চ পৃষ্ঠা ২৫
- Bengali Word চিঙ্গট, চিঙ্গড় English definition [চিঙ্গট, চিঙ্গড়] (বিশেষ্য) চিংড়ি। চিঙ্গটি (বিশেষ্য) ছোট চিংড়ি। {(তৎসম বা সংস্কৃত) চিঙ্গট}
- Bengali Word চিচিং ফাঁক, চিচিং-ফাঁক English definition [চিচিঙ্ফাঁক্] (বিশেষ্য) ১ প্রসিদ্ধ আলিবাবা নাটকে উল্লিখিত দরজা খোলার গুপ্তমন্ত্র। ২ (গুপ্ত বিষয়) প্রকাশিত বা উন্মেচিত (আমার সবকিছু যেন চিচিং-ফাঁক না হয়ে যায়-কাজী নজরুল ইসলাম)। {আরব্যোপন্যাসের শব্দ (ইংরেজি) Open sesame শব্দের ভাবানুবাদ বলে ধারণা করা হয়}
- Bengali Word চিচিংগা, চিচিঙ্গা, চিচিংগে, চিচিঙ্গে English definition [চিচিঙ্গা, চিচিঙ্গা, চিচিঙ্গে, চিচিঙ্গে] (বিশেষ্য) লম্বাকৃতি সবজিবিশেষ (চিচিঙ্গের মতন বেণী দুলছিল-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) চিচিণ্ড>}
- Bengali Word চিচিঙ্গা, চিচিঙ্গে English definition ⇒ চিচিংগা
- Bengali Word চিচ্ছক্তি English definition [চিচ্ছোক্তি] (বিশেষ্য) চৈতন্যশক্তি; চিৎরূপা শক্তি। {(তৎসম বা সংস্কৃত) চিৎ+ শক্তি; (কর্মধারয় সমাস)}
- Bengali Word চিজ ১, চীজ ১ English definition [চিজ্] (বিশেষ্য) ১ সামগ্রী; দ্রব্য; পদার্থ; উপকরণ (হায়রে পূজিব কিসে কোন চীজ নাই-ভারতচন্দ্র রায়গুণাকর; ভূঁইচাঁপা কি চিজ চিনি না-ইব্রাহীম খাঁ, প্রিন্সিপাল)। ২ মূল্যবান বস্তু বা সামগ্রী। ৩ (আলঙ্কারিক) মন্দ বা অদ্ভুত লোক; ধূর্ত বা শঠ ব্যক্তি (বুঝলে একটি চিজ বটে-সহজ নয-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(ফারসি) চীজ্}
- Bengali Word চিজ ২, চীজ ২ English definition [চিজ্] (বিশেষ্য) পনির। {(ইংরেজি) Cheese}
- Bengali Word চিট ১ English definition [চিট্] (বিশেষ্য) ১ কাগজের ক্ষুদ্র টুকরা; চিরকুট। ২ ক্ষুদ্র পত্র। {(হিন্দি) চিট্; (ইংরেজি) Chit}
- Bengali Word চিট ২, চিটচিট English definition [চিট্, চিট্চিট্] (বিশেষ্য) আঠালো বা আঠা আঠা ভাব; চটচটে। চিটচিটে (বিশেষণ) আঠালো; আঠার ভাব; সামান্য চটচটে। {জট>চট>; ধ্বন্যাত্মক}
- Bengali Word চিটা ১, চিটে ১ English definition [চিটা, চিটে] (বিশেষণ) ১ ঈষৎ চটচটে; আঠালো। ২ মলিন। □(বিশেষ্য) ১ চিটাগুড়; তামাকে ব্যবহৃত গুড়বিশেষ; মাতগুড়; কাইট; ক্বাথ। চিটাগুড় (বিশেষ্য) তামাক পাতায় ব্যবহৃত ঘন কৃষ্ণবর্ণ ঝোলা গুড়বিশেষ। {(বাংলা) চিট২+আ}
- Bengali Word চিটা ২, চিটে ২ English definition [চিটা, চিটে] (বিশেষণ) শুষ্ক; অসার বা খোসা সার। □(বিশেষ্য) শস্যশূন্য ধান; আগড়া; চালশূন্য ধান; যে ধানে চাল নেই। □(ক্রিয়া) ধানের রোগবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) চিপিট>}
- Bengali Word চিঠা English definition [চিঠা] (বিশেষ্য) ১ হিসাব বই বা লেনদেনের হিসাব রক্ষার খাতা। ২ ক্ষুদ্র চিঠি। ৩ প্রমাণপত্র বা আদেশপত্র। ৪ ফর্দ; তালিকা; ফিরিস্তি। ৫ জমি জরিপের বিবরণপত্র; গাঁয়ের মানচিত্র। হাতচিঠা, হাতচিঠি (বিশেষ্য) টাকা লেনদেনের জন্য ব্যবহৃত লেখা ক্ষুদ্র পত্র। {(হিন্দি) চিট্ঠা}
