চ পৃষ্ঠা ২৭
- Bengali Word চিত্রাঙ্গ English definition [চিত্ত্রাঙ্গো] (বিশেষণ) অঙ্গ চিত্রিত এমন। □(বিশেষ্য) ১ সাপ। ২ রাংচিতার গাছ। {(তৎসম বা সংস্কৃত) চিত্র+অঙ্গ; (কর্মধারয় সমাস)}
- Bengali Word চিত্রাঙ্গদা English definition [চিত্ত্রাঙ্গোদা] (বিশেষ্য) অর্জুনের পত্নী। {(তৎসম বা সংস্কৃত) চিত্র+অঙ্গ+√দা+অ(অণ্)+আ(টাপ্)}
- Bengali Word চিত্রানুগ English definition [চিত্ত্রানুগ্] (বিশেষণ) ১ চিত্রের অনুসরণ; চিত্রের মতো। ২ সুস্পষ্ট; সমুজ্জল। ৩ ছবির ন্যায় বর্ণিত। {(তৎসম বা সংস্কৃত) √চিত্র+অনুগ; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word চিত্রাভাস, চিত্রাভাষ English definition [চিত্ত্রাভাশ্] (বিরল) (বিশেষ্য) ১ অঙ্কন শিল্পের রীতিবিরুদ্ধ দোষ; চিত্রকলা লঙ্ঘনজনিত দোষ। □(বিশেষণ) উক্ত দোষযুক্ত; উক্তমতে দুষ্ট (অজন্তার অতুলনীয় চিত্র সে হয়ে যাচ্ছে চিত্রভাষ-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) চিত্র+আভাস, আভাষ; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word চিত্রার্পিত English definition [চিত্ত্রার্পিতো] (বিশেষণ) চিত্রপটে অঙ্কিত বা সন্নিবিষ্ট; নিস্পন্দ স্থির (বন্দিনীর প্রহসনে প্রাণহীনা চিত্রার্পিতা তুমি-হাসান হাফিজুর রহমান)। চিত্রার্পিতা প্রায় (বিশেষণ) চিত্রপটে আঁকা ছবির ন্যায় অর্থাৎ অঙ্কিত মূর্তির মতো স্পন্দহীন বা স্থির। {(তৎসম বা সংস্কৃত) চিত্র+অর্পিত; ৭ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word চিত্রালঙ্কার English definition [চিত্ত্রালঙ্কার্] (বিশেষ্য) শব্দালঙ্কারবিশেষ; রচনা সৌষ্ঠবের জন্য ছবির আকারে শব্দ বিন্যাসের রীতি। {(তৎসম বা সংস্কৃত) চিত্র+অলঙ্কার; (কর্মধারয় সমাস)}
- Bengali Word চিত্রিক English definition [চিত্ত্রিক্] (বিশেষ্য) চৈত্র মাস। {(তৎসম বা সংস্কৃত) চিত্রা+ইক(ঠন্)}
- Bengali Word চিত্রিকা English definition [চিত্ত্রিকা] (বিশেষ্য) ক্ষুদ্রাকার; মিনিয়েচার; miniature। {(তৎসম বা সংস্কৃত) চিত্র+ইক(ঠন্)+আ(টাপ্)
- Bengali Word চিত্রিণী English definition [চিত্ত্রিনি] (বিশেষ্য) ১ কামশাস্ত্রবর্ণিত নারী। ২ দৈহিক গঠন ভেদে চার রকম নায়িকা বা নারীর এক প্রকার; পদ্মিণী চিত্রিণী শঙ্খিনী হস্তিনী এই চার প্রকার নারীর অন্যতমা। ৩ তন্দ্র শাস্ত্রানুসারে দেহের নাড়িবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) চিত্র+ইন্(ইনি)+ঈ(ঙীপ্)}
- Bengali Word চিত্রিত English definition [চিত্ত্রিতো] (বিশেষণ) ১ অঙ্কিত। ২ চিহ্নিত। ৩ নকশা কাটা। ৪ বহুবর্ণ মণ্ডিত; বিচিত্র; নানা বর্ণে রঞ্জিত। ৫ চিত্রার্পিত। চিত্রিতা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) √চিত্রি+ত(ক্ত)}
