• Bengali Word চোয়া, চুয়া English definition [চোয়া, চুয়া] (ক্রিয়া) বিন্দু বা ফোঁটা ফোঁটা করে পড়া; ক্ষরিত হওয়া; চোয়ানো (কলসী চুইয়ে পানি পড়ে)। চোয়ানো/চোয়ান⇒চুয়ানো। {(তৎসম বা সংস্কৃত) চ্যুত>চোয়া}
    • Bengali Word চোয়াড়, চোহাড়, চুয়াড় English definition [চোয়াড়্‌, চোহাড়্‌, চুয়াড়্‌] (বিশেষ্য) ১ (বিশেষণ) ধাঙ্গর বা চামারের অনুরূপ সম্প্রদায়বিশেষ। ২ অভদ্র; ইতর; বর্বর; গোঁয়ার; অমার্জিত (না আছে ফলের বাগান, চরবার খাল, বিল-মাঠ, লোকগুলোও চোয়াড়-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ৩ পাহাড়ি জাতিবিশেষ। ৪ ধোঁকা দিয়ে যারা শিকার করে; কিরাত; ব্যাধ (অতি নীচ কুলে জন্ম জাতিতে চোয়াড়)। চোয়াড়পনা (বিশেষ্য) ১ গোঁয়ারের মতো ব্যবহার। ২ ব্যাধবৃত্তি। চোয়াড়ে (বিশেষণ) অমার্জিত; অসভ্য; চোয়াড়ের মতো (লোকটা কি রকম রুক্ষ চোয়াড়ে হয়ে গেছে। {(তৎসম বা সংস্কৃত) চণ্ডাল>}
    • Bengali Word চোয়াল, চুয়াল English definition [চোয়াল্‌, চুয়াল্‌] (বিশেষ্য) মুখের যে অংশে দাঁত সংলগ্ন থাকে, চিবুকের অস্থি; মাঢ়ি; হনু; jaw। চোয়াল ধরা (ক্রিয়া) চোয়াল আটকে যাওয়া; চিবানোর জন্য মুখ নাড়তে না পারা। চোয়াল ভাঙা কথা (বিশেষ্য) বড় বড় কথা; কঠিন কথা। {(তৎসম বা সংস্কৃত) কবল>(হিন্দি) চুয়াল}