- Bengali Word চিঠি English definition [চিঠি] (বিশেষ্য) পত্র; লিপি। চিঠি চাপাটি, চিঠি চৌপটি (বিশেষ্য) চিঠি ও তজ্জাতীয় লেখা; চিঠি পত্রাদি (এখন আর চিঠি চৌপাটির দরকার নাই-মীর মশাররফ হোসেন)। উকিলের চিঠি (বিশেষ্য) নালিশের ভয় দেখিয়ে উকিল দ্বারা প্রেরিত পত্র। উড়োচিঠি (বিশেষ্য) বেনামি চিঠি; খোলাচিঠি (বাঁশবন তারে উড়োচিঠি দেয়-জসীমউদ্দীন)। {হিন্দি, চিট্ঠী}
- Bengali Word চিত ১, চিৎ ২ English definition [চিত্] (বিশেষণ) ১ ঊর্ধ্বমুখী হয়ে মাটিতে পিঠ রেখে শয়ন। ২ চিত অবস্থায় শায়িত (তন্দ্রাবশে তক্তাপোসে প্রচণ্ড পণ্ডিত চিৎ-সত্যেন্দ্রনাথ দত্ত)। ৩ পরাজিত, পর্যুদস্ত; কাত (তোমার শত্রুরা এবার রণক্ষেত্রে চিৎ-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। চিতিয়ে পড়া (ক্রিয়া) আকাশের দিকে মুখ করে পড়া (শিলাতলে চিতিয়ে পড়ে ডানা ঝটপট্ করছে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। চিতপাত, চিতপটাং (বিশেষণ) ১ ঊর্ধ্বমুখ হয়ে পতিত বা পাতিত (মোল্লা দোপেয়াজা এবার চিৎপটাং হবেন-ওহিদুল আলম)। ২ জব্দ বা পর্যুদস্ত (উৎপাত করলে চিৎপাত হতে হবে-মীর মশাররফ হোসেন)। উৎপাতের কাড়ি চিৎপাতে যায়-অন্যায় পতে অর্জিত অর্থ বাজে কাজে নষ্ট হয়ে যায়। {(হিন্দি) ও মৈথিলী. চিত}
- Bengali Word চিত ২ English definition [চিতো] (বিশেষ্য) ‘চিত্ত’ শব্দের কোমল রূপ (এই চিতগামী হবে যার স্বামী, দাসী হয়ে আমি সেবিব তারে-ভারতচন্দ্র রায়গুণাকর)। চিতসঞ্চিত (বিশেষণ) হৃদয়ের ধনস্বরূপ পরম প্রিয় বস্তু বা রতন (আমার চিতসঞ্চিত এসো-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) চিত্ত}
- Bengali Word চিত ৩ English definition [চিতো] (বিশেষণ) ১ চয়ন করা হয়েছে এমন; চয়িত; সংকলিত। ২ সঞ্চিত। ৩ রচিত। {(তৎসম বা সংস্কৃত) √চি+ত(ক্ত)}
- Bengali Word চিত ৪ English definition ⇒ চিৎ২
- Bengali Word চিতই English definition [চিতোই] (বিশেষ্য) পিঠাবিশেষ (পাকানো পিঠা চিতই ইত্যাদি তৈয়ার করিতে লাগিয়া গেল-কাজী আবদুল ওদুদ)। {(তৎসম বা সংস্কৃত) চিত্রিত}
- Bengali Word চিতল, চিথল English definition [চিতল্, চিথল্] (বিশেষ্য) সুস্বাদু মাছবিশেষ; ফলই আকৃতির বৃহৎ মাছ। {(তৎসম বা সংস্কৃত) চিত্রফল>}
- Bengali Word চিতা ১ English definition [চিতা] (বিশেষ্য) শবদাহের অগ্নিকুণ্ড; মৃতদেহ দগ্ধ করার জন্য নির্মিত চুল্লি। চিতাভস্ম (বিশেষ্য) মৃতদেহ চিতায় ভস্মীভূত করার পর সংগৃহীত ছাই। চিতারোহণ (ক্রিয়া) ১ চিতায় আরোহণ। ২ চিতায় প্রাণ বিসর্জন। রাবণের চিতা (বিশেষ্য) ১ হিন্দু বিশ্বাস অনুযায়ী চিরজ্বলন্ত রাবণের চিতা। ২ (আলঙ্কারিক) চিরস্থায়ী মর্মযাতনা; অনন্ত যন্ত্রণা; যে মানসিক কষ্ট বা যন্ত্রণা কখনো দূর হয় না (লোকটির বুকের ভিতর যে রাবণের চিতা জ্বলছে তা আমি জানি-আবু ইসহাক)। {(তৎসম বা সংস্কৃত) √চ+ত(ক্ত)+ আ(টাপ্)}