স পৃষ্ঠা ১৪
- Bengali Word সচল English definition [শচল্] (বিশেষণ) ১ চলতে সক্ষম; গতিশীল (বৃদ্ধ হলেও সচল)। ২ প্রচলিত; চালু (সচল পদ্ধতি)। অচল (বিপরীতার্থক শব্দ)। {(তৎসম বা সংস্কৃত) স(সহ)+চল; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word সচি English definition ⇒ শচী
- Bengali Word সচিত্র English definition [শচিত্ত্রো] (বিশেষণ) ছবি আছে এমন; চিত্রযুক্ত; চিত্রময় (সচিত্র পত্রিকা)। {(তৎসম বা সংস্কৃত) স(সহ)+চিত্র; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word সচিব English definition [শোচিব্] (বিশেষ্য) ১ সরকারের সর্বোচ্চ পদের অফিসার। মন্ত্রণালয়ের প্রধান আমলা; মন্ত্রী (যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র সচিব); অমাত্য; মন্ত্রী; উজির; সহায়; পরামর্শদাতা (সচিব শ্রেষ্ঠ সারণ-মাইকেল মধুসূদন দত্ত)। ২ কর্মসম্পাদক; secretary (কর্মসচিব)। {(তৎসম বা সংস্কৃত) সচ্+ইব}
- Bengali Word সচেতক English definition [শচেতক্] (বিশেষ্য) হুইপ (whip); আইন সভায় দলের শৃঙ্খলা বজায় রাখার ভারপ্রাপ্ত ব্যক্তি; চেতনাদানকারী। {(তৎসম বা সংস্কৃত) স+চেতক; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word সচেতন English definition [শচেতোন্] (বিশেষণ) ১ চেতনাবিশিষ্ট; জীবন্ত; প্রাণবান। ২ সতর্ক; সজাগ; সজ্ঞান (তিনি পুত্রের দোষগুণ সম্বন্ধে সচেতন; সচেতন দৃষ্টি)। অচেতন (বিপরীতার্থক শব্দ)। {(তৎসম বা সংস্কৃত) সহ+চেতনা; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word সচেষ্ট English definition [শচেশ্টো] (বিশেষণ) উদ্যোগী; যত্নবান; চেষ্টিত; চেষ্টান্বিত (সর্বদা সচেষ্ট)। {(তৎসম বা সংস্কৃত) স(সহ)+চেষ্টা; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word সচ্চরিত English definition [শচ্চোরিত্] (বিশেষণ) ১ চরিত্র সৎ এমন; সুচরিত্র; সচ্চরিত্র। ২ সদাচরণ; সৎ কাজ। {(তৎসম বা সংস্কৃত) সৎ+চরিত; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word সচ্চরিত্র English definition [শচ্চোরিত্ত্রো] (বিশেষণ) কলুষতামুক্ত চরিত্রের; সৎ স্বভাব; সদাচারী। সচ্চরিত্রা (স্ত্রীলিঙ্গ)। সচ্চরিত্রতা (বিশেষ্য)। {(তৎসম বা সংস্কৃত) সৎ+চরিত্র; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word সচ্চিদানন্দ English definition [শোচ্চিদানন্দো] (বিশেষ্য) ১ হিন্দুমতে নিত্য জ্ঞানময় ও সুখস্বরূপ ব্রহ্ম; যিনি নিত্যজ্ঞানসুখময়। □(বিশেষণ) সর্বদা আনন্দ এমন; সর্বসুখী ও জ্ঞানী (পূর্বের মত সচ্চিদানন্দ হইয়া শুইয়া সিগারেট ফুঁকতে লাগিল-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) সৎ+চিৎ+ আনন্দ=সত্তা, চেতনা, আনন্দ; (কর্মধারয় সমাস)}
- Bengali Word সচ্ছল English definition [শচ্ছল্] (বিশেষণ) ১ সঙ্গতিপন্ন; অভাবশূন্য; অর্থ-সম্পদশালী (সচ্ছল অবস্থা)। ২ অপ্রতিহত গতি (পরিপুষ্ট অন্ত্রতন্ত্র ঊরুপ্রান্তে গড়ায় সচ্ছল-বুদ্ধদেব বসু)। সচ্ছলতা (বিশেষ্য) সঙ্গতিসম্পন্ন অবস্থা; প্রাচুর্য। {(তৎসম বা সংস্কৃত) সৎ+চল}
