• Bengali Word চাওয়া ১ English definition [চাওয়া] (ক্রিয়া) ১ কামনা করা; ইচ্ছা করা; অভিলাষ করা। ২ প্রার্থনা, যাচ্ঞা বা ভিক্ষা করা; চাহিদা জানানো। ৩ রাজি হওয়া। □(বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। চাওয়ানো১ (ক্রিয়া) ১ কামনা প্রার্থনা বা যাচ্ঞা করানো। □(বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। {(তৎসম বা সংস্কৃত) √বাঞ্ছ, যাচ্‌>(প্রাকৃত) চাই>(বাংলা) √চা+ওয়া}
    • Bengali Word চাওয়া ২ English definition [চাওয়া] (ক্রিয়া) ১ দৃষ্টিপাত করা; তাকানো। ২ চক্ষু উন্মীলন করা; চোখ চাওয়া। □(বিশেষ্য) উক্ত সকল অর্থে। চাওয়া-চাওয়ি (বিশেষ্য) পরস্পরের প্রতি অর্থবোধক দৃষ্টিপাত (সকলে বিস্ময়ে মুখ চাওয়া-চাওয়ি করিতে লাগিল-আবুল মনসুর আহমদ)। চাওয়ানো২ (ক্রিয়া) ১ চোখ খোলানো বা মেলানো। ২ দৃষ্টিপাত করানো। □(বিশেষ্য) উক্ত অর্থে। মুখ তুলে চাওয়া (ক্রিয়া) দৃষ্টিপাত করা। ২ অনুগ্রহ করা। {(তৎসম বা সংস্কৃত)√চক্ষ্‌>(বাংলা) √চা> চাওয়া}