চ পৃষ্ঠা ২৪
- Bengali Word চিক ২, চীক English definition [চিক্] (বিশেষ্য) ১ বাঁশের শলাকার পর্দা (উভয়ে এক চিকের আড়ালে বসিয়া বাই নাচ দেখিবেন-মীর মশাররফ হোসেন)। {(তুর্কি)চিক}
- Bengali Word চিকচিক English definition [চিক্চিক্] (অব্যয়) ১ পাখির ডাকের শব্দ। ২ দীপ্তিময়তা ও মসৃণতাব্যঞ্জক। চিকচিকে (বিশেষণ) ১ চিক্কণ; তৈলের আধিক্যবশত লাবণ্য আভাযুক্ত। ২ পূর্ণ স্বাস্থ্য বা সজীবতাবশত গাত্র বর্ণের ঔজ্জ্বল্যযুক্ত (মোটা সোটা চিকচিকে হাঁস-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {ধ্বন্যাত্মক}
- Bengali Word চিকণ English definition ⇒ চিকন
- Bengali Word চিকন ১ English definition [চিকন্] (অপপ্রয়োগ) (বিশেষণ) ১ চকচকে; উজ্জ্বল; দীপ্তিময়। ২ উজ্জ্বল ও মসৃণ; লাবণ্যপূর্ণ (দেহখানি তার চিকন কালা-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৩ সুন্দর; সুশ্রী; মনোহর (চিকন কালা)। চিকনকালা (বিশেষ্য) শ্যামসুন্দর; মনোহর; শ্রীকৃষ্ণ। চিকন চাকন (বিশেষণ) সুন্দর ও সুগঠন; সুশ্রী ও মসৃণ গঠন; শোভন ও সুঠাম (চিকন চাকন গঠনখানি-জসীমউদ্দীন)। {(তৎসম বা সংস্কৃত) চিক্কণ>}
- Bengali Word চিকন ২ English definition [চিকন্] (বিশেষণ) ১ মিহি; লঘু; পাতলা; ফুরফুরে; সরু (চিকন আলের পথে-রখা)। ২ কাপড়ের উপর সূক্ষ্ম সূচিকর্মবিশেষ; বস্ত্রাদির উপর সূচের সূক্ষ্ম কারুকার্য। চিকিনিয়া, চিকনীয়া (বিশেষণ) ১ চিকন; মনোহর। ২ চিকনের কারুকার্যময়; চিকনের সূক্ষ্ম কারু খচিত (মাথায় চিকনিয়া চাঁদ পাল্লা টুপি-কাজী ইমদাদুল হক)। {(ফারসি) চিকিন্, চিকীন }
- Bengali Word চিকমক, চিকিমিকি English definition [চিক্মিক্, চিকিমিকি] (অব্যয়) ১ ক্ষণে ক্ষণে দ্যুতি প্রকাশ; ঝিকমিক (চিকমিক করে বালু-রবীন্দ্রনাথ ঠাকুর)। চিকমিকে বিণ। চিকমিকিয়ে (অসমাপিকা ক্রিয়া) চিকমিক করে (চিক্মিকিয়ে চিক্মিকিয়ে রে!-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তুর্কি)চক্মাক}
- Bengali Word চিকরুনি English definition [চিক্রুনি] (বিশেষ্য) চিৎকার; চিক্কুর (দাদার চিক্রুনি দেখে-দীনবন্ধু মিত্র)। {(তৎসম বা সংস্কৃত) চীৎকার}
- Bengali Word চিকা English definition [চিকা] (বিশেষ্য) ১ ছুঁচা; ছুঁচো; গন্ধমূষিক। ২ গুণ চিহ্ন (Í); ঢেরা চিহ্ন। {ধ্বন্যাত্মক; তুল, (তৎসম বা সংস্কৃত) চিক্কির}
- Bengali Word চিকা মারা English definition [চিকামারা] (ক্রিয়া) ১ শ্লোগান ইত্যাদি দেয়ালে লেখা। ২ ছাপমারা। ৩ ঢেরা চিহ্ন (Í) দেওয়া। {(তৎসম বা সংস্কৃত) চক্র> (বাংলা) চিকা+মারা}
- Bengali Word চিকারি English definition [চিকারি] (বিশেষ্য) সেতারের সন্নিবিষ্ট প্রধান তার সমূহের অতিরিক্ত ক্ষুদ্র ক্ষুদ্র তার (যাঁরা রাগ আলাপ করেন; চিকারির ঝনঝনানি তাঁদের কানে অসহ্য-প্রথম চৌধুরী)। {(হিন্দি) চিকারী}
