চ পৃষ্ঠা ২১
- Bengali Word চারণ ২, চারণা ১ English definition [চারোন্, চারোনা] (বিশেষ্য) ১ পশু চরানোর কাজ (গোচারণ)। ২ পশু চরানোর মাঠ; চারণ ভূমি। {(তৎসম বা সংস্কৃত) চারণ১’ চারণ+(বাংলা) আ}
- Bengali Word চারণ ৩, চারণা ২ English definition [চারোন্, চারোনা] (বিশেষ্য) চালনা বা সঞ্চালন (পদচারণ)। {(তৎসম বা সংস্কৃত) চারণ১}
- Bengali Word চারা ১ English definition [চারা] (বিশেষ্য) ১ কচি গাছ; ছোট গাছ। ২ মাছের পোনা বা বাচ্চা। □(বিশেষণ) নবজাত বা ক্ষুদ্র (ধান পাটের চারাগুলো পুড়ে লাল হয়ে যাচ্ছে-শামসুল হক)। {টিপরা, চেরা (যেমন- চেরাপুঞ্জি, চেরাই)}
- Bengali Word চারা ২, চার English definition [চারা, চার্] (বিশেষ্য) ১ উপায়; গতি (প্রত্যক্ষ প্রমাণে বিশ্বাস না ক’রে চারা কি?-শেখ ফজলল করিম)। ২ প্রতিকার; প্রতিবিধান (যাহা করিয়াছি তাহার আর চারা নাই-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। বেচারা (বিশেষণ) নিরুপায়। লাচার, নাচার (বিশেষণ) নিরুপায়, শক্তিহীন। {(ফারসি)চারাহ্}
- Bengali Word চারা ৩, চার English definition [চারা, চার্] (বিশেষ্য) পশুর বা মাছের খাদ্য; মাছের টোপ। {(হিন্দি) চারা}
- Bengali Word চারানো English definition [চারানো] (ক্রিয়া) ১ ব্যাপ্ত হওয়া; বিস্তৃত হওয়া; ছড়িয়ে পড়া। ২ সকলের উপরে বা সর্বত্র ছড়িয়ে পড়া। {চার+আনো}
- Bengali Word চারি English definition ⇒ চার১
- Bengali Word চারিত English definition [চারিতো] (বিশেষণ) ১ ছড়ানো হয়েছে এমন। ২ সঞ্চারিত; সংক্রমিত। ৩ চালিত। ৪ বিস্তৃত; ব্যাপ্ত। {(তৎসম বা সংস্কৃত) √চর্+ণিচ্+ত(ক্ত)}
- Bengali Word চারিত্র, চারিত্র্য English definition [চারিত্ত্রো] (বিশেষ্য) ১ চরিত্র। ২ পুণ্যময় স্বভাব; মহৎ গুণাবলি; সদাচার (উত্তরাধিকাসূত্রে আমরা পাই চারিত্র-সুধীন্দ্রনাথ দত্ত)। চারিত্রিক (বিশেষণ) চরিত্রগত; চরিত্র সম্পর্কিত। {(তৎসম বা সংস্কৃত) চরিত্র+অ(অণ্), চরিত্র+য(ষ্যঞ)}
- Bengali Word চারী (-রিন্) English definition [চারি] (বিশেষণ) ১ ভ্রমণকারী; বিচরণকারী (পথচারী)। ২ পালনকারী বা আচরণকারী (ব্রহ্মচারী)। চারিণী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) √চর্+ইন্(ণিনি)}
