চ পৃষ্ঠা ৩৫
- Bengali Word চুমুক English definition [চুমুক্] (বিশেষ্য) পাত্রে ঠোঁট লাগিয়ে তরল পদার্থ পান (চুমুক দেওয়া, এক চুমুকে খাওয়া)। □(বিশেষণ) অল্প পরিমাণ; এক চুমুকে যতটা পান করা সম্ভব ততটা (এক এক চুমুকে রক্ত শুকিয়ে যায়-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) √চুম্ব্>√চুম্+উক}
- Bengali Word চুম্ব, চুম্বন English definition [চুম্বো, চুম্বন্] (বিশেষ্য) অধরোষ্ঠ দিয়ে স্পর্শ; ঠোঁট দিয়ে ছোঁয়া; চুমু; চুমা। চুম্বই ((ব্রজবুলি)) (ক্রিয়া) চুম্বন করে। চুম্বিত (বিশেষণ) ১ কোনো বস্তু বা ব্যক্তিকে চুম্বন করা হয়েছে এমন। ২ সম্মিলিত; সংলিপ্ত; স্পষ্ট (আকাশ-চুম্বিত)। চুম্বী (-ম্বিন্) (বিশেষ্য) ১ চুম্বনকারী; স্পর্শকারী; স্পর্শী (আকাশচুম্বী)। ২ স্নেহ, প্রীতি, অনুরাগ, আদর, সম্মান, শ্রদ্ধা, প্রেম ও কাম-এর কায়িক অভিব্যক্তি হচ্ছে ‘চুম্বন’ ক্রিয়া। {(তৎসম বা সংস্কৃত) √চুম্ব+অ(ঘৃঞ)>চুম্ব; √চুম্ব+অন(ল্যুট্)}
- Bengali Word চুম্বক English definition [চুম্বক] (বিশেষ্য) ১ লোহা আকর্ষণকারী পদার্থ; অংস্কান্ত মণি; magnet। ২ যে চুম্বন করে; চুম্বনকারী। ৩ সংক্ষিপ্তসার; summary; gist। চুম্বকশলাকা (বিশেষ্য) লোহ আকর্ষণকারী অয়স্কান্ত মণির কাঁটা। {(তৎসম বা সংস্কৃত) √চুম্ব্+অক(ণ্বুল্)}
- Bengali Word চুম্বকন English definition [চুম্বকন্] (বিশেষ্য) কৃত্রিম উপায়ে চুম্বকে পরিণত করার পদ্ধতি; magnetization (কৃত্রিম উপায়ে চুম্বকে পরিণত করার পদ্ধতিকে চুম্বকন বলা হয়-আবদুল্লাহ আলমুতী শরফুদ্দীন)। {পরি,; (তৎসম বা সংস্কৃত) চুম্বক+(বাংলা) অন}
- Bengali Word চুম্বন, চুম্বিত, চুম্বী English definition ⇒ চুম্ব
- Bengali Word চুর, চূর English definition [চুর্] (বিশেষ্য) গুঁড়া; চূর্ণ; খণ্ড খণ্ড। □(বিশেষণ) ১ বিহ্বল; নেশাগ্রস্ত; হতজ্ঞান (আজ লাল পানি পিয়ে দেখি সব কিছু চুর-কাজী নজরুল ইসলাম)। ২ চূর্ণ; বিনষ্ট; বিধ্বস্ত (সকলি করেছ চুর-রসে)। চুরচুরে (বিশেষণ) বিহ্বলকারী; বিবশকারী। চুরমার (বিশেষণ) সম্পূর্ণ চূর্ণ ও বিনষ্ট। আমচুর (বিশেষ্য) ফালি করা কাঁচা আম শুকিয়ে প্রস্তুত অম্লস্বাদ খাদ্যবিশেষ; আমসি। খইচুর (বিশেষ্য) চিনির রসে পাক করা খইয়ের মোয়া বা নাড়ু। ভাংচুর করা (ক্রিয়া) ভেঙে গুঁড়া গুঁড়া করে ফেলা। মতিচুর (বিশেষ্য) এক প্রকার মিঠাই। রতনচুর (বিশেষ্য) হাতের বালাবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) চুর্ণ>}
- Bengali Word চুরট, চুরুটিকা English definition ⇒ চুরুট
- Bengali Word চুরনি, চুরুনী English definition ⇒ চোরনি
- Bengali Word চুরা English definition [চুরা] (ক্রিয়া) চূর্ণ করা; গুঁড়া করা। {(তৎসম বা সংস্কৃত) √চূর্ণ>(বাংলা) √চুর্+আ}
- Bengali Word চুরানব্বই English definition [চুরানব্বোই] (বিশেষ্য), (বিশেষণ) ৯৪ সংখ্যা বা সংখ্যক। {(তৎসম বা সংস্কৃত) চতুর্নবতি>(প্রাকৃত) চউণউই}
- Bengali Word চুরানো, চোরানো English definition ⇒ চুরি
- Bengali Word চুরাশি, চুরাশী English definition [চুরাশি] (বিশেষ্য), (বিশেষণ) ৮৪ সংখ্যা বা সংখ্যক। {(তৎসম বা সংস্কৃত) চুতরশীতি>(প্রাকৃত) চউরাসী}
