চ পৃষ্ঠা ২০
- Bengali Word চামচ, চামচে ১ English definition [চামোচ্, চাম্চে] (বিশেষ্য) ক্ষুদ্র হাতা; চামিচ। {(তৎসম বা সংস্কৃত) চমস>, (ফারসি) চাম্চাহ্}
- Bengali Word চামচা, চামচে ২ English definition [চাম্চা, চাম্চে] (বিশেষ্য) তোষামোদকারী; মোসাহেব; চেলা। {(তৎসম বা সংস্কৃত) চমস>; (ফারসি) চম্চহ্}
- Bengali Word চামচিকা, চামচিকে English definition [চম্চিকা, চাম্চিকে] (বিশেষ্য) বাদুড়জাতীয় ক্ষুদ্র জীব। {(তৎসম বা সংস্কৃত) চর্মচটিকা>}
- Bengali Word চামচিটে English definition [চাম্চিটে] (বিশেষণ) অত্যন্ত চিটচিটে বা আঠালো; ত্বকের সঙ্গে লেগে থাকে এমন। চামচিটেল (বিশেষণ) চামচিটের মতো স্বভাববিশিষ্ট (তুমি যে দেখছি চিটে গুড়ের চেয়েও চামচিটেল-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) চর্ম>(বাংলা) চাম+চিটা+ইয়া>এ}
- Bengali Word চামটি English definition [চাম্টি] (বিশেষ্য) ক্ষৌরকার্যের সরঞ্জাম রাখার থলি (গিরি নাপিত সুপারীর খোলের তৈরি ক্ষুরের চামটি হইতে নরুন বাহির করিয়া-আবুল মনসুর আহমদ)। {(তৎসম বা সংস্কৃত) চর্মপটী}
- Bengali Word চামর English definition [চামোর্] (বিশেষ্য) চমরী গরুর পুচ্ছ দিয়ে তৈরি ব্যজনী বা পাখাবিশেষ। চামরিণী (বিশেষ্য), (বিশেষণ) চামর দিয়ে বাতাস করে যে নারী (ডুলাইছে কাঁদি চামরিণী সুচামর-মাইকেল মধুসূদন দত্ত)। চামরী (-রিন্) (বিশেষণ) চামরযুক্ত। □(বিশেষ্য) ঘোড়; অশ্ব। {(তৎসম বা সংস্কৃত) চমরী+অ(অণ্)}
- Bengali Word চামাটি, চামাতি English definition (বিশেষ্য) ১ চামড়ার পট্টি; চর্মময় বন্ধনী। ২ ক্ষুর ঘষার ব্যবহৃত চর্মখণ্ড। {(তৎসম বা সংস্কৃত) চর্মপত্র>}
- Bengali Word চামার English definition [চামার্] (বিশেষ্য) মুচি; চর্মকার। □(বিশেষ্য), (বিশেষণ) ১ (আলঙ্কারিক) নিষ্ঠুর; অতিশয় নির্দয়; অত্যন্ত নীচ ব্যক্তি। ২ অতি কৃপণ। চামারনি, চামারনী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) চর্মার; চর্মকার>}
- Bengali Word চামুক্ষ English definition [চামুক্খো] (বিশেষ্য) চাবুক; চামনির্মিত প্রহরণ (জখমে চামুক্ষ মারি আসিতে লাগীলা-সৈয়দ সুলতান)। {(তৎসম বা সংস্কৃত) চর্ম+√উক্ষ্+অ(অচ্)=চর্মোক্ষ>}
- Bengali Word চামুণ্ডা English definition [চামুন্ডা] (বিশেষ্য) ১ হিন্দুদেবী দুর্গার রূপবিশেষ। ২ উগ্র রমণী। □(বিশেষণ) উগ্রস্বভাবা (চামুণ্ডা রণরঙ্গিণী ভাবী সাহেবা-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) চণ্ড+মুণ্ড+আ}
- Bengali Word চামেলি English definition [চামেলি] (বিশেষ্য) জুঁই বা মল্লিকাজাতীয় ক্ষুদ্র পুষ্প; জাতি ফুল। {(হিন্দি) চমেলী}
- Bengali Word চাম্পা ((মধ্যযুগীয় বাংলা)) English definition [চাম্পা] (বিশেষ্য) চাঁপা ফুল; চম্পা (লবঙ্গ, গোলাপ চাম্পা সতবর্গ যূথী-সৈয়দ আলাওল}। {(তৎসম বা সংস্কৃত) চম্পক>}