- Bengali Word চারু English definition [চারু] (বিশেষণ) ১ মনোহর; সুন্দর শোভন; সুদর্শন; কমনীয় (পুলকের বারিধারা এলো চারু চক্ষে-সিজা)। ২ ললিত; কোমল; ক্লান্ত; সুকুমার (চারুকলা)। ৩ সৎ; সু; উত্তম। চারুকলা, চারুশিল্প (বিশেষ্য) চিত্রাঙ্কনাদি সুকুমার শিল্প; ললিতকলা; fine arts। চারুতা বি। চারুনেত্র বিণল মনোহর বা সুন্দর চক্ষুযুক্ত; সুনয়ন। চারুনেত্রা (স্ত্রীলিঙ্গ) (চারুনেত্রা দেবী-মাইকেল মধুসূদন দত্ত)। চারুশীলা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) সৎস্বভাবা; কমনীয় বা সুকুমার স্বভাববিশিষ্ট। {(তৎসম বা সংস্কৃত) √চর্+উ(ঞুণ্)}
- Bengali Word চারো English definition [চারো] (বিশেষ্য) মাছ ধরার কাজে ব্যবহৃত বাঁশের তৈরি নানা ধরনের ফাঁদ (ধান গাছ মাঝে চারো পেতে থুয়ে চাপা দেছে তারপরে-বন্দে আলী মিয়া)। {আঞ্চলিক; (তুলনীয়) (হিন্দি) চারা}
- Bengali Word চার্চ English definition [চার্চ্] (বিশেষ্য) খ্রিস্টান সম্প্রদায়ের উপাসনাগৃহ; গির্জা {(ইংরেজি) Church}
- Bengali Word চার্জ English definition [চার্জ] (বিশেষ্য) ১ দাযিত্ব কর্তব্য বা কার্যভার। ২ অভিযোগ। ৩ মূল্য বা পারিশ্রমিক বা মাসুল। ৪ তত্ত্বাবধান। ৫ দোষারোপ। {(ইংরেজি) Charge}
- Bengali Word চার্বাক English definition [চার্বাক্] (বিশেষ্য) ১ একজন নাস্তিক মুনি; আত্মা পরলোক প্রভৃতিতে অবিশ্বাসী প্রসিদ্ধ মুনি। ২ জড়বাদী। চার্বাকী (বিশেষণ) চার্বাকসুলভ (এই চার্বাকী মতবাদ প্রচার-সৈয়দ মুজতবা আলী)। {(তৎসম বা সংস্কৃত) চারু+ বাক; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word চার্ম ১ English definition [চার্মো] (বিশেষণ) চামড়া সম্পর্কিত বা চর্মময়। {(তৎসম বা সংস্কৃত) চর্ম+অ(অণ্)}
- Bengali Word চার্ম ২ English definition [চার্মো] (বিশেষ্য) মোহিনী-শক্তি; আকর্ষণ। চার্মিং (বিশেষণ) মুগ্ধকর। {(ইংরেজি) Charm}
- Bengali Word চাল ১, চাউল, চাইল English definition [চাল্, চাউল্, চাইল্] (বিশেষ্য) একপ্রকার শস্য, যা রান্না করলে ভাত হয়; তণ্ডুল। চালপড়া (বিশেষ্য) মন্ত্র বা দোয়া পড়ে ফু দেওয়া চাল। চালচিড়ে বেঁধে যাওয়া (ক্রিয়া) প্রয়োজনীয় সব কিছু সঙ্গে নিয়ে দূরবর্তী স্থানে যাওয়া। আতপ চাল (বিশেষ্য) ধান সিদ্ধ না করে রোদ্রে শুকিয়ে যে চাল তৈরি করা হয়। সিদ্ধ চাল (বিশেষ্য) ধান সিদ্ধ করে শুকিয়ে যে চাল প্রস্তুত করা হয়। চালমুগরা (বিশেষ্য) একপ্রকার ছোট গাছ-এর বীজ খোস-পাঁচড়া নিবারক ভেষজ হিসাবে খ্যাত। {(তৎসম বা সংস্কৃত) তণ্ডুল>(প্রাচীন বাংলা) তাঁড়ুল>তাউল>; সাওতাঁলি. চেল}