- Bengali Word সচ্ছিদ্র, সছিদ্র English definition [শচ্ছিদ্দ্রো, শছিদ্দ্রো] (বিশেষণ) রন্ধ্রবিশিষ্ট; ছিদ্রযুক্ত; দোষযুক্ত। সচ্ছিদ্রা (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) স(সহ)+ছিদ্র; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word সজদা English definition ⇒ সেজদা
- Bengali Word সজন ১ English definition [শজোন্] (বিশেষণ) জ্ঞাতি; স্বজন; আপনজন (আমিও আমার এই বিজনে সঞ্চিত প্রেম সজনে বিতরণ করিতে বাহির হইব-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ সাধু; ভদ্র। ৩ (পদ্যে ব্যবহৃত) প্রণয়ী। সজনী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) সজ্জন/স্বজন>}
- Bengali Word সজন ২ English definition [শজন] (বিশেষ্য) ১ জনপূর্ণ স্থান (সজন এ বেলাভূমি সে দিনের মত নহে-মোহিতলাল মজুমদার)। ২ জনসমাজ। সজনতা (বিশেষ্য) আত্মীয়তা; ভদ্রতা (সজনতার সাফাইটুকু রক্ষা করিয়া-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) স(সহ)+জন; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word সজনী English definition [শজোনি] (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)(পদ্যে ব্যবহৃত) সহচরী; সখী; প্রনয়াসক্তা; প্রণয়িনী (সচকিত সজনী শূন্য নিকুঞ্জিত অরণ্য-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) স্বজনী>}
- Bengali Word সজল English definition [শজল্] (বিশেষণ) ১ জলপূণ্য (সজল মেঘ)। ২ ভিজা; আর্দ্র; অশ্রুপূর্ণ (সজল চোখে চেয়ে থাকে)। সজলনেত্রে (ক্রিয়াবিশেষণ) জলপূর্ণ চোখে; অশ্রুপূর্ণ চোখে (সুতরাং সকলেই সজলনেত্রে এই লোমহর্ষক ব্যাপার প্রত্যক্ষ করিল-শেখ ফজলল করিম।) {(তৎসম বা সংস্কৃত) স(সহ)+জল; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word সজাগ English definition [শজাগ্] (বিশেষণ) ১ জাগ্রত; নিদ্রাহীন (ভেবেছিলাম পরাণপণে সজাগ রব সবে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ সতর্ক; অবধানযুক্ত; সচেতন (স্বার্থসজাগ ব্যক্তি)। সজাগ ঘুম (বিশেষণ) ঘুমন্ত অবস্থায়ও সতর্ক ও জাগ্রত; লঘু ঘুম। চোরকে বলে চুরি করতে, গেরস্তকে বলে সজাগ থাকতে-যে দুই পক্ষকেই হাতে রাখতে চায়; মুনাফিক; কপটতা যার স্বভাব। {(তৎসম বা সংস্কৃত) সজাগর>}
- Bengali Word সজাতি English definition [শজাতি] (বিশেষণ) একজাতীয়; সমশ্রেণিভুক্ত (সজাতি হইয়া থাকি সর্বলোক সনে-রবীন্দ্রনাথ ঠাকুর)। □ (বিশেষ্য) ১ একজাতি। ২ একজাতীয় দম্পতির সন্তান। ৩ একই জাতির অন্তর্ভুক্ত লোক; এক গোষ্ঠী বা সম্প্রদায়ের লোক। সজাতীয় (বিশেষণ) একই জাতির অন্তর্ভূক্ত; সমশ্রেণির; একই ধরনের (সজাতীয় ঐতিহ্যবোধ)। সজাতীয়া (স্ত্রীলিঙ্গ)। সাজাত্য (বিশেষ্য) জাতীয়তাবোধ। {(তৎসম বা সংস্কৃত) স(সমান)+জাতি; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word সজারু English definition ⇒ শজারু