- Bengali Word চিদাকাশ English definition [চিদাকাশ্] (বিশেষ্য) ১ চিত্তরূপ আকাশ (চিদাকাশে চিরপথ চাওয়া মোর নতুন চাঁদ হাসে-কাজী নজরুল ইসলাম)। ২ নির্লিপ্ত চৈতন্য। ৩ পরব্রহ্ম। {(তৎসম বা সংস্কৃত) চিৎ+আকাশ; (কর্মধারয় সমাস)}
- Bengali Word চিদানন্দ English definition [চিদানন্দো] (বিশেষ্য) ১ চিৎ ও আনন্দ; জ্ঞান ও আনন্দ; চৈতন্য ও আনন্দস্বরূপ। ২ পরমব্রহ্ম। {(তৎসম বা সংস্কৃত) চিৎ+আনন্দ; (দ্বন্দ্ব সমাস)}
- Bengali Word চিদাভাস English definition [চিদাভাশ্] (বিশেষ্য) ১ চৈতন্য বা জ্ঞানের বিকাশ। ২ জীবাত্মা। {(তৎসম বা সংস্কৃত) চিৎ+আভাস; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word চিদ্রূপ English definition [চিদ্রুপ্] (বিশেষ্য) চৈতন্যময়; চৈতন্যস্বরূপে জ্ঞানময় আত্মা; পরমাত্মা; ব্রহ্ম। {(তৎসম বা সংস্কৃত) চিৎ+রূপ; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word চিন ১, চিন্ English definition [চিন্] (বিশেষ্য) ১ দাগ; চিহ্ন; ছাপ; নিদর্শন (এ সব ছবির একখানিও থাকবে না’ক চিন-জসীমউদ্দীন)। ২ অভিজ্ঞান; পরিচয়। {(তৎসম বা সংস্কৃত) চিহ্ন>}
- Bengali Word চিন ২ English definition [চিন্] (বিশেষ্য) জানাশোনা (চিন-পরিচয়)। □(বিশেষণ) চেনাশোনা; চেনা; পরিচিত। অচিন বিপ.। {(তৎসম বা সংস্কৃত) চিহ্ন>}
- Bengali Word চিনচিন English definition [চিন্চিন্] (অব্যয়) সূক্ষ্ম বা অল্প অল্প বেদনার অনুভূতিসূচক; অতীব্র জ্বালাবোধক; ঝিনঝিন। চিনচিনে (বিশেষণ) অল্প অল্প (বুকের ভিতর অস্পষ্ট চিনচিনে বেদনার মতো-আলাউদ্দীন আল আজাদ)। {ধ্বন্যাত্মক}
- Bengali Word চিনন, চিনা, চিনান, চিনানো English definition ⇒ চেনা
- Bengali Word চিনি English definition [চিনি] (বিশেষ্য) শর্করা; মিষ্টদ্রব্যবিশেষ; ইক্ষু বিট প্রভৃতি থেকে তৈরি মিষ্টি খাদ্য। চিনিপাতা দই (বিশেষ্য) চিনিসহযোগে প্রস্তুত দধি। চিনির বলদ (আলঙ্কারিক) (বিশেষ্য) চিনি বহনকারী বলদ যেমন চিনির স্বাদ ভোগ করতে পারে না তেমনি যে ব্যক্তি পরের সুখের জন্য খাটে কিন্তু নিজের পরিশ্রমলব্ধ সম্পদ ভোগ করতে পারে না। {গুজ. চীনী (চীনদেশীয়); (তুলনীয়) (তৎসম বা সংস্কৃত) শর্করা, (ফারসি) শকরীন, (হিন্দি) শিরনী}
- Bengali Word চিনে-বাজি English definition [চিনেবাজি] (বিশেষ্য) এক প্রকার জাদুর খেলা (চিনে-বাজির মত এ যত চাচ্ছি খুলতে তত যাচ্চি জড়িয়ে-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়)।