চ পৃষ্ঠা ৩৩
- Bengali Word চুঙ্গি ১, চিঙ্গী ২, চুঙ্গি ৩ English definition [চুঙ্গি, চুঙ্গি, চুঙি] (বিশেষ্য) মালের আমদানি ও রপ্তানির উপর ধার্য শুল্ক। {(হিন্দি) চুংগী}
- Bengali Word চুচুক, চূচুক English definition [চুচুক্] (বিশেষ্য) ১ চূড়া; শীর্ষ। ২ স্তনবৃন্ত; স্তনের বোঁটা। {(তৎসম বা সংস্কৃত) √চুষ্+ক; ধ্বন্যাত্মক, স্তন্য পানকালে চু চু ধ্বনি থেকে উৎপন্ন}
- Bengali Word চুচুকৃতি English definition [চুচুক্কৃতি] (বিশেষ্য) ১ চোষণ; তরল পদার্থ পান করার চুকচুক ধ্বনি। ২ চুম্বনের শব্দ। ৩ স্তনবৃন্ত; স্তনের বোঁটা। {(তৎসম বা সংস্কৃত) চুচু+কৃ+তি(ক্তি)}
- Bengali Word চুঞ্চু English definition [চুন্চু] (বিশেষণ) বিখ্যাত; প্রসিদ্ধ (ন্যায়চুঞ্চু, চিদ্যাচুঞ্চু)। {(তৎসম বা সংস্কৃত) তদ্ধিত প্রত্যয়বিশেষ, যা অন্য শব্দের সঙ্গে যুক্ত হয়ে ‘খ্যাত বা প্রসিদ্ধ’ অর্থ জ্ঞাপক বিশেষণ তৈরি করে}
- Bengali Word চুটকি ১, চুটকী English definition [চুট্কি] (বিশেষ্য) ১ পায়ের আঙুলে পরবার ঝুমকাযুক্ত আংটি (তোমার চরণে চুটকি হয়ে পড়ে আছি-দীনবন্ধু মিত্র)। ২ আঙুল দ্বারা তুড়ি ধ্বনি। □(বিশেষণ) লঘু চটুল ছোট ও রসযুক্ত। চুটিকলেখা বা সাহিত্য (বিশেষ্য) লঘু চটুল ক্ষুদ্র ও রসালো রচনা। {(তৎসম বা সংস্কৃত) ছোটিকা>; (তুলনীয়) (হিন্দি) চুটকী}
- Bengali Word চুটকি ২ English definition [চুট্কি] (বিশেষ্য) মস্তকের শিখা; টিকি; চৈতন। {(তৎসম বা সংস্কৃত) চূড়া>চুট+কি; (তুলনীয়) (হিন্দি) চোটী}
- Bengali Word চুটানো, চুটনো English definition [চুটানো, চুটনো] (ক্রিয়া) চরম বা চূড়ান্ত করা; সর্বশক্তি ব্যবহার বা প্রয়োগ করা (চুটিয়ে প্রেম করা)। {(তৎসম বা সংস্কৃত) চূড়া>চুট+আনো}
- Bengali Word চুত English definition [চত্] (বিশেষ্য) (অশ্লীল) যোনি। চুতমারানি (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) (অশ্লীল) যত্রতত্র যৌনসঙ্গম করে এমন। {(তৎসম বা সংস্কৃত) চ্যুতি>; (তুলনীয়) (হিন্দি) চুত(যোনি)>}
- Bengali Word চুতরা, চোতরা English definition [চুত্রা, চোত্রা] (বিশেষ্য) লতাগাছ বা তার পাতাবিশেষ, যা গায়ে লাগলে অস্বাভাবিক চুলকানির সৃষ্টি হয়; বিছুটি (সাহেবযাদীর নামে যেন কে চুতরার বাড়ি মারে-আবুল মনসুর আহমদ)। {(তৎসম বা সংস্কৃত) চ্যুতি>চুত+(বাংলা) রা}
- Bengali Word চুতিয়া English definition [চুতিয়া] (বিশেষ্য) ১ (আশি.) গালিবিশেষ; মুর্খ। ১ লোহা পিটানোর হাতুড়ি। {(হিন্দি) চূতীয়া}
- Bengali Word চুদ English definition [চুদ] (বিশেষ্য) (অশ্লীল) যৌনসঙ্গম। {(তৎসম বা সংস্কৃত) √চুদ্}
