চ পৃষ্ঠা ৩০
- Bengali Word চিল English definition [চিল্] (বিশেষ্য) এক জাতীয় উচ্চ চিৎকারকারী নখরবিশিষ্ট মাংসাশী পাখি। চিলের ছোঁ (বিশেষ্য) ১ চিলের থাবা। ২ যে খাবল বা থাবা কখনো ফসকায়না। {(তৎসম বা সংস্কৃত) √চিল্ল্+অ(অচ্)}
- Bengali Word চিলতা, চিলতে English definition [চিল্তা, চিল্তে] (বিশেষণ) ১ লম্বা লম্বা চিকন ফালি করা (এক চিলতে কাগজ)। ২ লম্বা ফালি বা টুকরা (কাগজের কলাপাতার চিলতে)। {(তুলনীয়) (আরবি) জিলদ্}
- Bengali Word চিলম, ছিলিম, ছিলুম English definition [চিলোম্, ছিলিম্, ছিলুম্] (বিশেষ্য) কল্কে; নিচে ছিদ্রযুক্ত পোড়ামাটির তৈরি কোণাকৃতি পাত্রবিশেষ, যে পাত্রে তামাকপাতা বা গাঁজার উপরে আগুন রেখে হুঁকা সহযোগে অথবা হুঁকা ছাড়াই ধুমপান করা হয়। {(ফারসি) চিলম}
- Bengali Word চিলমচি, চিলিমচি, চিলুমচি English definition [চিলোম্চি, চিলিম্চি, চিলুম্চি] (বিশেষ্য) হাত-মুখ ধোয়ার গামলাজাতীয় পাত্র (চিলুমচি সোনার লিয়া হাতে, চাকর নফর খাড়া ওজু দেলাইতে-সৈয়দ হামজা)। {(তুর্কি)চালব্চী}
- Bengali Word চিলা, চিল্লা, চিল্লাকশী English definition [চিলা, চিল্লা, চিল্লাকোশি] (বিশেষ্য) চল্লিশ দিন ধরে দরবেশদের ইবাদত ও ধ্যানমগ্নতা। চিরাখানা (বিশেষ্য) যে ঘরে দরবেশগণ চল্লিশ দিন রোজা নামাজ ও ধ্যানে থাকেন। {(ফারসি) চিল্লাহ্+, (ফারসি) কাশী}
- Bengali Word চিলাকোঠা English definition ⇒ চিলেকোঠা
- Bengali Word চিলিক English definition [চিলিক্] (বিশেষ্য) চমক; ঝিলিক (পানিতে জোছনা রূপার চিলিক মারিতেছে-আবুল মনসুর আহমদ)। {(তৎসম বা সংস্কৃত) জ্বলক> ঝিলিক>চিলিক; (তুলনীয়) (হিন্দি) ঝলক}
- Bengali Word চিলিমচি, চিলিমচী English definition ⇒ চিলমচি
- Bengali Word চিলুনি English definition [চেলুনি] (বিশেষ্য) চাল ধোয়া পানি; চেলেনি পানি। {চালুনি>}
- Bengali Word চিলুনী English definition [চিলুনি] (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) স্ত্রী চিল (উইড়া যাওরে চিল চিলুনী-পূর্ববঙ্গ গীতিকা)। {আঞ্চলিক; চিল+উনি}
- Bengali Word চিলুমচি English definition ⇒ চিলমচি
- Bengali Word চিলেকোঠা, চিলাকোঠা English definition [চিলেকোঠা, চিলাকোঠা] (বিশেষ্য) গৃহের ছাদ সংলগ্ন ক্ষুদ্র ঘরবিশেষ; ছাদপ্রান্তের সিঁড়ি ঘর। {চিল+ইয়া>চিলে (অর্থাৎ চিল যেমন উঁচুতে থাকে, তেমন উঁচুতে অবস্থিত)+কোঠা}
- Bengali Word চিলেঘুড়ি English definition [চিলেঘুড়ি] (বিশেষ্য) চিলের আকৃতি বিশিষ্ট একজাতীয় ঘুড়ি; মাঝারি আকারের ঘুড়ি (ঠিক যেন একটা চিলে ঘুড়িকে খেলোয়াড় গোঁতা মারছে-কাজী নজরুল ইসলাম)। {চিল+ইয়া> চিলে (অর্থাৎ চিল যেমন উঁচুতে থাকে, তেমন উঁচুতে ওড়া)+ঘুড়ি}
- Bengali Word চিল্লা, চিল্লাকশী English definition ⇒ চিলা
- Bengali Word চিল্লাচিল্লি, চেল্লাচেল্লি English definition [চিল্লাচিল্লি, চেল্লাচেল্লি] (বিশেষ্য) চিৎকার ও হাঁকডাক; চেঁচামেচি; হাঁকাহাকি। {(তৎসম বা সংস্কৃত) চিল্ল>}
- Bengali Word চিল্লানি, চিল্লানী English definition [চিল্লানি] (বিশেষ্য) চিৎকার; চেঁচামেচি। {(তৎসম বা সংস্কৃত) চিল্ল; (তুলনীয়) (হিন্দি) চিল্লানা}
- Bengali Word চিহ্ন English definition [চিন্হো] (বিশেষ্য) ১ দাগ; রেখা (অশ্রুচিহ্ন)। ২ ছাপ; প্রতিচ্ছবি (ভয়ের চিহ্ন)। ৩ বৈশিষ্ট্য; লক্ষণ (অনুরাগের চিহ্ন)। ৪ নিদর্শন; অভিজ্ঞান (স্মৃতিচিহ্ন)। ৫ স্মারক; নিশানা। ৬ সংকেত; ইশারা; ইঙ্গিত। ৭ আভাস (চারদিকে কোনো গাছপালার চিহ্ন মাত্র নেই)। ৮ সাংকেতিক লেখা বা আঁক। {(তৎসম বা সংস্কৃত) √চিহ্ন্+অ(অচ্)}
- Bengali Word চিহ্নিত English definition [চিন্হিতো] (বিশেষণ) চিহ্ন বা দাগ দেওয়া হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত) √চিহ্ন+ত(ক্ত)}
- Bengali Word চিৎ ১ English definition [চিত্] (বিশেষ্য) ১ চৈতন্য; বোধ (জীবে চিৎ এবং জড় মিলিত হয়েছে-প্রথম চৌধুরী)। ২ চিত্ত; মন। ৩ জ্ঞান। চিৎপ্রকর্ষ (বিশেষ্য) সংস্কৃতি; কৃষ্টি; culture। ২ চিত্তের উন্নতি; চিত্তের পরিণতি (একটি ঘটনার সংঘাতেই জাতীয় চিৎপ্রকর্ষ বিস্ফুরিত হতে দেখা যায়-মুএ)। {(তৎসম বা সংস্কৃত) √চিৎ+ক্বিপ}
- Bengali Word চিৎকার, চীৎকার English definition [চিত্কার্] (বিশেষ্য) ১ উচ্চস্বর; চেঁচানি; রব। ২ গোলমাল; গণ্ডগোল; চেঁচামেচি; কোলাহল। {(তৎসম বা সংস্কৃত) চিৎ+কার; (কর্মধারয় সমাস)}