চ পৃষ্ঠা ৩৪
- Bengali Word চুনুরী English definition ⇒ চুনুরি
- Bengali Word চুনেন্দা English definition ⇒ চুনিন্দা
- Bengali Word চুনো, চুনা English definition [চুনো, চুনা] (বিশেষ্য) কালি শুকানোর জন্য চুলের পুটলি যা চোষ কাগজ যা ব্লটিং-এর কাজ করে (নায়ের নাকে চমশা দিয়ে দপ্তর খুলিয়া লিখিতেছে ও চুনো বুলাইতেছে-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। {(তৎসম বা সংস্কৃত) চূর্ণ>চুন+ও, আ}
- Bengali Word চুনোট English definition ⇒ চুনট
- Bengali Word চুন্নি English definition [চুন্নি] (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) যে নারী চুরি করে। চুন্নিবিল্লি (বিশেষ্য) ১ চুরি করে ধরা পড়া অসহায় বিড়াল। ২ অপরাধ ধরা পড়ার পর উক্ত বিড়ালীর ন্যায় অসহায় অপরাধী ব্যক্তি (চুন্নী বিল্লীর মত মুখ করে সকলে বেরিয়ে গেল-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) চৌর>চোর+নি>}
- Bengali Word চুপ ১ English definition [চুপ্] (বিশেষণ) নিস্তব্ধ; নীরব; নিঃশব্দ (চুপ থাকা বা হওয়া)। □(অব্যয়) চুপ করার নির্দেশসূচক; চোপ। চুপকরা (ক্রিয়া) নীরব থাকা; কথা না বলা। চুপচাপ (বিশেষণ) নীরব; শব্দহীন; নিস্তব্ধ; নিশ্চেষ্ট; নিরুদ্যম (চুপচাপ পড়ে থাকা)। চুপটি (বিশেষণ) একেবারে নীলব; একদম চুপ। চুপটি করে, চুপটি মেরে (ক্রিয়া) (বিশেষণ) সম্পূর্ণ নীরবে। চুপ মারা (ক্রিয়া) স্বেচ্ছায় সম্পূর্ণ নীরব হওয়া। {(তৎসম বা সংস্কৃত) √চুপ্+অ(অচ্)}
- Bengali Word চুপ ২ English definition ⇒ চোপ
- Bengali Word চুপসা, চুপসানো, চুপসান English definition ⇒ চোপসা
- Bengali Word চুপি English definition [চুপি] (বিশেষ্য) নিস্তব্ধতা; নীরবতা; শব্দহীনতা। চুপিচাপি (ক্রিয়া) (বিশেষণ) কোনরূপ গোলযোগ না করে অন্যের অগোচরে বা অজান্তে (চুপিচাপি সরিয়া পড়া)। চুপি চুপি, চুপে চুপে (ক্রিয়া) (বিশেষণ) ১ ফিস ফিস করে (চুপি চুপি কথা বলা)। ২ অপরের অজ্ঞাতসারে বা অগোচরে (চুপি চুপি উঁকি মারা)। চুপি সারে (ক্রিয়াবিশেষণ) ১ চুপিচুপি। ২ প্রায় নিঃশব্দে। ৩ অপরের অজ্ঞাতসারে। {(তৎসম বা সংস্কৃত) √চুপ্>}
- Bengali Word চুপড়ি, চুবড়ি English definition [চুপ্ড়ি, চুব্ড়ি] (বিশেষ্য) ছোট চুড়ি; ক্ষুদ্র ধামা (জেলে সে মাছ চুপড়ির মধ্যেই ভরে-সৈও)। {(তুলনীয়) (হিন্দি) ছবড়া}
- Bengali Word চুবনো, চুবানো, চোবানো English definition [চুবোনো, চুবানো, চোবানো] (ক্রিয়া) পানি বা অন্য কোনো তরল পদার্থে নিমজ্জিত করা। চুবনি, চুবানি, চোবানি (বিশেষ্য) পানিতে চোবানো; ডুবিয়ে রাখন; নিমজ্জন; নিমজ্জিতকরণ। নাকানি-চোবানি, নাকানি-চুবানি (বিশেষ্য) প্রচুর নির্যাতন ভোগ; অশেষ লাঞ্ছনা। {√চুব্+অনো, আনো; (তুলনীয়) (হিন্দি) চুবানা>}
- Bengali Word চুবা, চোবা English definition [চুবা, চোবা] (ক্রিয়া) পানি অন্য কোনো তরলে নিমজ্জিত করা (নদীতে চুবায়-কৃষ্ণদাস কবিরাজ)। চুবাচুবি (বিশেষ্য) পরস্পরকে চুবানো। {(তৎসম বা সংস্কৃত) √চুব্+আ}
- Bengali Word চুবড়ি English definition ⇒ চুপড়ি
- Bengali Word চুম English definition [চুম্] (বিশেষ্য) ওষ্ঠাধর দ্বারা স্পর্শ; চুমা; চুম্বন (হেরিনু স্বপনে কে যেন আসিয়া নয়নে আমার বুলায় চুম-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) চুম্বন>}
- Bengali Word চুমকি ১ English definition [চুম্কি] (বিশেষ্য) সোনা রুপা ইত্যাদির উজ্জল ছোট ছোট চাকতি পাত বা বুটি। □(বিশেষণ) ছোট ছোট বুটির মতো (তারার চুমকি)। {(তৎসম বা সংস্কৃত) চমৎকার>(প্রাকৃত) চমক্ক>চুমকি; (তুলনীয়) (হিন্দি) চমকী}
- Bengali Word চুমকি ২ English definition [চুম্কি] (বিশেষণ) ১ চুমুক দিয়ে পানের যোগ্য। ২ ক্ষুদ্র। চুমকিঘটি (বিশেষ্য) ক্ষুদ্র ঘটি যা থেকে চুমুক দিয়ে পানি পান করা যায়। {(তৎসম বা সংস্কৃত) √চুম্ব>}
- Bengali Word চুমকুড়ি, চুমকুড়ী English definition [চুম্কুড়ি] (বিশেষ্য) ওষ্ঠদ্বয় সঙ্কুচিত করে চুম্বনের ন্যায় ধ্বনি (পিকবধূ সব টিট্কিরি দেয় বুলবুলি চুমকুড়ি-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) চুম্বকৃতি}
- Bengali Word চুমরানো, চোমরানো English definition [চুম্রানো, চোম্রানো] (ক্রিয়া) মিথ্যা প্রশংসা দ্বারা গর্বস্ফীত করা। □(বিশেষ্য) পাকানো (গোঁফ চুমরানো)। চুমরে কাজ হাসিল করা (ক্রিয়া) কথায় ভুলিয়ে কাজ আদায় করা। {√চুমরা+আনো}
- Bengali Word চুমরি, চুমুরি, চুমুরী English definition [চুম্রি, চুমুরি, চুমুরি] (বিশেষ্য) নারকেল খেজুর ইত্যাদি গাছের পুষ্পকোষ। {(তৎসম বা সংস্কৃত) চামর>(চামরের মতো বের হয়, এজন্যে)}
- Bengali Word চুমা, চুমু, চুমো English definition [চুমা, চুমু, চুমো] (বিশেষ্য) চুম্বন (চুমা খাওযা, চুমা দেওয়া)। চুমাচুমি (বিশেষ্য) একে অন্যকে চুম্বন। {(তৎসম বা সংস্কৃত) চুম্ব>}