- Bengali Word চুন English definition [চুন্] (বিশেষ্য) ১ পাথর ঝিনুক শামুক ইত্যাদি দগ্ধ করে লব্ধ ক্ষারদ্রব্য (পানে চুন খাওয়া, চুনকাম করা)। ২ বিবর্ণ; পাংশু; ফ্যাকাশে (সবারই মুখ শুকিয়ে চুন হয়ে গেলো-হাবীবুর রহমান)। চুনকাম (বিশেষ্য) চুনগোলা পানির প্রলেপ (এ রকম চুনকাম করা ঘরে-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় )। চুনকালি (বিশেষ্য) ১ এক গালে চুন এক গালে কালি। ২ অভিসম্পাত (তোমার মুখে চুনকালি পড়ুক)। ৩ কলঙ্ক; লজ্জায় বিকৃতি (ধরা পড়ায় তার মুখে চুনকালি পড়ল)। পাথরচুন (বিশেষ্য) পাথর ইত্যাদি দগ্ধ করে যে চুন প্রস্তুত হয়। শঙ্কচুন (বিশেষ্য) শঙ্খ পুড়িয়ে তৈরি চুন। শামুকচুন (বিশেষ্য) শামুক পুড়িয়ে তৈরি চুন। {(তৎসম বা সংস্কৃত) চূর্ণ>}
- Bengali Word চুনট, চুনাট, চুনোট English definition [চুনোট্, চুনাট, চুনোট] (বিশেষ্য) ১ কুঞ্চন। ২ বস্ত্রাদির কিনারা জামার হাতা চাদর প্রভৃতির ধার কুঞ্চন বা সঙ্কোচন। {(তৎসম বা সংস্কৃত) চূর্ণপট>চুনট}
- Bengali Word চুনা ১, চুনো ১ English definition [চুনা, চুনো] (বিশেষণ) চুনবিশিষ্ট; চুনযুক্ত; চুনের তৈরি (চুনা পাথর)। {(তৎসম বা সংস্কৃত) চূর্ণ>চুন+(বাংলা) আ}
- Bengali Word চুনা ২, চুনো ২ English definition [চুনা, চুনো] (বিশেষ্য) ১ অতি ছোট মাছ (চুনা মাছ)। ২ অত্যন্ত সংকীর্ণ (চুনা গলি)। □(বিশেষণ) অতি চূর্ণ; ক্ষুদ্র। চুনাগলি (বিশেষ্য) সংকীর্ণ গলি; অখ্যাত গলি। চুনাপুঁটি (বিশেষ্য) ১ এক প্রকার ছোট মাছ। ২ সামান্য বা কম দরের লোক। {(তৎসম বা সংস্কৃত) চূর্ণ}
- Bengali Word চুনা ৩ English definition [চুনা] (ক্রিয়া) ১ বেছে নেওয়া; নির্বাচন করা। ২ চয়ন করা; সংগ্রহ করা। □(বিশেষ্য) নির্বাচন; ইচ্ছামতো সংগ্রহ। {(তৎসম বা সংস্কৃত) √চি(চয়ন)>; (তুলনীয়) (হিন্দি) চুন্না}
- Bengali Word চুনারি English definition [চুনারি] (বিশেষ্য) চুন প্রস্তুতকারী জাতি; যে চুন তৈরি ও বিক্রি করে জীবিকা নির্বাহ করে। {চুন+আরি}
- Bengali Word চুনি English definition [চুনি] (বিশেষ্য) এক প্রকার লাল রঙের মূল্যবান রত্ন; পদ্মরাগ মণি; ruby। {(তৎসম বা সংস্কৃত) চূর্ণ>; (তুলনীয়) (হিন্দি) চুন্নী}
- Bengali Word চুনিন্দা, চুনেন্দা, চোনেন্দা English definition [চুনিন্দা, চুনেন্দা, চোনেন্দা] (বিশেষণ) নির্বাচিত; বাছাই করা (তেরা তাবে নয় লাখ চুনিন্দা জওয়ান-সৈয়দ হামজা; চল্লিশ হাজার খুব চুনেন্দা সওয়ার-ফকির গরীবুল্লাহ)। {(তৎসম বা সংস্কৃত) √চি(চয়ন)>; (ফারসি) চনীদহ}
- Bengali Word চুনুরি, চুনরি English definition [চুনুরি, চুনোরি] (বিশেষণ) রাঙা; রঙিন (তোমার যে চুনুরি শাড়ীতে বড় সাধ-দীসে)। □(বিশেষ্য) ১ রঙিন কাপড়; শাড়ি। ২ চুন প্রস্তুতকারক জাতি। {(তৎসম বা সংস্কৃত) চূর্ণ>চুন+উনি, আরি}