• Bengali Word ইঞ্জিন, ইনজিন, এঞ্জিন English definition [ইন্‌জিন্, ইন্‌জিন্‌, এন্‌জিন্‌] (বিশেষ্য) রেলগাড়ি, কারখানা ইত্যাদি চালানোর যন্ত্র; বাষ্পাদি পরিচালিত গতি-সম্পাদক যন্ত্র; (তাপশক্তিকে যান্ত্রিক শক্তিতে পরিণত করার যন্ত্রকে এঞ্জিন বলা হয়-আবদুল্লাহ আলমুতী শরফুদ্দীন)। ইঞ্জিনিয়ার (বিশেষ্য) ১ যন্ত্রবজ্ঞিানবিদ; প্রকৌশলী। ২ ইঞ্জিন বা কল পরিচালক। ৩ কোনো যন্ত্র বা কল নির্মাতা। ৪ পূর্তকার্যে দক্ষ ব্যক্তি; পূর্ত কার্যের পরিকল্পনা ও পরিচালনাকারী। ইঞ্জিনিয়ারিং (বিশেষ্য) প্রকৌশল। □ (বিশেষণ) যন্ত্রনির্মাণ বা যন্ত্রবিজ্ঞান সম্বন্ধীয়। {(ইংরেজি) engine}
    • Bengali Word এগজেকিউটিভ ইঞ্জিনিয়ার English definition [এগ্‌জেকিউটিভ্‌ ইন্‌জিনিয়ার্‌] (বিশেষ্য) নির্বাহী প্রকৌশলী। {ইংরেজি executive engineer}