চ পৃষ্ঠা ২৩
- Bengali Word চাশনাই English definition [চাশ্নাই] (বিশেষ্য) ১ লবণ, মরিচ, তেল, পেঁয়াজ সহযোগে চটকানো সিদ্ধ মাছের সঙ্গে ডাল, আলু, বেগুন বা অন্যান্য সবজির ভর্তা। ২ চাট্নি। {(ফারসি) চাশ্নী}
- Bengali Word চাষ ১ English definition [চাশ্] (বিশেষ্য) ১ কৃষি; ভূমি কর্ষণ; আবাদ। ২ উৎপাদন (ফলের চাষ)। ৩ চর্চা; অনুশীলন (মগজের চাষ)। চাষ-আবাদ, চাষাবাদ (বিশেষ্য) ভূমি চষে বীজ বা চারা রোপন; কৃষিকার্য। চাষবাস (বিশেষ্য) কৃষিকাজ; কৃষিকর্ম দ্বারা জীবিকা নির্বাহ। {(তৎসম বা সংস্কৃত) √চষ্+অ(ঘঞ্)}
- Bengali Word চাষ ২ English definition [চাশ্] (বিশেষ্য) পাখিবিশেষ; নীলকন্ঠ বা সোনা চড়াই পাখি। {(তৎসম বা সংস্কৃত) √চাষি+অ(অচ্); ধ্বন্যাত্মক}
- Bengali Word চাষা, চাষি English definition [চাশা, চাশি] (বিশেষ্য) ১ কর্ষক; কৃষক; ভূমি কর্ষণকারী ব্যক্তি। ২ মূর্খ; অশিক্ষিত বা অমার্জিত লোক (রাজার তনয় বটে রাজবংশে চাষা-ভারতচন্দ্র রায়গুণাকর)। চাষাড়ে (বিশেষণ) ১ চাষার মতো। ২ অশিক্ষিত; মূর্খ। ৩ অমার্জিত; অসভ্য; গ্রাম্য। ৪ গোঁয়ার। ৫ স্থূল রকম চড়া বা উগ্র (বিলিতী মাষ্টার্ডের ঝাঁজ চাষাড়ে-সৈয়দ মুজতবা আলী)। চাষাভুষা, চাষাভুষো (বিশেষ্য) ১ চাষা ও ঐ শ্রেণির অমার্জিত লোক। ২ অশিক্ষিত সাধারণ জন; গ্রাম্য মূর্খ লোক। {(তৎসম বা সংস্কৃত) √চষ্+অ=চাষ+ই}
- Bengali Word চাহন ১, চাওন English definition [চাহোন্, চায়োন্] (বিশেষ্য) ১ প্রার্থনা; যচ্ঞা। ২ ইচ্ছা; আকাঙ্খা; অভিলাষ। চাহা (ক্রিয়া) চাওয়া; ইচ্ছা করা; প্রার্থনা করা (মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে-রবীন্দ্রনাথ ঠাকুর)। {√চাহ্+অন}
- Bengali Word চাহন ২ English definition [চাহোন্] (বিশেষ্য) ১ অবলোকন; দর্শন; দৃষ্টিপাত। ২ চক্ষুরুন্মীলন; দৃষ্টি মেলা। চাহনি, চাউনি (বিশেষ্য) নজর; দৃষ্টিপাত; তাকাবার ভঙ্গি বা ধরন। {√চাহ্+অন}
- Bengali Word চাহা English definition [চাহা] (বিশেষ্য) কাদাখোঁচা পাখি; চ্যাগা পাখি; snipe। {(তৎসম বা সংস্কৃত) চক্ষ্>?}
- Bengali Word চাহারম, চহরম English definition [চাহারম্, চাহোরম্] (বিশেষণ) ১ চতুর্থ; মৃতের জন্য চতুর্থ দিনে কৃত্য (শুধালো হাতেমতায়ী চাহারম সওয়াল বানুর-ফররুখ আহমদ)। ২ চতুর্থ শ্রেণিভূক্ত। চাহারম জমি (বিশেষণ) চতুর্থ শ্রেণির অর্থাৎ নিকৃষ্ট (জমি)। {(ফারসি) চহারুম}
- Bengali Word চাহিদা English definition [চাহিদা] (বিশেষ্য) ১ আবশ্যক; প্রয়োজন। ২ টান; বাজারে প্রয়োজনীয় পরিমাণ দ্রব্যের অভাব বা অপ্রতুলতা বা ঘাটতি; demand। {(বাংলা) চাহ্ ধাতুর সঙ্গে হিন্দি ‘চাহিতা’-র ‘ইতা’ (ইদা) যোগ করে হওয়া সম্ভব}
