ণ (বিশেষণ) সত্যবাদী; সত্যানুসারী। সত্যপথ (বিশেষ্য) প্রকৃত পথ; ধর্মের পথে (সত্য পথে চলবে)। সত্যপির, সত্যপীর (বিশেষ্য) খাঁটি পির; সত্য পথের সন্ধান যে পির দিতে সক্ষম; হিন্দু মুসলমানের লৌকিক দেবতা (বিশেষ্য) পির। সত্যপ্রতিজ্ঞ (বিশেষণ) দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ; স্থিরপ্রতিজ্ঞ। সত্যপ্রিয় (বিশেষণ) সত্যনিষ্ঠ; সত্য বলা বা শোনা কামনা এমন। সত্য ফল (বিশেষ্য) বিল্ব বৃক্ষ; বেল গাছ। সত্যবাদিতা (বিশেষ্য) সত্য বলার অভ্যাস। সত্যবাদী(-দিন্) (বিশেষণ) সত্য কথা বলেন এমন। সত্যবাদিনী (স্ত্রীলিঙ্গ)। সত্যবান (বিশেষণ) সত্যনিষ্ঠ। □ (বিশেষ্য) হিন্দু পুরাণোক্ত রাজা দ্যুমৎসেনের পুত্র ও সাবিত্রীর স্বামী। সত্যভঙ্গ (বিশেষ্য) শপথ রক্ষা না করা। সত্যভাষী (বিশেষণ) সত্যবাদী। সত্যমূলক (বিশেষণ) মূলে সত্য আছে এমন। সত্যয় (বিশেষ্য) অস্তিত্ব; সত্তা (পেনু মৃত্যুর মাঝ সন্ধান আজ সত্যের সত্যয়-গোলাম মোস্তফা)। সত্যরক্ষা (বিশেষ্য) প্রতিশ্রুতি রক্ষা করা। সত্যসন্ধ (বিশেষণ) সত্যপ্রতিজ্ঞ; স্থিরপ্রতিজ্ঞ। সত্যাগ্রহ (বিশেষ্য) ১ সত্য প্রতিষ্ঠার জন্য আগ্রহ (নিত্যের প্রেমে দুষ্কর করো সত্যাগ্রহে লাঞ্ছন বরো-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ ধর্মঘট। সত্যাগ্রহী(-হিন্) (বিশেষণ) সত্য প্রতিষ্ঠায় আগ্রহী (মোহাম্মদ যে সত্যাগ্রহী দীনের প্রভু-কাজী নজরুল ইসলাম)। □ (বিশেষ্য) ধর্মঘটী; যিনি সত্য ও ন্যায্য অধিকার রক্ষার জন্য প্রতিজ্ঞা করেন; যিনি কোনো ন্যায্য দাবি পূরণের জন্য ধর্মঘট করেন বা দুঃখকষ্ট বরণ করেন। সত্যানুরক্তি (বিশেষ্য) সত্যের প্রতি আসক্তি (বহুভাষীরা যখন বলেন যে কাব্যের অনুবাদ অসম্ভব, তখন তাঁরা ব্যবাসয়িক ধূর্ততারই পরিচয় দেন না, সত্যানুরক্তিও দেখান-সুধীন্দ্রনাথ দত্ত)। তিন সত্য/সত্যি (বিশেষ্য) দৃঢ় প্রতিজ্ঞা; শপথবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) সৎ+য(যৎ)}
- Bengali Word সত্যানুসন্ধান English definition [শোত্তানুশন্ধান্] (বিশেষ্য) প্রকৃত তথ্য জানবার জন্যে যে অনুসন্ধান; সত্য উদ্ঘাটনের প্রচেষ্টা। সত্যানুসন্ধিৎসা (বিশেষ্য) সত্য অনুসন্ধানের ইচ্ছা (কাণ্ডজ্ঞান ও সত্যানুসন্ধিৎসার পরিচয় পাওয়া যায়-আনিসুজ্জামান)। {(তৎসম বা সংস্কৃত) সত্য+অনুসন্ধান}
- Bengali Word সত্যাপন, সত্যাপনা English definition [শোত্তাপোন্, শোত্তাপোনা] (বিশেষ্য) ১ সত্য পণ; প্রতিজ্ঞাকরণ; সত্য করার নাম। {(তৎসম বা সংস্কৃত) √স্যাতাপি+অন(ল্যুট্)+আ(টাপ্)}
