• Bengali Word চিকন ১ English definition [চিকন্‌] (অপপ্রয়োগ) (বিশেষণ) ১ চকচকে; উজ্জ্বল; দীপ্তিময়। ২ উজ্জ্বল ও মসৃণ; লাবণ্যপূর্ণ (দেহখানি তার চিকন কালা-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৩ সুন্দর; সুশ্রী; মনোহর (চিকন কালা)। চিকনকালা (বিশেষ্য) শ্যামসুন্দর; মনোহর; শ্রীকৃষ্ণ। চিকন চাকন (বিশেষণ) সুন্দর ও সুগঠন; সুশ্রী ও মসৃণ গঠন; শোভন ও সুঠাম (চিকন চাকন গঠনখানি-জসীমউদ্‌দীন)। {(তৎসম বা সংস্কৃত) চিক্কণ>}
    • Bengali Word চিকন ২ English definition [চিকন্‌] (বিশেষণ) ১ মিহি; লঘু; পাতলা; ফুরফুরে; সরু (চিকন আলের পথে-রখা)। ২ কাপড়ের উপর সূক্ষ্ম সূচিকর্মবিশেষ; বস্ত্রাদির উপর সূচের সূক্ষ্ম কারুকার্য। চিকিনিয়া, চিকনীয়া (বিশেষণ) ১ চিকন; মনোহর। ২ চিকনের কারুকার্যময়; চিকনের সূক্ষ্ম কারু খচিত (মাথায় চিকনিয়া চাঁদ পাল্লা টুপি-কাজী ইমদাদুল হক)। {(ফারসি) চিকিন্‌, চিকীন }
    • Bengali Word চাকন-চিকন, চিকন-চাকন English definition [চাকোন্‌চিকোন্‌, চিকোন্‌চাকোন্‌] (বিশেষণ) সুচিক্কণ; মসৃণ; উজ্জ্বল। {(তৎসম বা সংস্কৃত) চিক্কণ; (ফারসি) চিক্কন্‌, (অনুকারক শব্দ, শব্দদ্বৈত)চাকন}