চ পৃষ্ঠা ৩৬
- Bengali Word চুলা, চুলো, চুল্লি English definition [চুলা, চুলো, চুল্লি] (বিশেষ্য) ১ উনান; আখা। ২ হিন্দুদের শবদাহের জন্য ব্যবহৃত চিতা; শ্মশানচুল্লি। চুলা জ্বালানো, চুলা ধরানো (ক্রিয়া) উনানে বা চিতায় আগুন দিয়ে জ্বালানো। চুলায় যাওয়া, চুলার দোরে যাওয়া (ক্রিয়া) ১ মরা। ২ গোল্লায় বা উচ্ছন্নে যাওয়া (গালি বিশেষ)। চুলায় যাক (অব্যয়) ধ্বংস হোক; মরুক; উচ্ছন্নে বা গোল্লায় যাক। {(তৎসম বা সংস্কৃত) চুল্লি}
- Bengali Word চুলি English definition [চুলি] ((মধ্যযুগীয় বাংলা)) (বিশেষ্য) চুল (দেখয়ে খসায়ে চুলি-বড়ু চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) চূড়া> (প্রাকৃত) চূল>চুল+ই; (তৎসম বা সংস্কৃত) চুল+(বাংলা) ই}
- Bengali Word চুল্লি, চুল্লী English definition ⇒ চুলা
- Bengali Word চুষা, চোষা English definition [চুশা, চোশা] (ক্রিয়া) মুখ দিয়ে রস শোষণ করা। □(বিশেষ্য) শোষণ। □(বিশেষণ) শোষণকারী (চর্ম চোষা)। চুষিতা বিণ। {(তৎসম বা সংস্কৃত) √চুষ্+(বাংলা) আ}
- Bengali Word চুষি, চুষী English definition [চুশি] (বিশেষ্য) চুষি কাঠি; রাবার দিয়ে তৈরি শিশুর চোষবার খেলনা বিশেষ; চুচুক আকৃতি রবারের তৈরি বস্তু (কোলের ছেলে চুষি চোষে)। □(বিশেষণ) চোষা যায় এমন। চুষিকাঠি (বিশেষ্য) কাঠেল তৈরি শিশুদের চুষবার খেলনা বিশেষ। চুষিপিঠা (বিশেষ্য) চুষে বা লেহন করে খাওয়ার উপযুক্ত এক প্রকার মিষ্টান্ন বা পিঠা। {(তৎসম বা সংস্কৃত) √চুষ্+(বাংলা) ই}
- Bengali Word চুড়ি English definition [চুড়ি] (বিশেষ্য) স্ত্রীলোকের হাতের অলঙ্কারবিশেষ; সরু বালার ন্যায় হাতের অলঙ্কারবিশেষ (হাতে হাতে চুড়ি-জসীমউদ্দীন)। চুড়িওয়ালা (বিশেষ্য) চুড়ি বিক্রেতা; ফেরি করে যারা চুড়ি বিক্রি করে (আসবে কখন চুড়িওয়ালা তোমার গৃহদ্বারে-রবীন্দ্রনাথ ঠাকুর)। চুড়িকার (বিশেষ্য) চুড়ি তৈরি করে যে; চুড়িনির্মাতা। চুড়িদার (বিশেষণ) চুড়ির মতো কোঁচকানো বা সরু সম্মুখভাগবিশিষ্ট; চুনট করা। {(তৎসম বা সংস্কৃত) চূড়া>চুড়+ই}
- Bengali Word চুড়ো, চুড়া English definition ⇒ চূড়া
- Bengali Word চুয়া ১ English definition [চুয়া] (বিশেষ্য) গন্ধদ্রব্য; ঘন সুগন্ধি নির্যাস বিশেষ (ফুলের গুলাল চুয়া চন্দন আগর-সৈয়দ আলাওল)। {√চুয়া>; (তুলনীয়) (হিন্দি) চুআ}
- Bengali Word চুয়া ২ English definition ⇒ চোয়া
- Bengali Word চুয়া ৩, চুয়ো English definition [চুয়া, চুয়ো] (বিশেষ্য) ইঁদুর জাতীয় প্রাণী; চুহা (গণেশের নেংটি ইঁদুরদের সঙ্গে পাহাড়ি চুয়োদের বেধে গেল-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {(হিন্দি) চুহা>চুয়া>চুয়া}