- Bengali Word সত্যাসত্য English definition [শোত্তাশোত্তো] (বিশেষ্য) সত্য ও মিথ্যা; যথার্থতা বা অযথার্থতা (প্রত্যেক বিষয়েরই সত্যাসত্য বিচার করা ভাল)। {(তৎসম বা সংস্কৃত) সত্য+অসত্য; (দ্বন্দ্ব সমাস)}
- Bengali Word সত্যি English definition ⇒ সত্য
- Bengali Word সত্যিকার, সত্যিকারের English definition [শোত্তিকার্, শোত্তিকারের্] (বিশেষণ) প্রকৃত; যথার্থ। {(তৎসম বা সংস্কৃত) সত্য>+কার, +এর}
- Bengali Word সত্র, ছত্র English definition [সত্ত্রো] (বিশেষ্য) ১ অন্নাদি দানের বা বিতরণের জায়গা; আশ্রম (বেলা বারটার সময় সত্র হইতে খাইয়া অপু বাড়ী ফিরিল-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। ২ যজ্ঞ; ব্রত; সদাচার ব্রত (সত্রের শিখা-সত্যেন্দ্রনাথ দত্ত)। ৩ বিদ্যালয়াদির পরিষদ বা অধিবেশন। ৪ অরণ্য। সত্রশিখা (বিশেষ্য) হোমশিখা; যজ্ঞশিখা (মূর্চ্ছি পড়ে সর্প যত সত্রশিখা তর্পিয়া-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) √সদ্+ত্র,>}
- Bengali Word সত্রাস English definition [শত্রাশ্] (বিশেষণ) ভীত; ভীতিযুক্ত। সত্রাসে (ক্রিয়াবিশেষণ) ভীতভাবে; সভয়ে। {(তৎসম বা সংস্কৃত) স(সহ)+ত্রাস; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word সদকা, ছদকা English definition [সদ্কা] (বিশেষ্য) খয়রাত; সাহায্য দান; আল্লাহর নামে দান; বিপদ-মুক্তির/পাপমুক্তির জন্য দান (শীঘ্র দাও সদকা অসুস্থ হইলে গাত্র-সৈয়দ আলাওল)। {(আরবি) সদকাহ}
- Bengali Word সদগোপ English definition [সদ্গোপ্] (বিশেষ্য) হিন্দু সম্প্রদায়বিশেষ। {(তৎসম বা সংস্কৃত) সৎ+গোপ}
- Bengali Word সদন English definition [শদন্] (বিশেষ্য) ১ আলয়; আবাস (অন্যে অন্যে দুই গণে শোভিত সদন বিবিধ বিধানরূপে করাইলা ভোজন-দৌলত উজির বাহরাম খান)। ২ সামীপ্য; নৈকট্য; সকাশ; প্রতি (মুহুর্মুহু চাহি সে মুখ সদন পানে-মাইকেল মধুসূদন দত্ত)। ৩ আশ্রম; সমীপ (মুনির সদনে সবে মিলিল আসিয়া-কাশীরাম দাস)। {(তৎসম বা সংস্কৃত) √সদ্+অন(ল্যুট্)}
- Bengali Word সদনুষ্ঠান English definition [শদোনুশ্ঠান] (বিশেষ্য) সৎকর্ম; শুভ অনুষ্ঠান; ধর্মকর্ম (সদনুষ্ঠানে শরিক হওয়া)। {(তৎসম বা সংস্কৃত) সৎ+অনুষ্ঠান}
- Bengali Word সদভিপ্রায় English definition [শদোভিপ্প্রায়্] (বিশেষ্য) ভালো উদ্দেশ্য; সাধু সংকল্প (স্কুল সংস্থাপনের সদভিপ্রায়)। {(তৎসম বা সংস্কৃত) সৎ+অভিপ্রায়}