- Bengali Word চাড়, চাঁড়, চাড়া ১ English definition [চাড়্, চাঁড়্, চাড়া] (বিশেষ্য) ১ ভারী বস্তু উত্তোলনের জন্য বা বলপূর্বক কোনো কিছু খোলার জন্য দেওয়া বিশেষ চাপ বা জোর (চাড় দেওয়া)। ২ তাগাদা; পুনঃপুন অনুরোধ (মাজানের চাড়ে আমার সাদির জন্য-কাজী নজরুল ইসলাম)। ৩ উৎসাহ; উদ্যম; যত্ন; চেষ্টা বা আগ্রহ; গরজ (লেখা পড়ার চাড়)। ৪ চাপ; ভার; বোঝা (কাজের চাড়)। {(তৎসম বা সংস্কৃত) চাপ>}
- Bengali Word চাড়া ২ English definition [চাড়া] (বিশেষ্য) ১ উচানো; উত্তোলন; উচ্চ বা ঊধ্বকরণ (মাথা চাড়া দেওয়া)। ২ ঠেকনা; ঠেস; অবলম্বন (চাড়া দিয়ে খাড়া রাখা)। □(ক্রিয়া) উঁচু করা; উত্তোলন করা। মাথা চাড়া দিয়ে ওঠা (ক্রিয়া) বেশি বেড়ে ওঠা; সমস্ত বাধা-বিঘ্ন কেটে বৃদ্ধি পাওয়া; অন্যের অনিচ্ছা বা বাধা সত্ত্বেও গর্বভরে উন্নতি করা। {(তৎসম বা সংস্কৃত) চাপ>}
- Bengali Word চাড়ি English definition [চাড়ি] (বিশেষ্য) মাটির বড় গামলা; নাগা (গরুর চাড়িতে পানি দিতে-কাজী আবদুল ওদুদ)। {(পালি)চাটি>}
- Bengali Word চায় English definition ⇒ চাওয়া (ক্রিয়ার বর্তমান কালের প্রথম পুরুষে)
- Bengali Word চায়না English definition [চায়্না] (বিশেষ্য) চীন দেশ্ {(ইংরেজি) China}
- Bengali Word চায়েন English definition ⇒ চয়েন
- Bengali Word চিঁ, চিঁচিঁ English definition [চিঁ, চিঁচিঁ] (অব্যয়) ক্ষীণ আর্তধ্বনি বা আর্তস্বর (রোগীর চিঁচিঁ করিয়া কথা বলা; পাখির চিঁচিঁ শব্দ)। {ধ্বন্যাত্মক}
- Bengali Word চিঁহি, চিঁহিঁহিঁ English definition [চিঁহি, চিঁহিঁহিঁ] (বিশেষ্য), (অব্যয়) হ্রেষাধ্বনি; ঘোড়ার ডাক। {ধ্বন্যাত্মক}
- Bengali Word চিঁড়া, চিড়া, চিঁড়ে, চিড়ে English definition [চিঁড়া, চিড়া, চিঁড়ে, চিড়ে] (বিশেষ্য) চিপিটক; ভিজা ধান ঈষৎ ভেজে ঢেঁকিতে কুটে চ্যাপটা করা সুপরিচিত খাদ্যদ্রব্য। চিড়া কোটা (বিশেষ্য) ঢেঁকিতে ধান চ্যাপটা করে চিঁড়া প্রস্তুত করা। চিড়া চ্যাপটা/চেপটা (বিশেষণ) ১ চিঁড়ার মতো চ্যাপটা; অত্যন্ত চ্যাপটা। ২ সম্পূ্র্ণ নির্জীব বা নিঃশেষে দলিত বা পিষ্ট। চিঁড়ের/চিড়ের বাইশ ফের-সরল জিনিস কঠিন করা; বাইশ বার ফিরিয়ে দুই পাল্লায় ওজন করে বাড়ানো। কাথায় চিঁড়ে ভেজে না- শুধু মুখের কথায় কাজ হয় না এই ভাবজ্ঞাপক। {(তৎসম বা সংস্কৃত) চিপিটক>}
- Bengali Word চিংড়ি, চিংড়ী, চিঙ্গট English definition [চিঙ্ড়ি, চিঙ্গ্ড়ি, চিঙ্গট] (বিশেষ্য) ১ মাছরূপে পরিচিত এবং ভক্ষ্য এরূপ জলচর প্রাণীবিশেষ: ইচা মাছ। ২ ক্ষুদ্র ও চঞ্চল প্রাণী; ছোটখাট ও ছটফটে মানুষ (দুটি জর্মন চ্যাংড়া একিট চিংড়িকে নিয়ে রেস্তোরাঁয় ঢুকল-সৈয়দ মুজতবা আলী)। কুচাচিংড়ি, কুচোচিংড়ি, ঘুষাচিংড়ি (বিশেষ্য) খুবই ছোট চিংড়ি। গলদা চিংড়ি (বিশেষ্য) মোটা মাথাবিশিষ্ট বড় চিংড়ি। বাগদা চিংড়ি (বিশেষ্য) বৃহদাকার চিংড়ি মাছ; গায়ে বাঘের গায়ের মতো লম্বা দাগবিশিষ্ট চিংড়ি। {(তৎসম বা সংস্কৃত) চিঙ্গট>}
- Bengali Word চিক ১ English definition [চিক্] (বিশেষ্য) কন্ঠভূষণবিশেষ। {চিকচিক>?}