- Bengali Word চুয়াত্তর English definition [চুয়াত্তোর্] (বিশেষ্য), (বিশেষণ) ৭৪ সংখ্যা বা সংখ্যক। {(তৎসম বা সংস্কৃত) চতুঃসপ্ততি> (প্রাকৃত) চউহত্তরি>}
- Bengali Word চুয়ানো, চুয়নো, চোয়ানো English definition [চুয়ানো, চুয়োনো, চুয়ানো] (ক্রিয়া) ১ ফোঁটা ফোঁটা করে ঝরা বা চুইয়ে পড়া বা ক্ষরিত হওয়া; অতি সামান্য পরিমাণে ক্রমাগত ঝরানো বা ক্ষরানো (কলসি থেকে পানি চোয়ানো, গায়ের ঘাম চোয়ানো)। ২ পরিস্রুত করা (মদ চোয়ানো)। □(বিশেষণ) ১ পরিস্রুত; চোলাই (চোয়ানো মদ)। ২ চুইয়ে পড়েছে এমন (চোয়ানো পানি)। □(বিশেষ্য) ১ পরিস্রবণ; চোলাইকরণ। ২ ঝরণ; ক্ষরণ। চুয়ানি, চোয়ানি (বিশেষ্য) ১ চুয়ানো; ঝরানো ; ক্ষরানো। ২ পরিস্রুত তরল পদার্থ। {(তৎসম বা সংস্কৃত) √চ্যু>চোয়া+আনো}
- Bengali Word চুয়ান্ন English definition [চুয়ান্নো] (বিশেষ্য), (বিশেষণ) ৫৪ সংখ্যা বা সংখ্যক। {(তৎসম বা সংস্কৃত) চুতঃপঞ্চাশৎ; (পালি)চুতপঞ্ঞাসা; (প্রাকৃত) চউপন্ন}
- Bengali Word চুয়াল্লিশ English definition [চুয়াল্লিশ্] (বিশেষ্য), (বিশেষণ) ৪৪ সংখ্যা বা সংখ্যক। {(তৎসম বা সংস্কৃত) চুতশ্চত্বারিংশৎ>(প্রাকৃত) চউআলিস}
- Bengali Word চুয়াড় English definition ⇒ চোয়াড়
- Bengali Word চূত English definition [চুতো] (বিশেষ্য) ১ আম গাছ। ২ আম ফল। চূতলতা (বিশেষ্য) ১ লাতনো আমগাছ। ২ যে লতাগাছ আমগাছকে বিষ্টন করে ওঠে। {(তৎসম বা সংস্কৃত) √চুৎ+অ(ক)}
- Bengali Word চূবড়ি English definition ⇒ চুপড়ি
- Bengali Word চূর্ণ English definition [চুর্নো] (বিশেষ্য) ১ গুঁড়; কণায় পরিণত পদার্থ। ২ চুন। ৩ সুগন্ধি গুঁড়। ৪ আবির। □(বিশেষণ) গুঁড় করা হয়েছে এমন; চূর্ণীকৃত; সম্পূর্ণ ভগ্ন বা গুঁড়ায় পরিণত (হাড় চূর্ণ হওয়া)। চূর্ণকার (বিশেষ্য) ১ চুন প্রস্তুত করে যে। ২ চুনারি। চূর্ণকন্তল (বিশেষ্য) অগ্রভাগ ভগ্ন চুল; কুঞ্চিত কেশগুচ্ছ; কপালের উপর এসে পড়া কোঁকড়ানো চুলের স্তবক। চূর্ণন (বিশেষ্য) গুঁড়াকরণ; কণায় পরিণত করণ। চূর্ণনীয় (বিশেষণ) গুঁড়া করার উপযুক্ত; চূর্ণ করার যোগ্য। চূর্ণিত, চূর্ণীকৃত (বিশেষণ) ১ গুঁড়া করা হয়েছে এমন। ২ বিধ্বস্ত; বিনষ্ট। চূর্ণীভূত (বিশেষণ) গুঁড়া হয়েছে এমন; কণায় পরিণত। {(তৎসম বা সংস্কৃত)√চূর্ণ+অ(অচ্)}
- Bengali Word চূর্ণিকা English definition [চুর্নিকা] (বিশেষ্য) ছাতু। {(তৎসম বা সংস্কৃত) চূর্ণ + ক(কন্)+আ(টাপ্)}
- Bengali Word চূল English definition ⇒ চুল