- Bengali Word চাল ২ English definition [চাল্] (বিশেষ্য) ১ গৃহাদির কাঁচা ছাদ; বাঁশ, খড়, শণ, কাশ ইত্যাদি দ্বারা আচ্ছাদিত ঘরের ছাদ। ২ হিন্দু প্রতিমার পিছনের দৃশ্যপট (চালচিত্র)। চালকুমড়া (বিশেষ্য) ছাঁচি বা দেশি কুমড়া। চালকুমড়ি করা (ক্রিয়া) উপর থেকে নিচে গড়িয়ে দেওয়া, যেভাবে কুমড়া গড়িয়ে পড়ে। চালকেটে উঠানো (ক্রিয়া) ভিটেমাটি উচ্ছন্ন করা; উৎপন্ন বা উদ্বাস্তু করা। চালচিত্র (বিশেষ্য) ১ প্রতিমার পিছন দিকের পট বা চিত্র। ২ পশ্চাৎপট; background । ৩ হালচাল; বর্তমান পরিস্থিতির রূপরেখা। চালচুলা, চালচুলো (বিশেষ্য) আশ্রয় ও খাদ্য সংস্থান; আহার ও বাসের ব্যবস্থা। চালচুলা নেই-বৃত্তিহীন বেকার যার ঠিকানা ও বৃত্তি নেই। চালের বাতা (বিশেষ্য) কাঁচা ঘরের ছাদসংযুক্ত বাঁশ বা কাঠের লম্বা লম্বা ফালি। {(তৎসম বা সংস্কৃত) √চল্+অ(ঘঞ্)}
- Bengali Word চাল ৩ English definition [চাল্] (বিশেষ্য) ১ চলন; ধারা; রীতি; প্রথা; জীবনযাত্রা পদ্ধতি; আচার-ব্যবহার (সাবেক চাল)। ২ গতি; ভঙ্গি (দ্রুত চাল)। ৩ ধরন; ঢঙ; রকম (বলেন বটে কথা বার্তা অস্মৎ দেশীয় চালে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৪ মিথ্যা বড়াই বা আড়ম্বর প্রকাশ (চাল মারা)। ৫ অভিজাত বা আড়ম্বরপূর্ণ বা শৌখিন জীবনযাত্রা পদ্ধতি (হাওযা খেয়ে ঘুর ঘুর করাকেই এরা বলে চাল-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ৬ দাবা বা পাশার দান। ৭ কৌশল; ফন্দি; কার্যোদ্ধার বা বাজিমাত করাবার মতো ঘুটি চালা (উৎপীড়নে কোনই সুফল ফলিল না দেখিয়া এইবার তাহারা এক নতুন চাল চালিল-আবু হেনা মোস্তফা কামাল)। চালকমানো (ক্রিয়া) ১ জীবনযাত্রা আড়ম্বর হ্রাস করা। ২ খরচ কমানো; ব্যয় সংকোচ করা। চাল-চলন (বিশেষ্য) ১ রীতি-নীতি; আচার-ব্যবহার (সাবেক চাল-চলন-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ মতিগতি। □(বিশেষণ) প্রকৃতি; স্বভাব; চরিত্র। চালচালা (ক্রিয়া) ফন্দি খাটানো; কৌশল প্রয়োগ করা। (কি মজার চালই চালা হয়েছে-মীর মশাররফ হোসেন)। চাল দেওয়া (ক্রিয়া) ১ মিথ্যা বড়াই বা বাহাদুরি করা। ২ চালাকি খাটানো। ৩ দাবা পাশা ইত্যাদি খেলার দান দেওয়া। চালবাজ, চালিয়াত (বিশেষণ) ১ মিথ্যা জাঁক করে এরূপ। ২ ফাঁকিবাজ; ঠক। ৩ ফন্দিবাজ। চাল বাড়ানো (ক্রিয়া) জীবনযাত্রার মান উচ্চ করা; চলাফেরার আড়ম্বর বৃদ্ধি করা; ব্যয়বাহুল্য দ্বারা আচার-ব্যবহারের পরিবর্তন ঘটানো। চালমাৎ (ক্রিয়া) ১ কৌশলে কার্যোদ্ধার হওয়া। □(বিশেষ্য) জয়; বিপক্ষের পরাজয়। □(বিশেষণ) দাবাখেলায় রাজার অচল অবস্থাবিশেষ। চালমারা (ক্রিয়া) ১ চালিয়াতি করা; বড়াই করা। ২ ফাঁকি দেওয়া; চালাকি করা। {(তৎসম বা সংস্কৃত) √চল্+অ(ঘঞ্)}