- Bengali Word চামড়া English definition [চাম্ড়া] (বিশেষ্য) ১ চর্ম; চাম; ত্বক। ২ ছাল (হরিণের চামড়া)। {(তৎসম বা সংস্কৃত) চর্ম>}
- Bengali Word চার শত, চারশো English definition [চার্শতো, চার্শো] (বিশেষ্য), (বিশেষণ) ৪০০ সংখ্যা বা সংখ্যক। চারশতবিশ (বিশেষ্য), (বিশেষণ) দণ্ডবিধি ৪২০ ধারায় বর্ণনামতো অপরাধী; প্রতারক। {চার+শত,>}
- Bengali Word চার ১, চারি English definition [চার্, চারি] (বিশেষ্য), (বিশেষণ) ৪ সংখ্যা বা সংখ্যক। চারআনা (বিশেষ্য) ১ সিকি ভাগ। ২ এক টাকার চার ভাগের এক ভাগ। চারআনি (বিশেষ্য) ১ চার আনা বা সিকি টাকা মূল্যের মুদ্রা। ২ চার ভাগের এক ভাগ। চারইয়ারি, চার-আয়ারী (বিশেষণ) চার জন বন্ধু-সম্পর্কিত (চার ইয়ারী কথা-প্রথম চৌধুরী)। চার কোনা/কোণা (বিশেষণ) ১ চার কোণ সম্বলিত; চতুষ্কোণ; চৌকা। ২ চতুর্দিক (চার কোনা মেরে ঝাড়ু দেওয়া)। চারচালা (বিশেষণ) ১ চারদিকে চার চালবিশিষ্ট। □(বিশেষ্য) ঐরূপ ঘর। চারচোখে দেখা (ক্রিয়া) বিশেষ কৃপার দৃষ্টিতে দেখা (অন্যায় বাড়াবাড়ি করে একজনকে চার চোখে দেখতেন না-শেখ ফজলল করিম)। চারচৌকা, চারচৌকো (বিশেষণ) সমচতুষ্কোণ। চারটা, চারটে (বিশেষ্য) চার ঘটিকা। □(বিশেষণ) অল্প কিছু। চারটি, চাট্টি (বিশেষণ) কিছু পরিমাণ; অর্প পরিমাণ; সামান্য কিছু (আর চাট্টি ভাত দাও)। চারতরফ (বিশেষ্য) চতুর্দিক; সব দিক; চার অংশ। চার দেওয়ারি (বিশেষ্য) আঙ্গিনা; চার দেয়ালে ঘেরা স্থান। চারপায়া, চারপাই (বিশেষ্য) চারপায়াযুক্ত খাটিয়া বিশেষ (দড়ির চারপাই-অবনীন্দ্রনাথ ঠাকুর)। চারপো, চারপোয়া (বিশেষণ) ১ এক সের। ২ সম্পূর্ণ; ভরা। চারসন্ধ্যা (বিশেষ্য) প্রভাত মধ্যাহ্ন সন্ধ্যা ও মধ্যরাত (হিন্দু ব্যবহারে)। চার হাত এক করা-বিয়ে দেওয়া। চার হাতে (ক্রিয়াবিশেষণ) বিচার-বিবেচনা ত্যাগ করে বা নির্বিচারে এবং সাপটিয়ে। চারভিত (বিশেষ্য) চতুর্দিক বা এদিক সেদিক; চারপাশ। {(তৎসম বা সংস্কৃত) চতুর্>(প্রাকৃত) চত্তার, চত্তারি>}
- Bengali Word চার ২ English definition [চার্] (বিশেষ্য) গুপ্তচর; গোয়েন্দা। {(তৎসম বা সংস্কৃত) √চর্+অ(অণ্)}
- Bengali Word চার ৩ English definition [চার্] (বিশেষ্য) ১ মাছকে আকর্ষণ করবার উপযোগী গন্ধযুক্ত মসলা। ২ জলাশয়াদির যে স্থানে চার ফেলা হয়েছে (ইহাদের দোষে মাছ বসে নাক চারে-কাজী নজরুল ইসলাম)। {(হিন্দি) চারা}
- Bengali Word চার ৪ English definition ⇒ চারা৩
- Bengali Word চারক English definition [চারোক্] (বিশেষণ) ১ পশু চরায় এমন (গো-চারক, পশু চারক)। □(বিশেষ্য) পিয়াল গাছ। {(তৎসম বা সংস্কৃত) চার+ক(কন্)}
- Bengali Word চারণ ১ English definition [চারোন্] (বিশেষ্য) স্তুতি-পাঠক; দেশের জাতির বা বংশ বিশেষের কীর্তি গায়ক, গানে যারা ব্যক্তি বা দেশের মহিমা প্রচার করে। {(তৎসম বা সংস্কৃত) √চর্+ণিচ্+অন(ল্যুট্)}