• Bengali Word চোপসা, চুপসা English definition [চোপ্‌শা, চুপ্‌শা] (বিশেষণ) ১ বসা বা তোবড়া (চোপসা গাল)। ২ ভিতরের জিনিস বের হওয়ার দরুণ সঙ্কুচিত (চোপসা-কোর্তা)। চোপসনো, চোপসানো, চুপসানো (ক্রিয়া) ১ চুষে নেওয়া; রস টেনে আর্দ্র হওয়া (এ কাগজে কালি চোপসায়)। ২ রস বা বায়ু বের হয়ে যাওয়ার ফলে সঙ্কুচিত হওয়া বা চুপসে যাওয়া (গাল চুপসে যাওয়া)। ৩ শুষ্ক হওয় যাওয়া। ৪ নীরস ও শুষ্ক বা সঙ্কুচিত। চোপসানি, চুপসানি বি। {√চুপসা>}