- Bengali Word সদমা English definition [সদ্মা] (বিশেষ্য) দুঃখ; ক্ষোভ; বিচ্ছেদ-বেদনা; অন্তরে আঘাত (সেজন্য আমার জানে বড় সদমা লেগেছে-আবু ইসহাক)। {(আরবি) সদমাহ}
- Bengali Word সদর English definition [শদোর্] (বিশেষ্য) ১ বহির্বাটি; অন্তঃপুরের বাইরে যে ঘর বা বাড়ি (বিপিনের ভাগ্যে সদর হইতে আদর বাড়িতে লাগিল-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ বাইরের অংশ। ৩ জেলার প্রধান শহর; রাজধানী; head quarters। ৪ দেশের সর্বোচ্চ শাসনকর্তার পদবিবিশেষ; president (সদরে রিয়াসত)। □(বিশেষণ) ১ খোলা; ফাঁকা (একটু সদর জায়গা হলেই দেখতে পাচ্ছি-মনোজ বসু)। ২ শহর সম্পর্কিত (সদর কাছারি)। ২ প্রকাশ্য; প্রধান (সদর দরজা)। সদর অন্দর (বিশেষ্য) ১ বাহির ও ভিতর (সদর অন্দরের হাল)। ২ (আলঙ্কারিক) প্রকাশ্য ও অপ্রকাশ্য। সদর আমিন (বিশেষ্য) রাজস্ব বিভাগীয় নিম্নশ্রেণির বিচারক; মুনসেফ; subjudge। সদরআলা, সদরালা (বিশেষ্য) ১ সাবজজ (বৃদ্ধ সদরআলা রাত্রির অজুহাতে বিদায় লইলেন-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়)। ২ সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। সদর কাছাড়ি (বিশেষ্য) প্রধান কার্যালয় বা অফিস বা দপ্তর। সদর খাজনা, সদর জমা (বিশেষ্য) সরকারি রাজস্ব (সদর খাজনা আদায়)। সদর দরজা (বিশেষ্য) সিংহদ্বার; সিংহ-দরজা; প্রধান দরজা বা gate। সদর মফস্বল (বিশেষ্য) শহর ও গ্রাম। সদর মালগুজার (বিশেষ্য) যিনি সাক্ষাৎ সম্বন্ধে সরকারি খাজাঞ্চি-খানায় খাজনা বা রাজস্ব দাখিল করেন। সদর মেট (বিশেষ্য) প্রধান সর্দার; mate (একদিন হাউসের সদর মেট কর্মে জবাব দিলে...সেই কর্মে ভর্তি করলেন-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। সদর মোকাম (বিশেষ্য) ব্যবসা-বাণিজ্যের বা আইন আদালতের প্রধান কেন্দ্র। সদরে, সদুরে (বিশেষণ) প্রকাশ্য; সদর সম্বন্ধীয় (সদুরে কথা)। {(আরবি) সদর্}
- Bengali Word সদরি, সদরিয়া, সদুরি English definition [সদোরি, সদরিয়া, সোদুরি] (বিশেষ্য) কারুকার্য করা বহিরাবরণ; ছোট জামাবিশেষ; সাধারণত যার আস্তিন হয় না (গায়ে ঘন বোতামের ইহুদীদের ন্যায় রঙিন সদরি-মীর মশাররফ হোসেন; তাহার গায়ে অতি শুভ্র একটি পিরহান তাহার উপরে একটি সদরিয়া-ইসমাইল হোসেন শিরাজী)। {(ফারসি) সদরী; (আরবি) সদর}
- Bengali Word সদরে English definition ⇒ সদর
- Bengali Word সদর্থক English definition [শদর্থক্] (বিশেষণ) ১ উত্তম বা সৎ অর্থসূচক (এ ব্যাখ্যা সদর্থক)। ২ অস্তিত্ববাচক; হাঁ-বাচক। কদর্থক (বিপরীতার্থক শব্দ)। {(তৎসম বা সংস্কৃত) সৎ+অর্থক}