- Bengali Word চুরি ১ English definition [চুরি] (বিশেষ্য) ১ অপহরণ; চৌর্য; পরের দ্রব্য না বলে গ্রহণ। ২ গোপনে আত্মসাৎকরণ (ভাব চুরি)। চুরানো, চোরানো (বিশেষ্য) চুরি; চৌর্য; লুক্কায়িতভাবে; অন্যের অলক্ষ্যে; অপরের অগোচরে। চুরিচামারি (বিশেষ্য) চুরি ও অন্য অপকর্মাদি; অপহরণ ও অন্যান্য দুষ্কার্য (কত চুরি-চামারি করে-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। লুকোচুরি (বিশেষ্য) ক্রীড়া বিশেষ, প্রধানত বালক-বালিকাদের মধ্যে প্রচলিত। চুরি করে (অসমাপিকা ক্রিয়া) গোপনে; লুক্কায়িতভাবে; অন্যের অরক্ষ্যে; অপরের অগোচরে (চুরি করে শোনা)। {(তৎসম বা সংস্কৃত) চৌর্য>(প্রাকৃত) চোরিঅ>}
- Bengali Word চুরি ২ English definition [চুরি] (অসমাপিকা ক্রিয়া) চূর্ণ করে। {(তৎসম বা সংস্কৃত) চূর্ণ>}
- Bengali Word চুরুট, চুরট English definition [চুরুট্, চুরোট] (বিশেষ্য) ধূমপানের জন্য ব্যবহৃত পণ্যবিশেষ, যা শুকনা তামাক পাতা পাকিয়ে মোটা শরাকার মতো করে বানানো হয়; cigar। চুরুটিকা (বিশেষ্য) ছোট চরুট; সিগারেট; cigarette। {(তামিল) ছুরটু; (ইংরেজি) Cheroot}
- Bengali Word চুর্ণক English definition [চুর্নক্] (বিশেষ্য) ১ বিশদ ব্যাখ্যা। ২ যে পু্স্তকে পীকাটিপ্পনী সহযোগে মূলের দুরূহ বিষয় বিশ্লেষণ করে ভালোভাবে ব্যাখা করা হয়। {(তৎসম বা সংস্কৃত) √চূর্ণ্+ক(কন্)}
- Bengali Word চুল English definition [চুল্] (বিশেষ্য) কেশ। চুলাচুলি, চুলোচুলি (বিশেষ্য) ১ কেশাকেশি; পরস্পর চুল টানাটানি কের যে মারামারি। ২ ভীষণ ঝগড়া বা কলহ। চুলচেরা বিন অতিশয় সূক্ষ্ম (হিসাবের চুলচেরা মীমাংসা-রবীন্দ্রনাথ ঠাকুর)। চুলচেরা ভাগ করা, চুলচিরে ভাগ করা (ক্রিয়া) চুল চিরে দুই ভাগ করার মতো সূক্ষ্ম ভাগ বা বিচার করা। চুলদাড়ি পাকানো (ক্রিয়া) ১ বৃদ্ধ হওয়া। ২ কোনো বিষয়ে বহু অভিজ্ঞতা লাভ করা। চুলবাঁধা (ক্রিয়া) কেশ পরিচর্যা করা; খোঁপা বাঁধা। একচুল বিণ, (ক্রিয়াবিশেষণ) সামান্য পরিমাণ; একটু; চুল পরিমাণ; অত্যল্প। {(তৎসম বা সংস্কৃত) চূড়া>(প্রাকৃত) চূল; (তৎসম বা সংস্কৃত)চুল}
- Bengali Word চুলকা English definition [চুল্কা] (ক্রিয়া) নখ দিয়ে আচঁড়ানো; কণ্ডূয়ন করা। {(তৎসম বা সংস্কৃত) √কণ্ডূয়্>(বাংলা) √চুল্কা}
- Bengali Word চুলকানি, চুলকনা English definition [চুল্কানি, চুল্কনা] (বিশেষ্য) এক প্রকার চর্মরোগ; কণ্ডূরোগ; খুজলি। চুলকানো, চুলকান (ক্রিয়া) কণ্ডূয়ন করা; নখ ইত্যাদি দ্বারা আঁচড়ানো (দুই হাতে চুলকান চুল-ভারতচন্দ্র রায়গুণাকর)। □(বিশেষ্য) কণ্ডূয়ন। □(বিশেষণ) নখ ইত্যাদি দ্বারা যা আঁচড়ানো হয়েছে এমন। {√চুল্কা+আনি,>}
- Bengali Word চুলবুল English definition [চুল্বুল্] (অব্যয়) চঞ্চলতাজ্ঞাপক বা অস্থিরতা প্রকাশক (চুলবুল করা)। চুলবুলানি, চুলবুলুনি (বিশেষ্য) অস্থিরতা; চাঞ্চল্য। চুলবুলে (বিশেষণ) অস্থির; চঞ্চল (উড়িয়ে ফুঁয়ে তুলোট পুথি ধুলোট খ্যালে চুলবুলে-সত্যেন্দ্রনাথ দত্ত)। {ধ্বন্যাত্মক; (তুলনীয়) (হিন্দি) চুলবুলা}