• Bengali Word চুল English definition [চুল্‌] (বিশেষ্য) কেশ। চুলাচুলি, চুলোচুলি (বিশেষ্য) ১ কেশাকেশি; পরস্পর চুল টানাটানি কের যে মারামারি। ২ ভীষণ ঝগড়া বা কলহ। চুলচেরা বিন অতিশয় সূক্ষ্ম (হিসাবের চুলচেরা মীমাংসা-রবীন্দ্রনাথ ঠাকুর)। চুলচেরা ভাগ করা, চুলচিরে ভাগ করা (ক্রিয়া) চুল চিরে দুই ভাগ করার মতো সূক্ষ্ম ভাগ বা বিচার করা। চুলদাড়ি পাকানো (ক্রিয়া) ১ বৃদ্ধ হওয়া। ২ কোনো বিষয়ে বহু অভিজ্ঞতা লাভ করা। চুলবাঁধা (ক্রিয়া) কেশ পরিচর্যা করা; খোঁপা বাঁধা। একচুল বিণ, (ক্রিয়াবিশেষণ) সামান্য পরিমাণ; একটু; চুল পরিমাণ; অত্যল্প। {(তৎসম বা সংস্কৃত) চূড়া>(প্রাকৃত) চূল; (তৎসম বা সংস্কৃত)চুল}
    • Bengali Word চুলকা English definition [চুল্‌কা] (ক্রিয়া) নখ দিয়ে আচঁড়ানো; কণ্ডূয়ন করা। {(তৎসম বা সংস্কৃত) √কণ্ডূয়্‌>(বাংলা) √চুল্‌কা}
    • Bengali Word চুলকানি, চুলকনা English definition [চুল্‌কানি, চুল্‌কনা] (বিশেষ্য) এক প্রকার চর্মরোগ; কণ্ডূরোগ; খুজলি। চুলকানো, চুলকান (ক্রিয়া) কণ্ডূয়ন করা; নখ ইত্যাদি দ্বারা আঁচড়ানো (দুই হাতে চুলকান চুল-ভারতচন্দ্র রায়গুণাকর)। □(বিশেষ্য) কণ্ডূয়ন। □(বিশেষণ) নখ ইত্যাদি দ্বারা যা আঁচড়ানো হয়েছে এমন। {√চুল্‌কা+আনি,>}