চ পৃষ্ঠা ৩১
- Bengali Word চিড় English definition [চিড়্] (বিশেষ্য) ১ ফাটল; বিদারণ। ২ ফাট বা বিদারণের সরু চিহ্ন। চিড় খাওয়া (ক্রিয়া) ১ ফাটা; ফাট ধরা। ২ বিদীর্ণ হওয়ার মতো যন্ত্রণা করা (বুকের কোন এক কোমল পর্দায় যেন চিড় খেয়ে উঠল-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) চীর>}
- Bengali Word চিড়চিড়, চিচ্চিড় English definition [চিড়্চিড়্, চিচ্চিড়্] (অব্যয়) ১ ফাটার শব্দ। ২ ফাটার অনুভূতিসূচক শব্দ। {ধ্বন্যাত্মক}
- Bengali Word চিড়বিড় English definition [চিড়্বিড়্] (অব্যয়) অসহ্য জ্বালা যন্ত্রণা ও চুলকানির অনুভুতিসূচক শব্দ। {ধ্বন্যাত্মক}
- Bengali Word চিড়া English definition ⇒ চিঁড়া
- Bengali Word চিড়িক English definition [চিড়িক্] (বিশেষ্য) হঠাৎ ছঁচ ফোটানোর মতো তীব্র যন্ত্রণা। {ধ্বন্যাত্মক}
- Bengali Word চিড়িমার English definition [চিড়িমার্] (বিশেষ্য) পাখি শিকারি। {(হিন্দি) চিড়িয়া+(তৎসম বা সংস্কৃত) মার}
- Bengali Word চিড়িয়া English definition [চিড়িয়া] (বিশেষ্য) পাখি (চিড়িয়া সকল, পাই পাকা ফল-সৈয়দ আলাওল)। চিড়িয়াখানা (বিশেষ্য) পশুপক্ষিশালা; zoo; পশু, পাখি, সরীসৃপ প্রভৃতির দর্শনীয়ভাবে সংরক্ষণের স্থান। {(হিন্দি) চিড়িয়া}
- Bengali Word চিড়েতন, চিড়িতন English definition [চিড়েতন্, চিড়েতোন্] (বিশেষ্য) তাসের রংবিশেষ; club। {(তৎসম বা সংস্কৃত) চিপিটক; (হিন্দি) চিড়ী}
- Bengali Word চীজ English definition ⇒ চিজ১ ও চিজ২
- Bengali Word চীন ১ English definition [চিন্] (বিশেষ্য) ভারতবর্ষের উত্তর-পূর্বে অবস্থিত দেশ। চীনা; চৈনিক বিণ। চীনবাস (বিশেষ্য) চীনদেশীয় রেশম বস্ত্রবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) চীন; (ফারসি) চীন; (ইংরেজি) China}
- Bengali Word চীন ২ English definition [চিন্] (বিশেষ্য) ১ চিহ্ন। ২ চমরু নামক মূগ। {(তৎসম বা সংস্কৃত) চিহ্ন>}
- Bengali Word চীনা ১, চীনে English definition [চিনা, চিনে] (বিশেষ্য) চীনদেশবাসী। □(বিশেষণ) চীন দেশে উৎপন্ন; চীন দেশজ; চৈনিক; চীন দেশের। চীনাংশুক (বিশেষ্য) চীনদেশীয় বস্ত্রবিশেষ; রেশম বস্ত্রবিশেষ। চীনাঘাস (বিশেষ্য) ১ চীনদেশীয় সুগন্ধি ঘাসবিশেষ। ২ মিষ্ট পানি বা দুধ জমাবার জন্য ঘাসের ন্যায় বস্তুবিশেষ। চীনাজোঁক, চিনে জোঁক (বিশেষ্য) ১ সহজে ছাড়ে না এবং দৃঢ়ভাবে শরীরের সঙ্গে লেগে থাকে যে জোঁক। ২ (আলঙ্কারিক) নাছোড়বান্দা; যে অভীষ্ট লাভ না করে ছাড়তে চায় না (তারে ধরবে চিনে-জোঁক-জসীমউদ্দীন)। চীনা বাদাম (বিশেষ্য) স্বনামখ্যাত বাদামবিশেষ। চীনামাটি (বিশেষ্য) পাত্র প্রস্তুতের উপযোগী এক প্রকার সাদা মাটি। চীনা মাটির বাসন (বিশেষ্য) ঐ মাটি দ্বারা প্রস্তুত বাসন। {(তৎসম বা সংস্কৃত) চীন+(বাংলা) আ}
- Bengali Word চীনা ২ English definition [চিনা] (বিশেষ্য) কাউনজাতীয় এক প্রকার শস্য (আরও ফুটিক ডলক দিলে চীনার ভাত খাই-জসীমউদ্দীন)। {(তৎসম বা সংস্কৃত) চীন+(বাংলা) আ}
- Bengali Word চীনা ৩ English definition [চিনা] (বিশেষ্য) প্রসাধন দ্রব্যবিশেষ (যাবক, কর্পূর, ভীমসেনা আর চীনা-সৈয়দ আলাওল)। {(তৎসম বা সংস্কৃত) চীনা}
- Bengali Word চীনে English definition ⇒ চীনা
- Bengali Word চীবর English definition [চিবর্] (বিশেষ্য) ১ বৌদ্ধ ভিক্ষুদের পরিধানযোগ্য বস্ত্রখণ্ড; কৌপীন (ভিক্ষুদের কাষায় চীবর-মোহিতলাল মজুমদার)। ২ চীর; নেকড়া; ছিন্নবস্ত্র; জীর্ণবস্ত্র। {(তৎসম বা সংস্কৃত) √চি(চয়ন)+বর(বরচ্)}
- Bengali Word চীর English definition [চির্] (বিশেষ্য) ১ কাপড়ের ফালি; ছেঁড়া কাপড়; নেকড়া। ২ সন্ন্যাসীর পরিধেয় বসন। ৩ কাগজের টুকরা; চিরকুট। ৪ গাছের ছাল; বাকল। ৫ শিরস্ত্রাণ; পাগড়িবিশেষ (শিরেতে কুসুম্ভী চীর মুখেতে তাম্বুল-সৈয়দ আলাওল)। ৬ বসন; কাপড় (না বাঁধে চিকুর না পরে চীর-বড়ু চণ্ডীদাস; কুমারী অঙ্গের চীর-কাজী দৌলত)। {(তৎসম বা সংস্কৃত) √চি+র(ক্রন্)}
- Bengali Word চীরা English definition ⇒ চিরা২
- Bengali Word চীর্ণ English definition [চির্নো] (বিশেষ্য) ১ ছিন্ন; খণ্ডীকৃত; খণ্ডিত। ২ বিদীর্ণ; বিভক্ত। {(তৎসম বা সংস্কৃত) √চর্+ন(নক্)}
- Bengali Word চীৎকার English definition ⇒ চিৎকার