- Bengali Word চিকিচ্ছে English definition [চিকিচ্ছে] (বিশেষ্য) চিকিৎসা। {(তৎসম বা সংস্কৃত) চিকিৎসা}
- Bengali Word চিকিমিকি English definition ⇒ বিকমিক
- Bengali Word চিকিৎসা English definition [চিকিত্শা] (বিশেষ্য) রোগ নিরাময়ের নিমিত্ত গৃহীত ব্যবস্থাদি; ঔষধ প্রয়োগ বা অস্ত্রোপাচার ইত্যাদি দ্বারা রোগ দূরীকরণ চেষ্টা। চিকিৎসক (বিশেষ্য) চিকিৎসাকারী; ডাক্তার; বৈদ্য; ভিষক। চিকিৎসনীয়, চিকিৎসা (বিশেষণ) ১ চিকিৎিসা করা চলে বা করা উচিত এমন; চিকিৎসার যোগ্য; চিকিৎসাসাধ্য। ২ চিকিৎসা করতে হবে বা করা হবে এমন। চিকিৎসাধীন (বিশেষণ) চিকিৎসা চলছে এমন। চিকিৎসালয়, চিকিৎসাগার (বিশেষ্য) যে স্থানে চিকিৎসা করা হয়; ডাক্তারখানা; চিকিৎসার ব্যবস্থা আছে এরূপ ঔষধালয়। চিকিৎসাশাস্ত্র (বিশেষ্য) রোগ বা তার ঔষধ বিষয়ক বিজ্ঞান; চিকিৎসা বিজ্ঞান। চিকিৎসিত (বিশেষণ) চিকিৎসা করা হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত) √কিৎ+সন্+আ(টাপ্)}
- Bengali Word চিকীর্ষা English definition [চিকির্শা] (বিশেষ্য) করার ইচ্ছা (উপচিকীর্ষা)। চিকীর্ষিত (বিশেষণ) করাবার অভিপ্রায় রয়েছে এমন; অভিপ্রেত; অভিলষিত। চিকীর্ষু (বিশেষণ) করতে ইচ্ছুক এমন। {(তৎসম বা সংস্কৃত) √কৃ+সন্+অ+আ(টাপ্)}
- Bengali Word চিকুর English definition [চিকুর্] (বিশেষ্য) ১ চুল; কেশ; কুন্তল। ২ বিজলি; বিদ্যুৎ; তড়িৎ (চিকুর ঝিকেমিকে চকিয়া দিকে দিকে-রবীন্দ্রনাথ ঠাকুর)। চিকুরঝালা (বিশেষ্য) বিদ্যুদ্দীপ্ত; বিদ্যুৎ চমকানি। {(তৎসম বা সংস্কৃত) চি+√কুর্+অ(ক)}
- Bengali Word চিক্কণ English definition [চিক্কন্] (বিশেষণ) ১ চিকন; মসৃণ; চকচকে (চিক্কণ চারু শিলার ললাটে-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ স্নিগ্ধ; শোভন; মনোহর। ৩ লাবণ্যপূর্ণ। চিক্কণতা (বিশেষ্য) ঔজ্জ্বল্য ও পারিপাট্য (বেশভূষার চিক্কণতা-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) চিৎ+কণ}
- Bengali Word চিক্কার English definition [চিক্কার্] (বিশেষ্য) চিৎকার (পদভরে ক্ষিতি লড়ে চিক্কার ছাড়িয়া চলে-কাশীরাম দাস)। {(তৎসম বা সংস্কৃত) চিৎকার>চিচ্কার>}
- Bengali Word চিক্কুর ১ English definition [চিক্কুর] (বিশেষ্য) তীব্র বিদ্যুৎ বা বজ্র (মন চিক্কুর হানে-মোহিতলাল মজুমদার)। {(তৎসম বা সংস্কৃত) চি+√কুর্+অ}
- Bengali Word চিক্কুর ২ English definition [চিক্কুর] (বিশেষ্য) তীব্র চিৎকার; আর্তচিৎকার। চিক্কুর দেওয়া বা মারা (ক্রিয়া) তীব্র চিৎকার দেওয়া; আর্তচিৎকার করা। {(তৎসম বা সংস্কৃত) চিৎকার> (প্রাকৃত) চিক্কার}
- Bengali Word চিখ English definition [চিখ্] (বিশেষ্য) চিৎকার (চিখ মেরে কাঁদে-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) চীৎকার>}